কম্পিউটার নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

কম্পিউটার নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Part-II
৪৮. ধারাবাহিক তথ্য পরিবহণের ভাগ দুটি হল____ ও ____ ।
- LAN, MAN
- TREE,RING
- পৃথক, যুগপৎ
- কোনটিই নয়
- Ans:-c. পৃথক, যুগপৎ
৪৯. নেটওয়ার্ক সিস্টেমে ডেটা বা তথ্য পরিবহন বা প্রেরণের সময় মাধ্যমের সর্বচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তি দুরত্বকে ___ বলে।
- Bandwidth
- Channel capacity
- Band
- কোনটিই নয়
- Ans:-a. Bandwidth
৫০. নীচের কোন পরিবহণে র ক্ষেত্রে Start bin ও Stop bin থাকে?
- সমান্তরাল পরিবহণ
- Client server
- পৃথক পিথক পরিবহণ
- কোনটিই নয়
- Ans:- c. পৃথক পিথক পরিবহণ
৫১. পৃথক পরিবহণের ক্ষেত্রে Start bin ও Stop bin- এর মান থাকে যথাক্রমে __ ও __।
- 0,1
- 0,0
- 1,1
- কোনটিই নয়
Ans:- a.0,1
৫২. নেটওয়ার্ক সিস্টেমে যুগপৎ পরিবহণের বিশিষ্ট হল
- Start bin ও Stop bin থাকে না
- তথ্য একধিক bit-এর একটি ব্লক বা byte এর আকারে থাকে
- পরপর byte-গুলির মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না
- সব কটি
Ans;- d. সব কটি
৫৩. নেটওয়ার্ক সিস্টেমে একটি কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে যে সর্বোচ্চ হারে তথ্য বা ডেটা ট্রান্সফার হয়, তাকে ___ বলে।
- Bandwidth
- Channel Capacity
- Frequency
- Amplitude
Ans:-b. Channel Capacity
৫৪. Client server সিস্টেমে server কম্পিউটারের সঙ্গে যুক্ত কম্পিউটারকে __ বলে।
- Peer
- Co-server
- Client
- কোনোটি নয়
Ans:-3. Client
৫৫. Client server সিস্টেমে server কম্পিউটারের প্রয়োজন হয়
- ক্লায়েন্ট কম্পিউটারের প্রয়োজন অনুসারে তথ্য সরবরাহের জন্য
- সিস্টেম নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ করার জন্য
- সব কটি
- কোনোটি নয়
Ans-1. ক্লায়েন্ট কম্পিউটারের প্রয়োজন অনুসারে তথ্য সরবরাহের জন্য
৫৬. Peer-to-peer নেটওয়ার্ক সিস্টেমে প্রতিটি কম্পিউটারকে ___ বলে।
- Peer
- Server
- Client
- কোনোটি নয়
Ans:-1. peer
৫৭. নেটওয়ার্ক সিস্টেমে চ্যানেল ক্যাপাসিটি বা নির্দিস্ট নেটওয়ার্ক ডিভাইসের ডেটা বা তথ্যের আদানপ্রদানের হাড় পরিমাপ করার একক হল __ ও__।
- BPS,Herts
- BPS,BAUD
- সব কটি
- কোনোটি নয়
Ans:-2. BPS,BAUD
৫৭. নেটওয়ার্ক সিস্টেমে ইলেকট্রনিক সিগন্যাল এর এক দশা থেকে অন্য দশার পরিবর্তনকে বলে
- Bit
- Baud
- A ও b উভয়ই
- কোনটিই নয়
Ans:- 2. Baud
৫৮. নেটওয়ার্ক সিস্টেমে যখন কোন তার বা কেবল একই সময়ে একধিক সিগন্যাল বহন করতে পারে, তখন তাকে ___ বলে।
- Broadband Network
- Baseband Network
- Client Server Network
- কোনটিই নয়
Ans:-1. Broadband Network
৫৯. নেটওয়ার্ক সিস্টেমে যখন কোন তার বা কেবল একই সময়ে শুধুমাত্র একটি সিগন্যাল বহন করতে পারে, তাকে __ বলে।
- . Broadband Network
- Baseband Network
- Client Server Network
- কোনটিই নয়
Ans:-2. Baseband Network
৬০. Broadband Network- এর উদাহরণ হল
- কেবল টিভি নেটওয়ার্ক
- ব্লুটুথ নেটওয়ার্ক
- A,b উভয়
- কোনটিই নয়
Ans:- 1. কেবল টিভি নেটওয়ার্ক
৬১. LAN-এর ক্ষেত্রে নীচের কোন যুক্তি ব্যবহৃত হয়
- Bluetooth network
- Broadband network
- Baseband network
- সব কটি
Ans:- 3. baseband network
৬২. নেটওয়ার্ক সিস্টেমে ___ ও___ ব্যবহৃত হয়।
- ফাইল সারভার,অ্যাপ্লিকেশন সার্ভার
- ডেডিকেটেড সার্ভার, নন ডেডিকেটেড সার্ভার
- ডেডিকেটেড সার্ভা, ফাইল সারভার
- কোনটিই নয়
Ans:- 2. ডেডিকেটেড সার্ভার, নন ডেডিকেটেড সার্ভার
৬৩. নীচের কোন সার্ভার নেটওয়ার্কের ওয়ার্কস্টেশন গুলির মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য ব্যবহৃত হয়
- ফাইল সার্ভার
- ডেডিকেটেড সার্ভার
- প্রিন্ট সার্ভার
- কমিউনিকেশন সার্ভার
Ans:-4. কমিউনিকেশন সার্ভার
৬৪. NIC –এর পুর নাম হল
- Network Interface Card
- Network Installation Card
- সব কটি
- কোনটিই নয়
Ans:-1. Network Interface Card
৬৫.নেটওয়ার্ক সিস্টেমে যে সার্ভার শুধুমাত্র সার্ভার হিসেবে কাজ করার জন্য নিয়োজিত হয়, তাকে ___ বলে
- ফাইল সার্ভার
- নন-ডেডিকেটেড সার্ভার
- প্রিন্ট সার্ভার
- সব কটি
Ans:-2. নন-ডেডিকেটেড সার্ভার
৬৬. নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহারকারী যে সমস্ত কম্পিউটার ব্যবহার করে তথ্যের আদানপ্রদান করে, তাকে __ বলে।
- ওয়ার্কস্টেশন
- ফাইল সার্ভার
- প্রিন্ট সার্ভার
- সব কটি
Ans:-1. ওয়ার্কস্টেশন
৬৭. _____-এর মাধ্যমে কম্পিউটার গুলি নিজেদের মধ্যে ফিজিক্যাল যুক্ত থাকে।
- LAN
- FILE SERVER
- NIC
- সব কটি
Ans:-3. NIC
৬৮. তার বা কেবলের মাধ্যমে তথ্য পাঠানোকে বলে
- Unguided বা Wireless media
- NIC
- Guided media
- সব কটি
Ans:-3. Guided media
এগুলিও পড়ুন –
নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর -Part I
কম্পিউটার নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Part -II
নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর part 3