সংবাদ
বাংলায় আর্টিকেল লিখে আয় করুন
আগমনী বার্তা’র সঙ্গে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছে। আপনাদের সকলেই জানা আগমনী বার্তা হল উন্মক্ত স্বাধীন চিন্তা মত প্রকাশের একটি প্লাটফর্ম। অনেক পাঠক তাদের লেখা আমাদের অয়েব পোর্টালে প্রকাশ করার জন্য অভিমত জানিয়েছেন। তাদের অনুরোধ রাখতেই আমারা ‘আপনিও সাংবাদিক বিভাগ‘ নতুন বিভাগ চালু করতে চলেছি। যেখানে আপনাদের লেখা প্রকাশ করা হবে। আর প্রত্যেক মূল্যবান ভালোমানের কন্টেন লেখককে আমরা সান্মানিক ভাতা ও সেরা লেখককে পুরস্কিত করবো। তাই ভালো মানের বাংলা কন্টেট লিখুন আগমনী বার্তা ওয়েবসাইটে। আপনাদের লেখার মূল্যায়ন আমরা করব।
লেখা পাঠানোর লিঙ্ক – লেখা পাঠান এখান থেকে
পেমেন্ট মেথডঃ Paytm এবং ব্যাংক এর মাধ্যমে।
শর্তাবলীঃ
- আপনার লিখা অবশ্যই ভাল মানের হতে হবে।
- কোন প্রকার কপি-পেস্ট হলে আপনার লিখা গ্রহন করা হবে না।
- আপনার লিখা আর্টিকেল এর সম্পূর্ণ দায়ভার আপনার নিজের। আপনার নামেই আর্টিকেলটি প্রকাশিত হবে। যা পরবর্তীতে আপনি অন্য কারো কাজে এটাকে কাজের সেম্পল হিসবে দেখাতে পারবেন।
মনে রাখবেন– আপনার লিখায় কোন ধর্ম, রাজনীতি এবং কোন বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান কে ছোট করে এমন লেখা পাঠাবেন না।
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।