নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Part- 1
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
১. কেবল বা তারের মাধ্যমে একাধিক কম্পিউটার যুক্ত করাকে ___ বলে?
a.DBMS
b. Network
c.Circuit
d.Transmission
ans:-b.Network
২.নেটওয়ার্কের সফল ব্যবহারের উদাহরণ হল a.প্রয়োজনীয় ফাইল বা দকুমেন্ট আদানপ্রদান
b.ইনটারনেটের মাধ্যমে দ্রব্য কেনাবেচা
c.ব্যাঙ্কিং পরিষেবা(CBS বা Core Banking System)
d.সব ক-টি স্যুইচ
ans:-d. সব ক-টি স্যুইচ
৩. কোনো সিগন্যালের ওয়েভের বিস্তারের পরিমাপ করা হয়_________ এর মাধ্যমে।
a.ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিচ্যুড
b. অ্যামপ্লিচ্যুড
c.ফেজ
d. কোনোটিই নয়
ans:-b. অ্যামপ্লিচ্যুড
৪. কোনো ইলেকট্রনিক সিগন্যালের বিশিষ্ট a.অ্যামপ্লিচ্যুড
b. ফ্রিকোয়েন্সি
c.ফেজ
d. সব ক-টি
ans:-d. . সব ক-টি
৫. অ্যানালগ সিগন্যালের একটি ব্যবহার হল
a.Voice Communication
b.Text Communication
c. a ও b উভবই
d.কোনোটিই নয়
ans:- a.Voice Communication
৬. অ্যানালগ সিগন্যালের সুবিধা হল
a.অডিয়ো ও ভিডিও উভয় ডেটা প্রদান করা যায়
b.অ্যানালগ প্রসেস করা সহজ
c.A ও b উভয়ই
d.কোনোটিই নয়
Ans:-c. A ও b উভয়ই
৭. অ্যানালগ সিগন্যাল গঠিত হয়_____ দ্বারা।
a.0, 1
b.Electromagnetic wave
c.a ও b উভয়ই
d. কোনোটিই নয়
ans:- b.Electromagnetic wave
৮.ওয়েভফর্ম–এর ক্ষেত্রে কোনো সিগন্যাল প্রতি সেকেন্ডে যতগুলি ওয়েভ তৈরি করে, তাকে____ বলে।
- Frequency
- Amplitude
- Phase
- কোনোটিই নয়
Ans:- 1. Frequency
৯. ডিজিটাল সিগন্যাল ____ –এর সমন্বয়ে তৈরি হয়
- Electromagnetive wave
- 0,1
- Voice ও Data
- কোনোটিই নয়
Ans:-2. 0,1
১০. নেটওয়ার্কের সুবিধা হল
- কম সময় ও কম খরচে তথ্যের আদানপ্রদান করা যায়
- কম্পিউটারের যন্ত্র, প্রিন্টার, স্ক্যানার, ইত্যাদি শেয়ার করা যায়
- মোট মেমোরির পরিমাণ বৃদ্ধি পায়
- সব ক-টি
Ans:-4. সব ক-টি
১১. নেটওয়ার্কের অসুবিধা হল
- নিরাপত্তা কম
- খরচ সাপেক্ষ
- A ও b উভয়ই
- কোনোটিই নয়
Ans:-3. A ও b উভয়ই
১২. নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রগুলিকে বলে
- Node
- Liker
- User
- Connector
Ans:-1. Node
১৩. নেটওয়ার্কে নোডের উদাহরণ হল
- প্রিন্টার
- স্ক্যানার
- কম্পিউটার
- সব ক-টি
Ans:-4. সব ক-টি
১৪. ডেটা ট্রান্সফারের জন্য যখন ডিজিটাল সিগন্যালের ব্যবহার করা হয়, তখন তাকে ________ বলে।
- Modulation
- Encoding
- Decoding
- Aওb উভয়ই
Ans:-4. Aওb উভয়ই
১৫. একটি কম্পিউটারের সঙ্গে অন্য একটি কম্পিউটারের ডেটা ট্রান্সফারের জন্য ________ সিগন্যাল ব্যবহৃত হয়।
- অ্যানালগ
- ডিজিটাল
- a,b উভয়ই
- কোনোটিই নয়
Ans:- 2. ডিজিটাল
১৬. নীচের কোন সিগন্যাল সিস্টেমে ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি ?
- Analog
- Digital
- Hybrid
- সব ক-টি
Ans:-2. Digital
১৭. নীচের কোনটি অ্যানালগ সিস্টেমের বিশিষ্ট
- শব্দের দ্বারা প্রভাবিত হয় না
- সহজলভ্য নয় এবং দামি
- Continuous ডেটা
- সব ক-টি
Ans:- 4. সব ক-টি
১৮. Digital সিগন্যালের বিশিষ্ট হল
- Discrete ডেটা
- ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি
- Text ডেটা প্রেরণের জন্য বেশি উপযোগী
- সব ক-টি Ans:-4. সব ক-টি
১৯. নেটওয়ার্ক সিস্টেমে হাফ, ডুপ্লেক্স মোডের উদাহরণ হল
- টেলিফোন
- রেডিও সম্প্রচার
- ওয়াকি-টকি
- টেলিভিশন
Ans:-3. ওয়াকি-টকি
২০. নেটওয়ার্ক সিস্টেমে বর্তমানে কোন ধরনের Communication মোড বেশি ব্যবহৃত হয়
- Simplex
- Full duplex
- Half duplex
- সব ক-টি
Ans:-2. Full duplex
২১. ফুল ডুপ্লেক্স ডেটা Communication – ের উদাহরণ হল
1. টেলিভিশন
2.ওয়াকিটকি
3.টেলিফোন
4. কোনোটিই নয়
ans:- 3. টেলিফোন
২২. নেটওয়ার্ক সিস্টেমে ডেটা কমিউনিকেশনের কোন মোডে উভয় দিকে একই সময়ে ডেটা প্রবাহিত হয়
- Simplex
- Complex
- Half duplex
- Full duplex Ans:- 4. Full duplex
২৩. বিস্তৃতি অনুসারে কত প্রকারের নেটওয়ার্ক দেখতে পাওয়া যায়
a.3
b.4
c.2
d.5
ans:-a.3
২৪. LAN- এর সম্পুর্ন নাম হল
- Local area network
- Land area network
- Light area network
- কোনটিই নয়
Ans:- 1. Local area network
২৫. একটি ভৌগোলিক পরিধির মধ্যে এক বা একাধিক বিল্ডিং এর মধ্যে নেটওয়ার্ক স্থাপন করাকে ________ বলে।
1.LAN
2.MAN
3.WAN
4.সব কটি
ans:- 1.LAN
২৬. LAN -এর পরিধি সর্বচ্চ______ কিলোমিটার অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে।
a.5
b.1
c.10
d.কোনটিই নয়
ans:- b.1
২৭. LAN -এর বিশিষ্ট হল
- বিস্তৃতি খুবই কম
- খরচ কম
- ত্রুটির পরিমাণ কম
- সব কটি
Ans:- 4.সব কটি
২৮. MAN এর সম্পুর্ন নাম হল
- metropolitan area network
- machine area network
- message air network
- কোনটিই নয় Ans:- 1. metropolitan area network
২৯. একটি নির্দিষ্ট শরহ বা শহরতলির বিভিন্ন স্থানের মধ্যে উপস্থিত নেটওয়ার্ককে_____ বলে।
a.LAN
b.WAN
c.MAN
d.TAN
ans;-c.MAN
৩০. MAN- এর একটি বিস্তৃত একটি শহরের _____ কিমি থেকে______ কিমি পর্যন্ত হয় ।
a.0,500
b.10,120
c.0,10
d.কোনটিই নয়
ans:- b.10,120
৩১. MAN নেটওয়ার্কে ব্যবহৃত কেবল হল
- Twisted pair
- Coaxial
- Optical
- Bওc উভয়
Ans:- 4.Bওc উভয়
৩২. WAN-এর সম্পুর্ন নাম হল
- Wide air network
- Wide area network
- Whole area network
- কোনটিই নয়
Ans:- 2.Wide area network
৩৩. MAN –এর একটি বিশিষ্ট হল
- Man-এর coaxial cable ও optical cable ব্যবহৃত হয়
- Man একটি শহরে ১২ কিমি থেকে ১২০ কিমি পর্যন্ত বিস্তৃত
- Man এর গ্রাফিক বা চিত্র প্রেরণ সম্ভব নয়
- Aওb উভয়
Ans:- 4.Aওb উভয়
৩৪. Wan এর বিশিষ্ট হল
- বিশ্বব্যপি নেটওয়ার্ক ব্যবস্থা
- বর্তমানে wan সিস্টেমে তথ্য প্রেরণের হার 1GB পর্যন্ত হয়
- WAN-এ অনিয়মিতভাবে টপোলজি ব্যবহৃত হয়
- সব কটি
Ans:-4. সব কটি
৩৫. WAN সিস্টেমের অসুবিধা হল
- খরচ অপেক্ষাকৃত অনেক বেশি
- গতিতুলনামুলক ভাবে অনেক কম
- ত্রুটি বা ভুলের পরিমাণ বেশি
- সব কটি Ans:- 4. সব কটি
৩৬. ইন্টারনেট ব্যবস্থা______ নেটওয়ার্কে অন্তর্গত।
a.MAN
b. WAN
c. LAN
d. সব কটি
ans:- b. WAN
৩৭. নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার গুলি________ ও_______ পদ্ধতিতে নিজের মধ্যে তথ্যের আদানপ্রদান করে।
- Sharing, peer-to-peer
- Client-server, sharing
- Client-server, peer-to-peer
- কোনটিই নয়
Ans:- 3.Client-server, peer-to-peer
৩৮. Client server নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম হল
- LINUX
- NOVEL Netware
- Windows NT
- সব কটি
Ans:-4. সব কটি
৩৯. Client server নেটওয়ার্ক সিস্টেমে উপস্থিত শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারকে________ বলে।
- Client
- Server
- Peer
- সব কটি
Ans:- 2. server
৪০. নেটওয়ার্ক সার্ভারের উদাহরণ হল
- মেল সার্ভার
- ওয়েব সার্ভার
- Aওb উভয়ই
- কোনটিই নয়
Ans:-3. Aওb উভয়ই
৪১. Client server নেটওয়ার্কের অসুবিধা হল
- সেট আপ কস্ট বেশি এবং সেট আপ করা কষ্টকর
- Server নষ্ট হলে সমগ্র বিকল হয়ে পড়ে
- দক্ষ অ্যাডমিনিস্ট্রেটরের দরকার
- সব কটি
Ans:- 4. সব কটি
৪২. নেটওয়ার্ক সিস্টেমে যখন প্রত্যেকটি কম্পিউটারই একদিকে সার্ভার ও অন্যদিকে ক্লায়েন্টের কাজ করে, তখন সেটি___ নেটওয়ার্ক।
a.LAN
b. MAN
c. CLIENT SERVER
d. peer-to-peer
ans:- d. peer-to-peer
৪৩. Peer-to-peer নেটওয়ার্কের বিশিষ্ট নয়
- শক্তিশালী সার্ভার দরকার
- স্থাপন করা তুলনামুলকভাবে কঠিন
- বিশেষ ধরনের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম প্রয়োজন
- সব কটি Ans:-4. সব কটি
৪৪. Pee-to-peer নেটওয়ার্কের অসুবিধা হল
- সর্ব্বচ্চ দশটি কম্পিউটারের বেশি এই নেটওয়ার্কে যুক্ত হতে পারে না।
- ডেটার নিরাপত্তা কম
- ডেটা ব্যাকাপ নেওয়ার সুবিধা কম
- সব কটি Ans:-4. সব কটি
৪৫. নেটওয়ার্ক সিস্টেমে যখন এক সঙ্গে ডেটা প্রেরণ করা হয়, তখন তাকে___ তথ্য পরিবহন পদ্ধতি বলে।
- ধারাবাহিক
- সমান্তরাল
- পৃথক
- যুগপৎ
Ans:-2. সমান্তরাল
৪৬. সমান্তরাল তথ্য পরিবহন পদ্ধতির বিশিস্ট্য হল
- প্রতিটি পিট পরিবহনের জন্য পৃথক পৃথক তার থাকে
- গথন সরল ও তথ্য পরিবহনের গতি দ্রুর
- অপ্ল দুরত্ব পরিবহনের জন্য এটি আদশ্য
- সব কটি
Ans:-4. সব কটি
৪৭.ধারাবাহিক তথ্যের পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্য হল
- একতিমাত্র তার দিয়েই দেতাগুলি পরপর প্রবাহিত বা প্রেরিত হয়
- খরচ কম
- তথ্য পরিবহণের গতি তুলনামুলকভাবে কম
- সব কটি
Ans:- 4. সব কটি
এগুলিও পড়ুন –
নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর -Part I
নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর –Part- II
কম্পিউটার নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Part -III
নেটওয়ার্কিং ও ইন্টারনেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর part -IV