জানা অজানা কিছু দেশ বিদেশের খবর

ক্রিকেটঃ
মাত্র ৩৮ বছর বয়সে বাংলার ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন আফ বেঙ্গল’এর সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হলেন ‘বোর্ড আফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া।
NASA
২০১৬-১৭ সালে NASA- এর এক মহিলা তার নাম পেগি হুইটসন তিনি মহাকাশে ২৮৯ দিন কাটিয়ে আসেন। NASA-এর আরেক মহিলা মহাকাশচারী ২০২০তে তার রিকর্ড কাটিয়েছেন। NASA-র মহাকাশচারী ক্রিস্টিনা কোচ তার বয়স ৪১ বছর।তিনি ২০১৯ সালের ১৪ই মার্চ পৃথিবী ছেরেছিলেন। তিনি মোট ৩২৮ দিন পর পৃথিবীতে ফিরে ইতিহাস গড়লেন।
কুইন আফ ক্যাবারেঃ
কলকাতার খ্যাতনামা ‘কুইন আফ ক্যাবারে’ তিনি করলেন দেহত্যাগ। তার আসল নাম ছিল আরতি আদস।তিনি লোকেদের কাছে মিস শেফালি নামে পরিচিত ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৬ বছর পর মারা গেলেন।