Posts by malinsarkar

1 vote

Thanks again for choosing SabaiDiscuss as your preferred discussion tool!

1 vote

বিভিন্ন ধরনের ওয়েব সাইট হয়। তবে ব্লগ ওয়েব সাইট হলে, ওয়ার্ডপ্রেস এর ভিত্তিতে ৩০০০ থেকে ১০০০০ পর্যন্ত খরচ হতে পারে। আলোচনা সাপেক্ষে দাম ভিন্ন হতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

1 vote

করোনা থেকে বাঁচতে ইউনিসেফ’র আট পরামর্শ

• করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পাওয়া যাচ্ছে। মাস্ক ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারে। তাই মাস্ক ব্যবহার করুন।
• করোনাভাইরাস মাটিতে অবস্থান করে, এটি বাতাসে ছড়ায় না। তবে সতর্ক থাকতে হবে।
• কোনো ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে।
• করোনাভাইরাস কাপড়ে ৯ ঘণ্টা জীবিত থাকতে পারে। তাই কাপড় ধুয়ে রোদে দুই ঘণ্টা রাখলে ভাইরাসটি মারা যাবে।
• করোনাভাইরাস হাত বা ত্বকে ১০ মিনিটের মতো জীবিত থাকতে পারে। তাই অ্যালকোহল মিশ্রিত জীবাণুনাশক হাতে মেখে নিলে ভাইরাসটি মারা যাবে।
• গরম আবহাওয়ায় করোনাভাইরাস বাঁচে না। ৭০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাই ভাইরাসটিকে মারতে পারে। কাজেই ভালো না লাগলেও বেশি বেশি গরম পানি পান করুন। আইসক্রিম থেকে দূরে থাকুন।
• করোনাভাইরাস প্রতিরোধে নাকে, মুখে আঙ্গুল বা হাত দেয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারণ, মানব শরীরে জীবাণু ঢোকার সদর দরজা হলো নাক-মুখ-চোখ।
• লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে গলা পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে টনসিলের জীবাণুসহ করোনাভাইরাস দূর হবে। এছাড়া ফুসফুসে সংক্রমিত হবে না।

1 vote

মোবাইল স্কিন রেকর্ড করার জন্য Du Recorder কিংবা Screen Recorder অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি দুটোই ব্যবহার করি। আপনিও ব্যবহার করতে পারেন। আশা করি ভালো লাগবে।

1 vote

উত্তর: নেটওয়ার্ক সিস্টেমে অধিক তথ্য সঞ্চয় এবং উচ্চ প্রসেসিং ক্ষমতা সম্পন্ন যে কম্পিউটার সিস্টেমে সমস্ত সফটওয়্যার বা হার্ডওয়্যার (যেমন—প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি) যুক্ত থাকে এবং সমগ্র তথ্য বা ডেটা সুরক্ষিতভাবে সঞ্চিত থাকে এবং এই সিস্টেম যুক্ত অন্যান্য কম্পিউটারগুলোকে তা ব্যবহার করার। সুযোগ দেয়, তাকে সার্ভার (Server) বলে।

1 vote

ফোল্ডার :

GUI বেসড অপারেটিং সিস্টেমে ফোল্ডার হল একটি জায়গা বা স্থান যেখানে প্রয়ােজনীয় ফাইল বা ডকুমেন্টস সংরক্ষণ করা যায়। একটি ফোল্ডারের মধ্যে আবার একাধিক সাব-ফোল্ডার বানিয়ে সংরক্ষণ করে রাখা সম্ভব। ফোল্ডারগুলিকে দুইভাগে ভাগ করা যায় – ১) সিস্টেম ফোল্ডার এবং ২)  ইউজার ক্রিয়েটেড ফোল্ডার। অপারেটিং সিস্টেমের যােগান দেওয়া ফোল্ডারগুলিকে সিস্টেম ফোল্ডার বলে। ব্যবহারকারী তার প্রয়ােজনমতাে যে ফোল্ডারগুলি তৈরি করে সেগুলিকে ইউজার ক্রিয়েট ফোল্ডার বলা হয়।

• ফোল্ডার তৈরির সুবিধা :

1. বিভিন্ন প্রয়ােজনীয় ফাইল ক্যাটেগরি হিসাবে বিভিন্ন ফোল্ডার (বিভিন্ন নামে) সংরক্ষিত হলে প্রয়ােজনীয় সময়ে নির্দিষ্ট ফাইল কি খুঁজে  পাওয়া যায়।

2, বিভিন্ন ফোল্ডার তৈরি করে তথ্যগুলি সংরক্ষণ করলে অনেক সময় কোনাে ফোল্ডার ভুল করে ডিলিট হয়ে গেলেও বাকি ফোল্ডার এ তথ্যগুলি ঠিক থাকে।

1 vote

রাম সব অর্থবন হল- ভাগ্যবান, আনন্দদায়ক, উপযুক্ত, সৃ, বন্ধুত্বপূর্ণ, মনোযোগী, গুরুতর, অস্থির, সক্রিয়, আধুনিক, উদার, স্বাভাবিক

মুল নাম  Rama > হিন্দুধর্ম ( হিন্দু ধর্ম থেকে এসেছে)  রাম > হিন্দি ( থেকে  হিন্দি থেকে এসেছে )

Ram নামের অর্থ : “সুখী”, “আনন্দিত”।

Ram এর বাংলা অর্থ : “সুখী”, “আনন্দিত”।

  • malinsarkar answered 4 years ago
  • last active 4 years ago
1 vote

ভারতে তৈরি প্রথম ভাইরাসটি হলো Happy Birthday Joshi’। এছাড়া উল্লেখযোগ্য বিভিন্ন ভাইরাস হল—Friday 13, Trojen, Acid Rain, Y2k, eMJ, Storm, Warm ইত্যাদি।

1 vote

1989 খ্রিস্টাব্দে সুইটজারল্যান্ডের সার্ন (CERN) ল্যাবরেটরি পদার্থবিজ্ঞানের গবেষক টিম বার্নার্স লি HTML আবিষ্কার করেন।

1 vote

অনলাইনে প্রস্তুতি নেবার জন্য ভালো ওয়েবসাইট হল – https://kmdinfo.in/exam/

  • অনলাইন এক্সাম প্রস্তুতি নিতে পারবেন।
  • বিভিন্ন ধরনের প্রশ্নপত্র সমাধান করতে পারবেন।
  • ৫০ টির বেশী ক্যাটাগরি রয়েছে |
  • ১০০০০০০০+ প্রশ্ন উত্তর|
  • ফ্রী ও প্রিমিয়াম মেম্বারশিপ ব্যবস্থা|
  • আরও অনেক কিছু।

ভিজিট করুন – https://kmdinfo.in/exam/

  • malinsarkar answered 2 years ago
  • last active 8 months ago
1 vote

আমার জানা ভালো CPA Network বা CPA Marketing ওয়েবসাইট এর নাম শেয়ার করা হল।

  • Perform[cb] (previously Clickbooth)
  • MaxBounty
  • CrakRevenue
  • ClickDealer
  • CPAlead
  • Admitad
  • CPAMatica
  • Toro Advertising
  • AdWork Media
  • Advendor
  • MyLead
  • Fireads
  • Madrivo
  • GlobalWide Media
  • Adscend
  • A4D
  • Mobidea
  • Advidi
  • AdCombo
  • RevenueAds
  • Panthera Network
  • Digital Media Solutions (formerly W4)
  • Convert2Media (C2M)
  • Affiliati Network
  • Lemonads
  • Adsterra

এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন CPA Network বিভাগে বা এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।

1 vote

বর্তমানে যেকোনো ধরনের অনলাইন পরীক্ষার জন্য সেরা ওয়েবসাইট হল – https://kmdinfo.in/exam/

1 vote

যতীন্দ্রচরণ গুহ (১৩ মার্চ ১৮৯২ – ২ জানুয়ারি ১৯৭২) ওরফে গোবর গোহ (সাহেবদের উচ্চারণে ‘গুহ’ হয়ে গিয়েছিল ‘গোহ’) ছিলেন এক বিশ্ববিখ্যাত ভারতীয় কুস্তিগীর ও পালোয়ান। ১৯২১ সালে তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন।

0 votes

যে সংযুক্ত লজিক সার্কিটে n সংখ্যক ইনপুট লাইনের জন্য 2n সংখ্যক (সর্বাধিক) আউটপুট লাইন থাকে, তাকে ডিকোডার (Decoder) বলে। অর্থাৎ, n সংখ্যক ইনপুট লাইনের জন্য 2n সংখ্যক আউটপুট লাইন থাকলে তাকে nx2n ডিকোডার বলে। যেমন 2×4 ডিকোডার, 3×8 ডিকোডার ইত্যাদি।

0 votes

৫ ও ৬ মার্চ ফর্ম ফিলাপ হয়েছে। আপাতত প্রচেষ্টা ফর্ম বন্ধ। মাঝে মাঝে চেক করে নিতে পারেন।

0 votes

প্রশ্ন- মডেল প্রশ্ন পত্র পার্ট III কী বের হয়েছে?

উত্তর-  না এখন ও বের হয় নি। বের হলে এই পোষ্টে লিঙ্ক পেয়ে যাবেন।

0 votes

সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে, আঁধার লিঙ্ক করাতের পারেন। এছাড়া ATM ও নেট ব্যাংকিং এর মাধ্যমে আঁধার লিঙ্ক করেতে পারেন। এছাড়া এই পোষ্ট টি দেখতে পারেন – যেকোন ব্যাঙ্ক ব্যালাঞ্চ চেক করুন – 50+ Bank Check Balance

0 votes

আগমনী বার্তায় এই নিয়ে আগেই পোষ্ট করা হয়েছে , চাইলে দেখে নিতে পারেন। এছাড়া এই পোষ্ট গুলি দেখতে পারেন

0 votes

উপরোক্ত সমস্যা সমাধানের জন্য পোষ্ট অফিস ব্যাঙ্ক এ যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি ওটি মোবাইল বাঙ্কিং হওয়ায় এ রকম সমস্যা হচ্ছে।

0 votes

উচ্চ মাধ্যমিক বাকি পরীক্ষাগুলি ২৯ জুন, ২ জুলাই ও ৬ জুলাই নেওয়া হতে পারে।

Showing 1 - 20 of 830 results
এগুলিও পড়তে পারেন -

Back to top button