Posts by malinsarkar

0 votes

যে সকল ফুল বছরের নির্দিষ্ট ঋতুতে ফোটে, তাদের মরশুমি ফুল বলে। যেমন—দোপাটি, ডালিয়া, গাঁদা, বেল ইত্যাদি।

0 votes

আগমনী বার্তায় এই নিয়ে আগেই পোষ্ট করা হয়েছে , চাইলে দেখে নিতে পারেন। এছাড়া এই পোষ্ট গুলি দেখতে পারেন

0 votes

শক্তিশালী পাসওয়ার্ড (Strong Password) বাস্তব পক্ষে এমন কোনাে পাসওয়ার্ড তৈরি করা সম্ভব না হলেও এবুপ পাসওয়ার্ড তৈরি করা সম্ভব যা সহজেই অনুমেয় নয় এবং সাধারণভাবে ভাঙা তুলনামূলকভাবে অনেক কঠিন। এই ধরনের পাসওয়ার্ড শক্তিশালী পাসওয়ার্ড বলে। সাধারণত
i. কমপক্ষে ৪টি অক্ষর ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করা উচিত।

ii. স্পেশাল চিহ্ন (যেমন #, ®, ! ইত্যাদি) ছােটো হাতের অক্ষর, বড়াে হাতের অক্ষর, সংখ্যা ইত্যাদির সংমিশ্রণে পাসওয়ার্ড তৈরি করলে তা বেশি শক্তিশালী হয়।

iii. পাসওয়ার্ড কখনও কোথাও লিখে রাখা উচিত নয়।
iv. পাসওয়ার্ড কখনও কাউকে জানাতে নেই।

0 votes
  • বহু শিক্ষার্থীর আত্মীয়েরা নিজেরাই কুশলী কারিগর/কৃষিশ্রমিক; তাঁদের সাহায্যে ঘরে বসে প্রকল্প সম্পাদন করা যায়।
  • বাড়ির টুকিটাকি মেরামতি, জমিতে সবজি ফলানো, টবে ফল-ফুলের চাষ, সেলাই, ব্যাগ বোনা।
0 votes

যে-কোনো জায়গায় ভূমিরূপের সঙ্গে নদীপ্রবাহের সম্পর্ক থাকে। নদী সাধারণত ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়। ভূমির ঢাল যেদিকে নদীও সেদিকে প্রবাহিত হয়। এশিয়ার ক্ষেত্রে নদীগুলির অধিকাংশই মাঝখানের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উত্তর, দক্ষিণ ও পূর্বদিকে চলে গেছে।

0 votes
  • শ্রুতি-দর্শন পদীপনগুলো যখন প্রক্ষেপন কৌশলের আকারে প্রয়োগের স্তরে প্রবেশ করে তখন Edgar Dale তার নাম দিয়েছেন উদ্ভাবিত অভিজ্ঞতা রাশি বা Contrived Experiences। শিক্ষক মহাশয় এগুলো শ্রেণীকক্ষে উদ্ভাবন করে নেন।
  • প্রকৃত বস্তুকে হাতের কাছে না পেয়ে বিভিন্ন পদীপন শিক্ষার্থীর সামনে উপস্থাপিত করেন শিখন কৌশল সহজ করার জন্য।
0 votes

এটিএম (ATM-Asynchronous Transfer Mode): এটি এক ধরনের নেটওয়ার্ক ডেটা ট্রান্সফার পদ্ধতি যা প্রতি প্যাকেটে ৫৩ বাইট করে ডেটা ট্রান্সমিট করে। এ ডেটা প্যাকেটকে বলা হয় সেল (Cell)। এটিএম এর বহুল ব্যবহার হচ্ছে ওয়ানে। ল্যানে এর ব্যবহার খুবই সীমিত। এটিএম পদ্ধতিতে সর্বোচ্চ ডেটা ট্রান্সফার স্পিড হচ্ছে ২.৪৮৮ জিবিপিএস। এটিএম সেল রীলে নামেও এটি পরিচিত।

0 votes

রেড ডাটা বুক : বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সম্বলিত পুস্তককে রেড ডাটা বুক বলে। এই বইগুলিতে সংরক্ষণযোগ্য

প্রাণীগুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে—

  • (i) বিপন্ন প্রজাতি
  • (ii) ভালনারেবল প্রজাতি
  • (iii) বিরল প্রজাতি
  • (iv) বিপদগ্রস্ত প্রজাতি।
0 votes

যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করা হয় অর্থাৎ কোডেড (Coded) ডেটাকে আনকোডেড (Uncoded) ডেটায় পরিণত করা হয় তাকে ডিকোডার বলে। অর্থাৎ ডিকোডার এমন একটি লজিক সার্কিট, যা কোন কোড (Code)-কে ডিকোড (Decode) করতে পারে। এটি কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। ডিকোডার এনকোডার এর বিপরীত কাজ করে। ডিকোডারে ইনপুট সংখ্যা n হলে তার আউটপুট সংখ্যা 2n হবে।

ডিকোডারের প্রকারভেদ
কয়েক প্রকারের ডিকোডার—
2 To 4 (বাইনারি)
3 To 8 (বাইনারি থেকে অকটাল)
4 To 16 (বাইনারি থেকে হেক্সাডেসিমাল)।

ডিকোডারের কাজ
ডিকোডার কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বােধগম্য ভাষায় রূপান্তরিত করে। কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় পরিণত করে।

ডিকোডারের ব্যবহার
ডিকোডার একটি বহুল ব্যবহৃত ইলেক্ট্রনিক সার্কিট। এটি যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলাে–

  • ইলেক্ট্রনিক্স বর্তনীতে মনিটরে প্রদর্শনের জন্য ভিডিও কার্ডে ডিকোডার বর্তনী ব্যবহৃত হয়।
  • বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার কাজে ব্যবহার করা হয়।
  • ASCII ও EBCDIC কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করার কাজে।
  • বিভিন্ন কোডে লিখিত সংখ্যাকে আমাদের বােধগম্য দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য ডিকোডার ব্যবহার করা হয়।
0 votes

পৃথক বা অসমলয় পরিবহণ (Asynchronous Transmission) : পৃথক পরিবহণের ক্ষেত্রে ৪ Bit ডেটা বা তথ্য একের পর এক নির্দিষ্ট তারটির মধ্য দিয়ে পরিবাহিত হয়। প্রতিটি অক্ষর বা ক্যারেক্টার (Character) Start Bit (যার মান 0 দ্বারা নির্দেশিত হয়) দিয়ে পাঠানাে শুরু হয় (যার মাধ্যমে গ্রাহক বুঝতে পারে অক্ষরটি প্রেরক থেকে পাঠানাে শুরু হয়েছে) এবং Stop Bit (যার মান 1 দ্বারা নির্দেশিত হয়) দিয়ে সমাপ্ত হয়।

0 votes

ভারতে Wipro সংস্থা প্রথম কম্পিউটার তৈরী করেছিল।

0 votes

Star Topology-র বৈশিষ্ট্য লেখো

  • Star Topology তে সমস্ত তথ্যের আদানপ্রদান Central Controller বা Hub এর মাধ্যমে হয়ে থাকে।
  • এই Hub এর সাথেই সমস্ত Computer গুলি যুক্ত থাকে।
  • প্রত্যেকটি Computer এর জন্য প্রেরিত তথ্য প্রথমে Hub এ আসে তারপর নির্দিষ্ট Computer -এ পৌঁছায়।
0 votes

অপেরা মিনি (Opera Mini ) Web Browser এর কাজ –

  • বিভিন্ন Website Access করা যায়।
  • বিভিন্ন Webpage থেকে প্রয়োজনীয় ফাইল Download করা যায়।
0 votes

জনকে বাড়িয়ে তোলে ইসট্রোজেন ও প্রোজেসটেরন হরমোন দুটি। মূলত: মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থির প্রভাবে এরা নির্গত হয় ডিম্বকোষ থেকে। এই হরমোন ক্ষরণের পরিমাণ এক এক মেয়ের শরীরে এক এক রকম। তার ফলে কারোর স্তন বড় কারোর ছোট।

0 votes
In reply to: মাউস কী?

মাউস: মাউস হল একটি ছোট্ট প্লাস্টিকের বাক্স। সাধারণ মাউসের উপরে থাকে দুটি বোতাম এবং নিচে থাকে একটি রাবারের বল। মাউস প্যাডের উপর মাউস নাড়াচাড়া করলে মনিটরে আমরা একটি তীরচিহ্ন দেখতে পাই। মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন নির্দেশ পাঠাই। বর্তমানে সাধারণ মাউসের তুলনায় অপটিক্যাল মাউসের ব্যবহার বাড়ছে। অপটিক্যাল মাউসে লেড (LED-Light emitting diode), অপটিক্যাল সেন্সর এবং ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ব্যবহার করা হয়। মাউস একটি ইনপুট ডিভাইস।

মাউস- কম্পিউটারের বিভিন্ন কমান্ডের ক্ষেত্রে পয়েন্টিং করতে ব্যাভার করা হয়।

0 votes

মরচে প্রতিরোধ করার উপায়গুলি হল—

  • জল ও বায়ু যাতে লোহার সংস্পর্শে না আসতে পারে, তার জন্য লোহার বা লোহার জিনিসের উপর আলকাতরা, রং, বার্নিশ-এর প্রলেপ দেওয়া হয়।
  • লোহার উপর জিঙ্কের প্রলেপ (গ্যালভানাইজেশন) বা টিনের প্রলেপ দেওয়া হয়।
  • লোহিত তপ্ত লোহার উপর দিয়ে, স্টিম চালনা করলে, লোহার উপর ফেরাসোফেরিক অক্সাইড (Fe<sub>3</sub>O<sub>4</sub>)-এর আস্তরণ পড়ে যা জল, বায়ুকে লোহার সংস্পর্শে আসতে দেয় না।
0 votes

ওয়েব সাইট তৈরি করতে ওয়েবসাইটে HTML, DHTML ভাষা ব্যবহার করা হয়।

0 votes

কম্পিউটারের চলমান স্টোরেজ মাধ্যমের বাস্তব পথ যেখানে ডাটা রেকর্ড করা হয়, তাকে ট্র্যাক বলে ৷

0 votes

HTML-এ Empty tag হল এমন এক ধরনের ট্যাগ, যা শুরু

পর নির্দিষ্ট বিষয়বস্তু প্রবেশ করানাের পর ট্যাগটি শেষ (Closing) করার দরকার হয় না।

উদাহরণ : (i) <img src =”jav.jpg”>

(ii) <Br>

0 votes

সমস্ত Head এলিমেন্টের (Element) Container হিসেবে <Head> ট্যাগ কাজ করে। যে-কানে HTML ডকুমেন্টে <Head> ট্যাগের মধ্যে Webpage-এর টাইটেল (Title), স্ক্রিপ্ট (Scripts), স্টাই= (Style), (Baba, HD ইনফরমেশন (Meta information) থাকে

Showing 1 - 20 of 830 results
এগুলিও পড়তে পারেন -

Back to top button