উৎসব

2024 নীলপূজা নির্ঘণ্ট ও ক্যালেন্ডার-Nil Puja Date Time

2024 Nil Puja Date Time & Calendar

2024 নীলপূজা নির্ঘণ্ট ও ক্যালেন্ডারNil Puja Date Time, 2024 কবে নীলপূজা, Nil Puja Date Time Calendar, ২০২৪ সালের নীল পুজার সময় ও নির্ঘণ্ট, নীল পুজার তারিখ ও বার, নীলপূজা নির্ঘণ্ট 2024, নীলপূজা নির্ঘণ্ট এটিও পড়ুন – 2024 দুর্গাপূজা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার, দুর্গা পুজার সময় সুচি

নীলপূজা বা নীলষষ্ঠী হল বাংলার হিন্দুসমাজের এক লৌকিক উৎসব, যা মূলত শিব-দুর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত। বাঙালি গৃহিণীরা নিজের সন্তান এর মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্রসংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীলপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

নীলসন্ন্যাসীরা ও শিব-দুর্গার সঙেরা পূজার সময়ে নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ঐদিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিবপূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীলপূজা পশ্চিমবঙ্গের বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া; বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরায় বাঙালি হিন্দু অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। সোর্স- উইকিপিডিয়া

2024 নীলপূজা নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম উৎসবের বার উৎসবের দিন
নীলপূজা বা নীলষষ্ঠী শুক্রবার 12 এপ্রিল, 2024
নীলপূজা বা নীলষষ্ঠী শুক্রবার ২৯ চৈত্র ১৪৩০

বাংলা পঞ্জিকা অনুসারে –  ২৯ চৈত্র ১৪৩০, শুক্রবার

2023 নীলপূজা নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম উৎসবের বার উৎসবের দিন
নীলপূজা বা নীলষষ্ঠী বৃহস্পতিবার ১৩ এপ্রিল, ২০২৩
নীলপূজা বা নীলষষ্ঠী বৃহস্পতিবার ২৯ চৈত্র ১৪২৯

বাংলা পঞ্জিকা অনুসারে –  ২৯ চৈত্র ১৪২৯ বৃহস্পতিবার।

2022 নীলপূজা (নীল যাত্রা) নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম উৎসবের বার উৎসবের দিন
নীলপূজা বা নীলষষ্ঠী বুধবার ১৩ এপ্রিল, ২০২২
নীলপূজা বা নীলষষ্ঠী  বুধবার ২৯ চৈত্র ১৪২৮

2021 নীলপূজা নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম উৎসবের বার উৎসবের দিন
নীলপূজা বা নীলষষ্ঠী মঙ্গলবার  ১৩ এপ্রিল, ২০২১
নীলপূজা বা নীলষষ্ঠী  মঙ্গলবার ৩০ চৈত্র ১৪২৭

2020 নীলপূজা নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম উৎসবের বার উৎসবের দিন
নীলপূজা বা নীলষষ্ঠী রবিবার  ১২ এপ্রিল, ২০২০
নীলপূজা বা নীলষষ্ঠী  রবিবার ২৯ চৈত্র ১৪২৬

নীল পুজোর ব্রত কথা

এক বামুন আর বামনীর পাঁচছেলে আর দুটি মেয়ে। তারা খুব পুজোআচ্চা করত। কিন্তু এত পুজো, বারব্রত করেও তাদের সব ছেলেমেয়েগুলো একে একে মরে গেল। তখন বামনীর ঠাকুরদেবতায় বিশ্বাস চলে গেল। তাদের আর সেই জায়গায় থাকতেও ভালো লাগল না। বামুন-বামনী ঠিক করল সব ছেড়েছুড়ে তারা মনের দুঃখে কাশীবাসী হবে।

দশাশ্বমেধ ঘাটে স্নান করে অন্নপূর্ণার পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে আছে, এমন সময় মা-ষষ্ঠী এক বুড়ি বামনীর বেশে এসে বললে “কি ভাবছ গো মা?”
বামনী বললে “আমার সব ছেলেমেয়েদের হারিয়েছি। এত পুজোআচ্চা সব বিফলে গেল আমাদের। সব অদৃষ্ট। ঠাকুর দেবতা বলে কিছ্ছু নেই।”

ষষ্ঠীবুড়ি বললেন “বারব্রত নিষ্ফল হয়না মা, ধর্মকর্ম যাই কর ঈশ্বরে বিশ্বাস চাই। তুমি মা-ষষ্ঠীকে মানো? তাঁর পুজো করেছ কখনো? তিনি সন্তানদের পালন করেন।
বামনী বললে “আমি এযাবতকাল সব ষষ্ঠী করে আসছি কিন্তু তবুও আমার ছেলেরা র‌ইল না।
ষষ্ঠীবুড়ি বললেন, “তুমি নীলষষ্ঠীর পুজো করেছ কখনো? চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে শিবের পুজো করবে। শিবের ঘরে বাতি জ্বেলে জল খাবে। সন্তানদের মঙ্গলকামনা করবে” — বামনী সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে পুনরায় মাতৃত্ব লাভ করলে।

এটিও পড়ুন – ২০২৩ সালের অন্যন্য পূজার নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

নীলপূজা উপলক্ষে উৎসব ও মেলা:

  • দক্ষিণ ২৪ পরগণা জেলা বিষ্ণুপুর থানার ঝিকুড়বেড়ে গ্রামে নীলপূজা উপলক্ষ্যে বড় কাছারীতে বিশেষ পূজা উৎসব ও মেলা।
  • বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত বিলকান্দি গ্রামে সাড়ম্বরে কালীর (পাঁচটি পীলা) দক্ষিণাকালীর ধ্যানে বিশেষ পূজা ও উৎসব।
  • দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরে খাড়ী ফৌজদারতলায় সর্বমঙ্গলাদেবীর বার্ষিকপূজা উৎসব ও মেলা অসম-নাট্যকার সর্বেশ্বর চক্রবর্তীর স্মৃতিদিবস। মণিপুর-শাজিবু নঙ্গমা পানবা (চৈরাবা) উৎসব।

জেনে নিন – 2023 নীলপূজা নির্ঘণ্ট ও ক্যালেন্ডার-Nil Puja Date Time

নীলপূজার দিন অন্যান্য পূজাসমূহ- 

মদনপূজা, শ্রীশ্রীহরিভক্তিবিলাসমতে শ্রীশ্রীকৃষ্ণের দ্বাদশ দোলোৎসব, নীলপূজা ও নীলের উপবাস। শ্রীশ্রীদেবীর নীলযাত্রা।  তারকেশ্বরে শ্রীশ্রাতারকেশ্বর জীউ শিবঠাকুরের মন্দিরে নীলবাতিদান ও গাজন উপলক্ষ্যে মহামেলা (হুগলী)। জালিয়ানওয়ালাবাগ দিবস (১৩ই এপ্রিল) ইত্যাদি।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button