Posts by malinsarkar

1 vote

Thanks again for choosing SabaiDiscuss as your preferred discussion tool!

0 votes

৫ ও ৬ মার্চ ফর্ম ফিলাপ হয়েছে। আপাতত প্রচেষ্টা ফর্ম বন্ধ। মাঝে মাঝে চেক করে নিতে পারেন।

1 vote

বিভিন্ন ধরনের ওয়েব সাইট হয়। তবে ব্লগ ওয়েব সাইট হলে, ওয়ার্ডপ্রেস এর ভিত্তিতে ৩০০০ থেকে ১০০০০ পর্যন্ত খরচ হতে পারে। আলোচনা সাপেক্ষে দাম ভিন্ন হতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

1 vote

করোনা থেকে বাঁচতে ইউনিসেফ’র আট পরামর্শ

• করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পাওয়া যাচ্ছে। মাস্ক ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারে। তাই মাস্ক ব্যবহার করুন।
• করোনাভাইরাস মাটিতে অবস্থান করে, এটি বাতাসে ছড়ায় না। তবে সতর্ক থাকতে হবে।
• কোনো ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে।
• করোনাভাইরাস কাপড়ে ৯ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই কাপড় ধুয়ে রোদে দুই ঘণ্টা রাখলে ভাইরাসটি মারা যাবে।
• করোনাভাইরাস হাত বা ত্বকে ১০ মিনিটের মতো জীবিত থাকতে পারে। তাই অ্যালকোহল মিশ্রিত জীবাণুনাশক হাতে মেখে নিলে ভাইরাসটি মারা যাবে।
• গরম আবহাওয়ায় করোনাভাইরাস বাঁচে না। ৭০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাই ভাইরাসটিকে মারতে পারে। কাজেই ভালো না লাগলেও বেশি বেশি গরম পানি পান করুন। আইসক্রিম থেকে দূরে থাকুন।
• করোনাভাইরাস প্রতিরোধে নাকে, মুখে আঙ্গুল বা হাত দেয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারণ, মানব শরীরে জীবাণু ঢোকার সদর দরজা হলো নাক-মুখ-চোখ।
• লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে গলা পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে টনসিলের জীবাণুসহ করোনাভাইরাস দূর হবে। এছাড়া ফুসফুসে সংক্রমিত হবে না।

0 votes

প্রশ্ন- মডেল প্রশ্ন পত্র পার্ট III কী বের হয়েছে?

উত্তর-  না এখন ও বের হয় নি। বের হলে এই পোষ্টে লিঙ্ক পেয়ে যাবেন।

0 votes

সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে, আঁধার লিঙ্ক করাতের পারেন। এছাড়া ATM ও নেট ব্যাংকিং এর মাধ্যমে আঁধার লিঙ্ক করেতে পারেন। এছাড়া এই পোষ্ট টি দেখতে পারেন – যেকোন ব্যাঙ্ক ব্যালাঞ্চ চেক করুন – 50+ Bank Check Balance

0 votes

আগমনী বার্তায় এই নিয়ে আগেই পোষ্ট করা হয়েছে , চাইলে দেখে নিতে পারেন। এছাড়া এই পোষ্ট গুলি দেখতে পারেন

0 votes

উপরোক্ত সমস্যা সমাধানের জন্য পোষ্ট অফিস ব্যাঙ্ক এ যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি ওটি মোবাইল বাঙ্কিং হওয়ায় এ রকম সমস্যা হচ্ছে।

0 votes

উচ্চ মাধ্যমিক বাকি পরীক্ষাগুলি ২৯ জুন, ২ জুলাই ও ৬ জুলাই নেওয়া হতে পারে।

0 votes
  • আপনি কন্টাক পেজের জন্য Contact Form 7, কিংবা WP Form ব্যবহার করতে পারেন।
  • গেস্ট পোষ্ট এর জন্য User Submitted Posts কিংবা Frontend Publishing Pro ব্যবহার করতে পারেন।
  • প্রশ্ন ও উত্তর ফরম রাখার জন্য DW Q&A, Anspress এবং CM Answers ব্যবহার করতে পারেন।
  • লগইন পেজ এর জন্য User Registration প্লাগিন ব্যবহার করতে পারেন।
  • SEO এর জন্য Rank Math ব্যবহার করতে পারেন, এটি ফ্রী ও পেইড দুটোই আছে।
0 votes

উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাইলে তাকে বেশি করে গণিত ও বিজ্ঞান বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

উচ্চ মাধ্যমিকে এই বিষয় গুলি নিতে পারেন-

  • পদার্থ বিজ্ঞান
  • রসায়ন বিজ্ঞান
  • গণিত
  • জীবন বিজ্ঞান
  • বাংলা ও ইংরেজি তো থাকবেই।
0 votes

বন্ধন ব্যাঙ্ক এর লোন কী মকুব করে দিয়েছে, এমন কোন খবর বন্ধন ব্যাঙ্ক থেকে প্রকাশ করে নি। চাইলে বন্ধন ব্যাঙ্ক অফিশিয়াল ওয়েব সাইটে ও খোঁজ নিতে পারেন। আমরা এযাবৎ তেমন কোন খবর পাইনি।

1 vote

মোবাইল স্কিন রেকর্ড করার জন্য Du Recorder কিংবা Screen Recorder অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি দুটোই ব্যবহার করি। আপনিও ব্যবহার করতে পারেন। আশা করি ভালো লাগবে।

0 votes

এই ধরণের প্রশ্নের সম্মুখীন হওয়া টা গ্রামের মধ্যে একদম স্বাভাবিক। তবে এর উত্তর টাও সঠিক ভাবে দিলে কোনো কাস্টমার ই খারাপ ভাববে না।

কথা গুলো সমস্ত কোম্পানির পলিসির জন্য প্রযোজ্য।

  •  প্রথমত। আমরা কোনোদিন ই কাস্টমার কে ভুল বা মিথ্যে বলে পলিসি বানাবো না। যেটা সঠিক সেটাই বলবো।
  • আর আমরা বুঝিয়ে বলবো। মোটর ক্লেম দু রকমের হতে পারে। থার্ডপার্টি, মানে গাড়ি যাকে ধাক্কা মারছে তার কভারেজ। আর গাড়ির বা মালিকের কোনো ক্ষতি হলে তার ক্লেম।
  • থার্ডপার্টি ক্লেম এর ক্ষেত্রে আমাদের কারোর ই কিছু করার নেই। পুরোটাই, কোর্ট আর উকিলের সহায়তায় হবে। সেই খানে ভি এল ই বন্ধু দের ও কোনো ভূমিকা নেই। বিস্তারিত আমাদের এ সম্পর্কে পোষ্ট করা হয়েছে চাইলে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন। [ গাড়ির ইন্সুরেন্স সম্পর্কিত প্রশ্ন ও তার সমাধান 1 & 3 PARTY INSURANCE ]
  • malinsarkar answered 4 years ago
  • last active 4 years ago
0 votes

কম্পিউটারের প্রথম যুগের কিংবদন্তি ল্যারি টেসলার ৭৪ বছর বয়সে মারা গেছেন।

১৯৬০ এর দশকের শুরুর দিকে এমন এক সময়ে সিলিকন ভ্যালিতে কাজ করা শুরু করেন টেসলার, যখন সিংহভাগ মানুষই কম্পিউটার ব্যবহার করতে সক্ষম ছিলেন না।

পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা সাধারণ মানুষের জন্য অনেক সহজ হয়ে যায় তার আবিষ্কৃত কমান্ড – ‘কাট’, ‘কপি’ ও ‘পেস্ট’ এর কারণে।

টেসলার তার কর্মজীবনের একটি অংশ কাটিয়েছেন জেরক্স’ এর সাথে। সেই প্রতিষ্ঠানটিও তার প্রতি সম্মান জানিয়েছে।

প্রতিষ্ঠানটি টুইট করেছে: “কাট, কপি, পেস্ট, ফাইন্ড ও রিপ্লেস এবং আরও অনেক কমান্ডের আবিষ্কারক ছিলেন সাবেক গবেষক ল্যারি টেসলার। তার বৈপ্লবিক আইডিয়ার জন্য আজ আপনার কাজ অনেক সহজ।”

0 votes

যুগপৎ বা সমলয় পরিবহণ (Synchronous Transmission) : যুগপৎ বা সময় পরিবর্তনের ক্ষেত্রে এক-একটি ব্লক (Block) (যা একাধিক বিট বা একাধিক বাইট পর্যন্ত হতে পারে) বড়াে ফ্রেমের আকারে প্রেরক থেকে গ্রাহকের কাছে পরিবাহিত হয়। এই পদ্ধতিতে বিটের পাঠানাের মধ্যে যে সময়ের পার্থক্য থাকে তার ফলে প্রতিটি অক্ষর বা ক্যারেক্টার পৃথকভাবে চিহ্নিত করা যায়।

0 votes

পৃথক বা অসমলয় পরিবহণ (Asynchronous Transmission) : পৃথক পরিবহণের ক্ষেত্রে ৪ Bit ডেটা বা তথ্য একের পর এক নির্দিষ্ট তারটির মধ্য দিয়ে পরিবাহিত হয়। প্রতিটি অক্ষর বা ক্যারেক্টার (Character) Start Bit (যার মান 0 দ্বারা নির্দেশিত হয়) দিয়ে পাঠানাে শুরু হয় (যার মাধ্যমে গ্রাহক বুঝতে পারে অক্ষরটি প্রেরক থেকে পাঠানাে শুরু হয়েছে) এবং Stop Bit (যার মান 1 দ্বারা নির্দেশিত হয়) দিয়ে সমাপ্ত হয়।

1 vote

উত্তর: নেটওয়ার্ক সিস্টেমে অধিক তথ্য সঞ্চয় এবং উচ্চ প্রসেসিং ক্ষমতা সম্পন্ন যে কম্পিউটার সিস্টেমে সমস্ত সফটওয়্যার বা হার্ডওয়্যার (যেমন—প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি) যুক্ত থাকে এবং সমগ্র তথ্য বা ডেটা সুরক্ষিতভাবে সঞ্চিত থাকে এবং এই সিস্টেম যুক্ত অন্যান্য কম্পিউটারগুলোকে তা ব্যবহার করার। সুযোগ দেয়, তাকে সার্ভার (Server) বলে।

0 votes

উত্তরঃ ডিজিটাল সিগন্যাল হল এক ধরনের বিচ্ছিন্ন বা পৃথক (Discrete) সিগন্যাল যা বাইনারি সংখ্যা 0 ও 1 দ্বারা প্রকাশিত হয়।

0 votes

প্রথম বাণিজ্যিক ডোমেন নাম হল Symbolics.com যা ক্যাম্ব্রিজের কম্পিউটার ফার্ম সিম্বোলিক্স ১৫ মার্চ ১৯৮৫ তারিখে TLD com তে নিবন্ধন করে। ডিসেম্বর ২০০৯ সালে প্রায় ১৯০ মিলিয়ন ডোমেইন নেম নিবন্ধিত হয়।

Showing 1 - 20 of 830 results
এগুলিও পড়তে পারেন -

Back to top button