Posts by malinsarkar

0 votes
In reply to: লোডার কি

সাের্স প্রোগ্রাম (Source Program), অবজেক্ট প্রোগ্রাম ও লােড মডিউলকে কোনাে মাধ্যমে সঞ্য় করে রাখতে হয়। লােড মডিউল ও অবজেক্ট প্রোগ্রাম ডিস্কে সঞ্চয় করে রাখা হয় এবং যে মাধ্যম থেকে তথ্য গ্রহণ করা হয়, যেমন পাঞ্ডকার্ড যেখানে সাের্স

প্রোগ্রাম লেখা থাকে। প্রোগ্রাম রান (Run) করার সময় একটি সিস্টেম সফ্টওয়্যার এর সাহায্যে লােড মডিউল ডিস্ক থেকে কম্পিউটারের প্রাইমারি মেমোরি সঞ্চিত হয়। এই সিস্টেম সফটওয়্যারের লােডার (Loder) বলা হয়। সুতরাং লােডার-এর সংজ্ঞা হিসাবে

আমরা বলতে পারি ও

লোডার (Loder) হল একটি সিস্টেম সফটওয়্যার যার কাজ হল লােড মডিউলকে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (যেমন-ডিস্ক)

থেকে কম্পিউটারের প্রাইমারি মেমোরি সঞয় করা।

0 votes

সফ্টওয়্যার [Software]

ক্লাসরুম—৬

কম্পিউটার প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা অনেকগুলি প্রােগ্রামের সমষ্টি, যার দ্বারা নির্দিষ্ট কোনও কার্য করা হয় তাকে সফ্টওয়্যার বলে।

সফটওয়্যার এর উদাহরণ- Linux, Unix, Windows, MS-Office, Photoshop, CorelDRAW, CAD (Computer Aided Design), Libre Office, KGeography, Kolor Paint ইত্যাদি হল বিভিন্ন ধরনের সফ্টওয়্যার।

4. বিভিন্নপ্রকার প্রয়ােগমূলক কার্য (Application) সম্পাদন করে।

0 votes

এই function টির কাজ হল cell-এ উপস্থিত string গুলিকে সংযুক্ত করে প্রদর্শন করা।

Ex. CONCATENATE (1st Cell reference: 2nd cell reference)

CONCATENATE (A1, B10)

ধরি, A1 Cell 4 ‘Agomoni’ এবং B10 Cell এ Barta’ বর্তমান

এক্ষেত্রে output হবে – AgomoniBarta

0 votes

উত্তর »সুবিধা :সমস্ত বিটগুলি একসঙ্গে পাঠানাের জন্য খুব দ্রুতগতিতে বেশি সংখ্যক তথ্য প্রেরক থেকে গ্রাহকের কাছে পাঠানাে যায়।

অসুবিধা : এই পদ্ধতিতে তারের সংখ্যা বেশি হওয়ায় খরচ তুলনামূলকভাবে অনেক বেড়ে যায়।

0 votes

Password ব্যবহারের মূল উদ্দেশ্য হল Data-র নিরাপত্তা। কোনো অবৈধ ব্যক্তি বা ব্যবহারকারী যাতে Computer-এ রাখা কোন তথ্য যাতে চুরি করতে না পারে সেই কারণে Network এ যুক্ত সমস্ত Computer-এ Password এর ব্যবস্থা রাখা হয়েছে।

0 votes

(i) পাতা ও কাণ্ডের ধ্বসা রোগ, (ii) চারার গোড়াপচা রোগ। ভাইরাসঘটিত রোগ প্রভৃতি শাকসবজিতে দেখা যায়।

0 votes

পেশাগত অনুসন্ধানের ফলে শিক্ষার্থীরা বাস্তব কর্মজগৎ সম্পর্কে ধারণা লাভ করবে। প্রশ্নোত্তরিকায় অন্তর্ভূক্ত দুটি প্রশ্ন হলো—

  • গ্রামের ছোট মুদির দোকানের হিসাব খাতা কীভাবে লেখা হয়?
  • কোন পেশার সমাজের কাছে প্রয়োজনীয়তা কী?
  • malinsarkar answered 2 years ago
  • last active 2 years ago
0 votes

ইন্টারনেট (Internet) পরিষেবা প্রদানকারী সংস্থা গুলি ISP নামে পরিচিত।
বিশ্বব্যাপ্ত  ইন্টারনেটের সঙ্গে(Global Internet) ISP-এর সার্ভার (Server)কম্পিউটার গুলি সর্বদা যুক্ত থাকে ।

ব্যবহারকারীরা তাদের কম্পিউটারটিকে ISP -এর সঙ্গে সংযুক্ত করলে তবেই ইন্টারনেট পরিষেবা পেতে পারে।
সরকারি বা বেসরকারি    দুই  প্রকার হতে পারে ।

0 votes
In reply to: BPS কী?

প্রতি সেকেন্ডে যে পরিমান বিট ট্রান্সফার হয় তাকে bps দিয়ে bit per second বোঝান হয়।

0 votes

বাস নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একটিমাত্র যােগাযােগ কেবলের সঙ্গে সাধ্য সংযােগ (Interphase) ব্যবস্থার মাধ্যমে যুক্ত থাকে। এই বিন্যাস ব্যবস্থা সাধারণভাবে লােকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) বা স্থানীয় আঞ্চলিক নেটওয়ার্কের সঙ্গে ব্যবহৃত হয়।

0 votes

HTML-এর দুটি বৈশিষ্ট্য হল-

i) সমগ্র পৃথিবীতে HTML-এ লেখা ওয়েবপেজ উইন্ডােজ ও লিনাক্স বা ইউনিক্স যে-কোনাে অপারেটিং সিস্টেমে প্রদর্শন করা যায়।

(ii) ওয়েবপেজ তৈরি করার জন্য HTML-এ খুবই শক্তিশালী, স্টাইলিশ ওয়েব ফন্ট বিদ্যমান ; যেমন Arial, Calibri ইত্যাদি। নিজেদের সুবিধামতাে যে-কোনাে একটি ওয়েব ফন্ট ব্যবহার করে ওয়েবপেজ তৈরি করা যায়।

0 votes
In reply to: Array কী

Array হল একটি উপাত্ত কাঠামোর বা, ডেটা স্ট্রাকচারের নাম।

0 votes

নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম (NOS) হল একগুচ্ছ সফ্টওয়্যার এবং এগুলি নেটওয়ার্কের সম্পদ ভাগ করে ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়।

0 votes

ডেটা হল কোনো বিষয় বস্তু বা ব্যক্তি সম্পর্কিত স্থূল বা অর্থহীন অসংগঠিত, প্রাথমিক তথ্য, যা কম্পিউটার সিস্টেমের প্রসেসিং-এর জন্য ইনপুট হিসেবে ব্যবহৃত হয়।

উদাহরণ—কোনো ব্যক্তির নাম, ফোন নম্বর, জন্ম তারিখ ইত্যাদি।

  • malinsarkar answered 3 years ago
  • last active 3 years ago
0 votes

Table এর মধ্যে জন্ম তারিখ Store  করার জন্য Number কিংবা Date/Time date Type প্রয়োজন।

1 vote

মোবাইল স্কিন রেকর্ড করার জন্য Du Recorder কিংবা Screen Recorder অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি দুটোই ব্যবহার করি। আপনিও ব্যবহার করতে পারেন। আশা করি ভালো লাগবে।

0 votes

ফ্লপি ড্রাইভ চালু হয় 1970 সালে। এটি চালু করেন IBM

0 votes

আগেকার দিনে চেরা বাঁশ দিয়ে তৈরি করা হত ফাঁকা ফাঁকা একটা ধান-ঝাড়ন | ধান সমেত খড় তার ওপর পেটানো হত, তাতে ধান আর খড় আলাদা হত | এই কাজটাকে ধানঝাড়া বলা হত।

0 votes

প্রথম আধুনিক পরবর্তী কম্পিউটারের ভাষা কোবল (Cobol)।

0 votes

ট্রি নেটওয়ার্কে বিভিন্ন যন্ত্রাদি বা কম্পিউটারগুলি বিশেষ স্থাপত্য (Hierarchical ) রীতিতে সংযুক্ত থাকে। ট্রি নেটওয়ার্ককে হায়ারারকিক্যাল (Hierarchical Network)ও বলা হয়। এই ধরনের বণ্টন ব্যবস্থা সেইসব প্রতিষ্ঠানেই ব্যবহৃত হয় যেখানে প্রধান কার্যালয় আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে, আঞ্চলিক কার্যালয় জেলা কার্যালয়ের সঙ্গে ও অনুরূপ ধরনের যােগাযােগ রক্ষা করে চলে।

Showing 21 - 40 of 830 results
এগুলিও পড়তে পারেন -

Back to top button