কম্পিউটারদ্বাদশ কম্পিউটার

নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

নেটওয়ার্কিংঃ  এক বা একাধিক স্বতন্ত্র বা স্বাধীন কম্পিউটার যখন নির্দিষ্ট মাধ্যমের দ্বারা যুক্ত হয়ে নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করে, তখন কম্পিউটারগুলির মধ্যে সংযোগ স্থাপন কে নেটওয়ার্কিং বলে।
এই পোস্টে নেটওয়ার্কিং অধ্যায়ের বিভিন্ন বই থেকে সকল ধরনের প্রশ্ন শেয়ার করা হল। আশা করি সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাজে আসবে। [ নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Part -৩]
নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Part- ৩

৬৯. STP-এর পুর নাম হল

  1. Standard thermal pressure
  2. Shielded thermal pressure
  3. Shielded twisted pair
  4. কোনটিই নয়

Ans:-3. Shielded twisted pair

৭০. UTP-এর পুর নাম হল

  1. Unshielded twisted pair
  2. Unprotected twisted pair
  3. User twisted pair
  4. কোনটিই নয়

Ans:- . Unshielded twisted pair

৭১. Twisted pair  কেবল–এর বিশিষ্ট হল

  1. ইন্সটলেশন বা স্থাপন সহজ এবং দাম কম
  2. অ্যানালগ ও ডিজিটাল উভয় প্রকার সিগন্যাল পাঠানো যায়
  3. বাইরের শব্দ বা সিগন্যাল বাধাপ্রাপ্ত হয়
  4. সব কটি

Ans:-4. সব কটি

৭২.  Twisted pair  কেবল–এর সমস্যা হল

  1. ডেটা প্রেরণের হাড় খুব কম
  2. এর বিস্তৃতি কম অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ
  3. A,b উভয়
  4. কোনটিই নয়

Ans:- . A,b উভয়

৭৩. কো-অ্যাক্সিয়াল কেবলের বিশিষ্ট হল

  1. ডেটা প্রেরণের হাড় বেশি ও কেন্দ্রে অনমনীয় তার থাকে
  2. Cable tv ও etharnet- এর ক্ষেত্রে এই তার খুব উপযোগী
  3. অ্যানালগ ও ডিজিটাল উভয় প্রকার ডেটা পাঠানো যায়
  4. সব কটি

এগুলি পড়ুন-

নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর -Part I

নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর –Part- II

কম্পিউটার নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Part -III

নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর part -IV

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button