Others

মাধ্যমিক পাশে বিভিন্ন পদে ভারতীয় রেলে প্রচুর নিয়োগ – দরখাস্তের শেষ তারিখ ১৫ মার্চ ২০২০

নিসানপুর প্যাসেঞ্জার কোচ ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজের জন্য  পশ্চিম মধ্য রেলের অধীন ‘ট্রেড অ্যাপ্রেন্টিস ‘ হিসেবে ৫৭০ জন লোক নিয়োগ হবে। যেসব ট্রেডে নেওয়া হবে –‘ইলেক্ট্রিশিয়ান’ ‘ফিটার’ ‘ওয়্যারম্যান’ ‘ওয়েল্ডার’ ‘কম্পিউটারের অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার, পেইন্টার, এ.সি. মেকানিক, মেশিনিস্ট , স্টেনোগ্রাফার, ইলেকট্রনিক মেকানিক, কেবল জয়েনটার, ডিজেল মেকানিক, ম্যাসন, ব্লার্কস্মিথ,সার্ভেয়র, ড্রাফট্ম্যান সিভিল, আর্কিটেকচাকার অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারিয়েল অ্যাসিস্ট্যান্ট।

                      মাধ্যমিকে ৫০% নিয়ে পাশ করা ছেলে মেয়েরা   এন.সি.ভি.টি. / এস.সি.ভি.টি. র অনুমোদিত  আই.টি.আই. থেকে ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়্যারম্যান, ওয়েল্ডার ইত্যাদি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে বিস্তারিত ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।

বয়স লাগবেঃ ৩-২-২০, হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

               তপশিলিরা ৫ বছর, অ.বি.সি. ৩ বছর, প্রতিবন্ধিরা ১০ বছর, প্রাক্তন সমরকর্মীরা যথারীতি ছাড় পাবেন।

সব ট্রেডই ১ বছরের।

                ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন ও ১৯৯২ সালের অ্যাপ্রেন্টিস নিয়মানুযায়ী ট্রেনিং। তখন স্টাইপেন্ড পাবেন। হোস্টেল নেই। তেরনং শেষে চাকরি পাওয়ার সম্ভবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই।

                    মাধ্যমিক/ উচ্চমাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও আই.টি.আই. কর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি করে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা বা ইন্টার্ভিউ হবে না ।

শুন্যপদ থেকে ১.২৫ গুন বেশি প্রার্থিকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

দরখাস্তের শেষ তারিখঃ ১৫ মার্চ ২০২০ পর্যন্ত।

                               এইসব ওয়েবসাইটে আবেদন করতে পারবেনঃ www.mponline.gov.in, www.wcr.indianrailways.gov.in তার জন্য বৈধ্য একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।

                ফর্ম ফিল-আপ করতে ১৭০ টাকা ফী লাগবে । তপশিলি, অ.বি.সি., প্রতিবন্ধীদের ফী লাগবে না ।

ওই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে যেতে হবেঃ ‘citizen Services’

Link: ‘Application- Jabalpur Division, West Central Railways- Services’

এগুলিও পড়তে পারেন -

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button