Others
ইন্ডিয়ান ব্যাঙ্কে ৪১৭ জন প্রবেশনারি অফিসার

প্রশিক্ষণ দিয়ে ৪১৭ জন প্রবেশনারি অফিসার নিয়োগ করবে ইন্ডিয়ান ব্যাঙ্কে। বাঙ্কিং ও ফ্রিনান্সে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লমা কোর্স করিয়ে প্রবেশনারি অফিসার নিয়োগ করবে ইন্ডিয়ান ব্যাঙ্ক। ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লমা কোর্স পড়ার খরচ হবে ৩ লক্ষ্য ৫০ হাজার টাকা। এই কোর্স পড়ার জন্য এডুকেশন লোন পাওয়া যাবে ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকেই।
শিক্ষাগত যোগ্যতা-
যে কোন শাখায় গ্র্যাজুয়েট।
বয়স-
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।
প্রার্থীকে ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়সে তপসিলিরা ৫, ওবিসিরা ৩ এবং প্রতিবন্ধীরা ১০ বছর ছার পাবেন।
দরখাস্তের শেষ তারিখ- ২৭ অগাস্ট, ২০১৮
অয়েব সাইট– www.indianbank.in
এটিও পড়ুন –এয়ারফোর্সে এয়ারম্যান প্রচুর নিয়োগ