Posts by malinsarkar

0 votes

নিচের দেওয়া উদাহরণ দ্বারা ইউআরএল এবং ডোমেইন এর পার্থক্য প্রকাশ করা যেতে পারে।

  • ইউআরএল : https://www.example.com/index.html
  • টপ লেভেল ডোমেইন নাম : com
  • সেকেন্ড লেভেল ডোমেইন: example
  • হোস্ট নাম : www
0 votes

এই মাস অর্থাৎ জুলাই মাসে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

0 votes

২০২০ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা জুলাই মাসে। ফলাফল হবে অনলাইনে। বিস্তারিত এখানে

0 votes

CSMA/CD এর পুরো নাম-  Carrier Sense Multiple Access / Collision Detection

Carrier-sense multiple access with collision avoidance (CSMA/CA) in computer networking, is a network multiple access method in which carrier sensing is used, but nodes attempt to avoid collisions by beginning transmission only after the channel is sensed to be “idle”. When they do transmit, nodes transmit their packet data in its entirety.

0 votes

ব্রাউজার কুকিজ (Browser Cookie ) হলো পিসিতে সেভ করে রাখা ছোট ফাইল যা লগ-ইন সেশন সংক্রান্ত তথ্য ধারণ করে। এই কুকি পর্যবেক্ষণ করে একটা সার্ভার পিসি বুঝতে পারে যে, আপনি ওয়েবসাইটটিতে লগ-ইন করেছেন কিনা বা সার্ভার থেকে বের হয়ে যাওয়ার সময় লগ-ইন না লগ-আউট অবস্থায় ছিলেন।

0 votes

17 জুলাই শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। সময় বেলা ৩ ঘটিকায় ইন্টারনেটে।

0 votes

C প্যানেলে গিয়ে Plugin Folder এর নাম পরিবর্তন করতে হবে। এরপর পুনরায় সাইটে গিয়ে Refresh করে আবার Plugin Folder এর পূর্বের নাম দিতে হবে। আশা করি আর ঐ সমস্যা থাকবে না।

0 votes

বাইনারি সংখ্যার (Binary Number) য়োগফল নির্ণয় করার জন্য যে সংযুক্ত লজিক (Combinational Logic Circuit) ব্যবহার করা হয়, তাকে এডার  (Adder) বলে। Adder কম্পিউটার সিস্টেমের সিপিইউ (CPU) এর অন্তর্গত এএলইউ (ALU) মধ্যে অবস্থান করে।

এডার কে দুই ভাগে ভাগ করা হয় ১ হাফ অ্যাডার এবং 2 ফুল অ্যাডার

 

0 votes

বাইনারি সংখ্যার (Binary Number) বিয়ােগফল নির্ণয় করার জন্য যে সংযুক্ত লজিক সার্কিট (Combinational Logic Circuit) ব্যবহার করা হয় , তাকে সাবট্রাক্টর (Subtractor) বলে। কম্পিউটার সিস্টেমের CPU-এর অন্তর্গত ALU যন্ত্রাংশের মধ্যে অবস্থান করে। সাবট্রাক্টর কে দুই ভাগে ভাগ করা হয় হাফ সাবট্রাক্টর এবং ফুল সফটওয়্যার।

0 votes

যে কম্বিনেশনাল লজিক সার্কিট অনেকগুলো ইনপুট লাইনের মধ্যে থেকে সিলেক্ট লাইন (Select Line) কন্ট্রোল সিগন্যালের (Control Signal) মাধ্যমে নির্দিষ্ট ইনপুট সিলেক্ট করে একটিমাত্র আউটপুট লাইনে পাঠানাে হয়,তাকে মাল্টিপ্লেক্সার (Multiplexer) বলে। উদাহরণ 4×1 Multiplexer, 8×1 Multiplexer ইত্যাদি।

0 votes

যে কম্বিনেশনাল লজিক সার্কিট সিলেকশন সিগন্যাল বা কন্ট্রোল লাইনের মাধ্যমে অনেকগুলি আউটপুট লাইনের মধ্যে থেকে নির্দিষ্ট আউটপুট লাইনে বিদ্যমান একটিমাত্র ইনপুট লাইনটি পাঠানাে হয়, তাকে ডিমাল্টিপ্লেক্সার (Demultiplexer) বলে। উদাহরণ 1×4 Demultiplexer, 1×8 Demultiplexer

0 votes

কর্মশিক্ষা কী? বা, কর্মশিক্ষা কাকে বলে? বা, কর্মশিক্ষার সংজ্ঞা লিখুন।

উঃ অর্থনৈতিক ও সামাজিক জীবনের উপযােগী জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়, চলনসই

কর্মপটুত্ব ও অভিপ্রেত কর্মপ্রবণতা গড়ে তােলার উদ্দেশ্যে উৎপাদনাত্মক কর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণ ভিত্তিক বিশেষ শিক্ষা প্রণালীকে বলে কর্মশিক্ষা।

0 votes

পাঠক্রমে কর্ম অভিজ্ঞতা না বলে কর্মশিক্ষা বলা হয় কেন?

উঃl কর্ম অভিজ্ঞতায় সক্রিয় অংশগ্রহণ মুখ্য উদ্দেশ্য নয়। শুধুমাত্র দর্শন

-এর ফলেও অভিজ্ঞতা অর্জন হতে পারে। কিন্তু কর্মশিক্ষায় শিক্ষার্থীর সক্রিয় দেহ সালন

অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পাঠ্যক্রমে কর্ম অভিজ্ঞতা না বলে কর্মশিক্ষা বলা হয়।

0 votes

সফ্টওয়্যার [Software]

ক্লাসরুম—৬

কম্পিউটার প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা অনেকগুলি প্রােগ্রামের সমষ্টি, যার দ্বারা নির্দিষ্ট কোনও কার্য করা হয় তাকে সফ্টওয়্যার বলে।

সফটওয়্যার এর উদাহরণ- Linux, Unix, Windows, MS-Office, Photoshop, CorelDRAW, CAD (Computer Aided Design), Libre Office, KGeography, Kolor Paint ইত্যাদি হল বিভিন্ন ধরনের সফ্টওয়্যার।

4. বিভিন্নপ্রকার প্রয়ােগমূলক কার্য (Application) সম্পাদন করে।

0 votes

সফটওয়্যার এর প্রয়ােজনীয়তা :

1. সফটওয়্যার দেওয়া নির্দেশে হার্ডওয়্যার গুলি সক্রিয় হয়।

2. সফটওয়্যারের নির্দেশে কম্পিউটার সিস্টেমের কার্যপ্রণালী পরিচালিত হয়।

3. সফ্টওয়্যার-এর দ্বারা ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়্যার-এর মধ্যে সমন্বয় সাধন ঘটে।

4. বিভিন্নপ্রকার প্রয়ােগমূলক কার্য (Application) সম্পাদন করে।

0 votes

এডিটর (Editor) :

অনেক সময় প্রােগ্রাম সংকলন (Compile) এবং সম্পাদন (Execute) করার পর প্রােগ্রামের কিছু পরিবর্তন ও পরিমার্জন করার প্রয়ােজন হয়। এক্ষেত্রে প্রােগ্রামটিকে পুনরায় দেখে ও যাচাই করে প্রয়ােজনে প্রােগ্রামের অংশবিশেষ পরিবর্তন, পরিমার্জন করতে হয়। এই ধরনের কাজকে এডিটিং (Editing) বলে। যে ধরনের সফটওয়্যার এই কাজ করে তাকে এডিটর (Editor) বলে।

0 votes

অপারেটিং সিস্টেম [OPERATING SYSTEM] :

কম্পিউটার সিস্টেমকে চালনা করতে ও তার সমস্ত কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করতে যে সিস্টেম সফটওয়্যারের প্রয়ােজন হয় তাকে অপারেটিং

সিস্টেম বলে। অপারেটিং সিস্টেম কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সমন্বয় সাধন করে।

অপারেটিং সিস্টেম এর উদাহরণ হল- DOS, UNIX, LINUX, MAC OS, WINDOWS 98, WINDOWS XP, WINDOWS 7, WINDOWS 8 ইত্যাদি।

0 votes

অপারেটিং সিস্টেমের প্রয়ােজনীয়তা :

1. কম্পিউটারকে চালু করা (Booting) ও তাকে ব্যবহার উপযােগী করা।

2. ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন (Interface) করা।

3. ইনপুট এবং আউটপুট যন্ত্রগুলিকে পর্যবেক্ষণ করা এবং নিয়ন্ত্রণ করা।

4. প্রসেসরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া অর্থাৎ, প্রসেসর ম্যানেজমেন্ট।

5. মেমােরিকে পরিচালনা করা।

6. হার্ডওয়্যার এবং সফটওয়্যার-এর অবস্থা পর্যবেক্ষণ করা।

7. নির্দেশগ্রহণ, বিশ্লেষণ ও সম্পাদনা করা।

৪. কাজের অগ্রাধিকার অনুযায়ী সেই কাজকে আগে সম্পাদনা করা।

9. ফাইল সিস্টেম পরিচালনা করা।

10. কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ সিকিউরিটি বজায় রাখা।

1 vote

ফোল্ডার :

GUI বেসড অপারেটিং সিস্টেমে ফোল্ডার হল একটি জায়গা বা স্থান যেখানে প্রয়ােজনীয় ফাইল বা ডকুমেন্টস সংরক্ষণ করা যায়। একটি ফোল্ডারের মধ্যে আবার একাধিক সাব-ফোল্ডার বানিয়ে সংরক্ষণ করে রাখা সম্ভব। ফোল্ডারগুলিকে দুইভাগে ভাগ করা যায় – ১) সিস্টেম ফোল্ডার এবং ২)  ইউজার ক্রিয়েটেড ফোল্ডার। অপারেটিং সিস্টেমের যােগান দেওয়া ফোল্ডারগুলিকে সিস্টেম ফোল্ডার বলে। ব্যবহারকারী তার প্রয়ােজনমতাে যে ফোল্ডারগুলি তৈরি করে সেগুলিকে ইউজার ক্রিয়েট ফোল্ডার বলা হয়।

• ফোল্ডার তৈরির সুবিধা :

1. বিভিন্ন প্রয়ােজনীয় ফাইল ক্যাটেগরি হিসাবে বিভিন্ন ফোল্ডার (বিভিন্ন নামে) সংরক্ষিত হলে প্রয়ােজনীয় সময়ে নির্দিষ্ট ফাইল কি খুঁজে  পাওয়া যায়।

2, বিভিন্ন ফোল্ডার তৈরি করে তথ্যগুলি সংরক্ষণ করলে অনেক সময় কোনাে ফোল্ডার ভুল করে ডিলিট হয়ে গেলেও বাকি ফোল্ডার এ তথ্যগুলি ঠিক থাকে।

0 votes

মাইক্রোসফট এক্সেল (Microsoft Excelমাইক্রোসফটের উন্নয়ন করা একটি স্প্রেডশিট প্রোগ্রাম, যেটার ম্যাকওএসউইন্ডোজ এবং মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ও অ্যানড্রয়েড সংস্করণ রয়েছে। সফটওয়্যারটি বিশাল একটি ব্যবহারকারী ভিত রয়েছে। এক্সেলে হিসাব-নিকাশ, চিত্রায়নের হাতিয়ার, পিভট টেবিল, ম্যাক্রো প্রোগ্রামিং ভাষাসহ বেশ অনেক সুবিধা রয়েছে। এক্সেল সবগুলো প্ল্যাটফর্মেই বিস্তৃতভাবে ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে ১৯৯৩ সালে ৫ম সংস্করণ থেকে এক্সেল তৎকালীন ইন্ডাস্ট্রি প্রামাণিক লোটাস ১-২-৩ এর জায়গা দখল করে নেয়। এক্সেল মাইক্রোসফটের অফিস স্যুটের অংশ।

Showing 21 - 40 of 830 results
এগুলিও পড়তে পারেন -

Back to top button