পড়াশোনাবাংলা ব্যাকরণ

500+ গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

ব অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

 

» বকের মতো কপট ধার্মিক : বকধার্মিক
» বালকত্ব কাটেনি যার : নাবালক
» বয়ষ্ক লোকের ভাব : জ্যাঠামি
» বস্ত্র কিংবা পত্রের শব্দ : মর্মর
» বর্ষের শেষে আয়-ব্যয়ের প্রতিবেদন : সালতামামি
» বর্ণনা করা যায় না যা : অবর্ণনীয়
» বর্ণমালার ক্রম রক্ষা করে : বর্ণানুক্রমিক
» বর্ণ চুরি করে যে : বর্ণচোরা
» বহু প্রচলিত উক্তি : প্রবচন
» বনে প্রতিপালিত : বুনো
» বপন করা হয়েছে : উপ্ত
» বলা হয়েছে যা : উক্ত
» বাস্তু হতে উৎখাত হয়েছে যে : উদ্বাস্তু
» বাতাসে উড়ে যায় এমন : উদ্বায়ী
» বেলাকে অতিক্রান্ত : উদ্বেল
» বিদ্যা আছে যার : বিদ্বান
» বালুকাময় ভূমি : বেলাভূমি
» বাঘের চামড়া : কৃত্তি
» বাঘের ডাক : হুংকার
» ব্যাঙের ডাকের শব্দ : মকমকি
» বিড়ালের ডাক : জিবন
» বীণার শব্দ : ঝঙ্কার/ নিক্কণ
» ব্যাকরণ জানেন যিনি : বৈয়াকরণ
» বিভিন্ন দিক জয় করেছেন যিনি : দিগ্বিজয়ী
» বাগদত্তা হয়ে যে নারীর বিয়ে অন্য পুরুষের সঙ্গে হয় : অন্যপূর্বা
» বিদেশে থাকে যে : প্রবাসী
» বিধিকে অতিক্রম না করে : যথাবিধি
» বিশ্বকে জয় করেছে যে : বিশ্বজিৎ
» বীণা পাণিতে যার : বীণাপাণি
» বীর সন্তান প্রসব করে যে : বীরপ্রসূ
» বৃষ্টির জল : শীকর
» বহু গৃহ হতে ভিক্ষা সংগ্রাহক : মাধুকর
» বিচার করে কাজ করে না যে : অবিমৃষ্যকারী

» ভাগ করে যে : ভাজক
» ভবিষ্যতে হবে এমন : ভাবী
» ভয় নেই যার : নির্ভীক
» ভরণের যোগ্য : ভৃত্য
» ভবিষ্যতে যা ঘটবে : ভবিতব্য
» ভক্ষণের ইচ্ছা : বুভুক্ষা
» ভক্ষণের ইচ্ছুক : বুভুক্ষু
» ভূ-গর্ভস্থ পথ : সুড়ঙ্গ
» ভূ-কেন্দ্রের দিকে জড় পদার্থের আকর্ষষ : অভিকর্ষ
» ভিক্ষার অভাব : দুর্ভিক্ষ
» ভ্রমণ করার ইচ্ছা : বিভ্রমিষা
» ভ্রমরের শব্দ : গুঞ্জন
» ভূগোল সম্বন্ধীয় : ভৌগোলিক
» ভবিষ্যৎ কি হবে দেখে যে : অপরিণামদর্শী
» ভস্মে পরিণত হয়েছে যা : ভস্মীভূত
» ভেতরে প্রবেশ : সন্নিবেশ
» ভোগ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ : নির্বাণ

» মাটি দিয়ে শিল্পকর্ম করে যে : মৃৎশিল্পী
» মুত্তিকার দ্বারা নির্মিত : মৃন্ময়
» মনের ভাব : মানসিক
» মনে মনে করা অঙ্ক : মানসাঙ্ক
» মনে জন্মে যা : মনোজ
» মনুষ্য জাতির কল্যাণ : লোকহিত
» মধু পান করে যে : মধুপ
» মরতে বসেছে যে : মুমূর্ষু
» মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন : উপাবৃত্ত
» মস্তকের আচ্ছাদন : মাথাল
» মহাকাব্যের অধ্যায় : সর্গ
» ময়ূরের ডাক : কেকা
» মূল রোগে আনুষঙ্গিক অন্য রোগ : উপসর্গ
» মৃগ চলাচলের রাস্তা : মার্গ
» মন্ত্রীর সদৃশ : উপমন্ত্রী
» মরার মতো : মৃতবৎ
» মাথা পেতে নেয়ার যোগ্য : শিরোধার্য
» মুক্তি পেতে ইচ্ছুক : মুমুক্ষু/ মুক্তিকামী
» মুক্তি পেতে ইচ্ছা : মুমুক্ষা
» মূর্তির ন্যায় যা : প্রতিমূর্তি

» যদু বংশে জন্ম যার : যাদব
» যা অতিক্রম করা যায় না : অনতিক্রম্য
» যা ঘটবেই : অবশ্যম্ভাবী/ ভবিতব্য
» যা গমন করতে পারে না : নগ
» যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে : বর্ধিষ্ণু
» যা ক্রমাগত ক্ষয় পাচ্ছে : ক্ষয়িষ্ণু
» যা উদিত হচ্ছে : উদীয়মান
» যা আগে হয়নি : অভূতপূর্ব
» যা পূর্বে হয়নি : ভূতপূর্ব
» যা অনুকরণ করা যায় না :অননুকরণীয়
» যা দীর্ঘকাল ধরে চলে আসছে : চিরন্তন
» যা চেটে খেতে হয় : লেহ্য
» যা চুষে খেতে হয় : চোষ্য
» যা পশুর উপযুক্ত : পাশবিক
» যা পিশাচের উপযুক্ত : পৈশাচিক
» যা বলা হয়নি : অনুক্ত
» যা বলতে হবে : বক্তব্য
» যা হতে পারে না : অসম্ভব
» যা শুধুমাত্র কথায় প্রকাশ করা হয় :মৌখিক
» যাতে জল ধারণ করে : জলধি
» যাতে কোনো নামের উল্লেখ থাকে না : বেনামী
» যার স্বামী বিদেশে থাকে : প্রোষিতভর্তৃকা
» যার নাম লিখিত আছে : নামাঙ্কিত
» যার দাড়ি জন্মায়নি : অজাতশ্মশ্রু
» যার শত্রু জন্মায়নি : অজাতশত্রু
» যার পত্নী বিগত হয়েছে : বিপত্নীক
» যার যশ আছে : যশস্বী
» যার সবকিছু চুরি হয়ে গিয়েছে :হৃতসর্বস্ব
» যার আগমনের কোনো তিথি নেই :অতিথি
» যার চিত্ত এক বিষয়ে নিবিষ্ট : একাগ্রচিত্ত
» যার পিঠ বেঁকে গিয়েছে : ন্যুজ্ব
» যার স্ত্রী বিদেশে থাকে : প্রোষিতপত্নীক
» যার মৃত্যুকাল উপস্থিত : মুমূর্ষু
» যার কোনো কিছু চাওয়ার নেই :অকিঞ্চন
» যা স্থানান্তর করা যায় : অস্থাবর
» যা স্থানান্তর করা যায় না : স্থাবর
» যারা মূর্তি পূজা করে : পৌত্তলিক
» যার পিতা ও মাতা নেই : অনাথ
» যার জন্ম নেই : অজ
» যিনি বহু দেখেছেন : বহুদর্শী
» যিনি গবেষণা করেছেন : গবেষক
» যিনি বক্তৃতায় পটু : বাগ্মী
» যিনি স্মৃতিশাস্ত্র ভালো বোঝেন : স্মার্ত
» যিনি নিজেকে হীন মনে করেন : হীনমন্য
» যিনি বাক্যে অতি দক্ষ : বাচস্পতি
» যিনি যুদ্ধে স্থির থাকেন : যুধিষ্ঠির
» যে অপরিচিত ব্যক্তি হঠাৎ এসেছে : আগন্তুক
» যে অবস্থায় মানুষ দুঃখ পায় : কৈবল্য
» যে গাছে ফুল হয় না ফল হয় :বনস্পতি
» যে কর্মের অযোগ্য : অকর্মণ্য
» যে কর দেয় : করদ
» যে কটু কথা বলে : দুর্বাক
» যে ধরলে আর ছাড়ে না : নাছোড়বান্দ
» যে নারী অন্যের নিন্দা করে না :অনসূয়া
» যে দার পরিগ্রহ করেনি : অকৃতদার
» যে জমিতে কোনো ফসল হয় না : ঊষর
» যে নারী পূর্বে অপরের স্ত্রী ছিল :অন্যপূর্বা
» যে নারী সূর্যকে দেখেনি : অসূর্যম্পশ্যা
» যে নারী স্বামীর প্রতি অনুরক্তা : পতিব্রতা
» যে নারীর চোখ সুন্দর : সুনয়না
» নারীর (বিধবা) পুনরায় বিয়ে হয়েছে : পুনর্ভূ
» যে স্ত্রী বশীভূত : স্ত্রৈণ
» যে মেয়ের বিয়ে হয়নি : অনূঢ়া
» যে নারীর হাসি শুচি : শুচিস্মিতা
» যে প্রাণী বুকে ভর দিয়ে চলে : সরীসৃপ
» যে বিষয় ভীতি উৎপাদন করে : বিভীষিকা
» যে বালির নিচে চোরা গহ্বর থাকে : চোরাবালি
» যে যাত্রায় কেউ গমন করলে আর ফেরে না : অগস্ত্যযাত্রা
» যা অধ্যয়ন করা হয়েছে : অধীত
» যা উড়ে যাচ্ছে : উড্ডীয়মান
» যা ভেদ করা দুঃসাধ্য : দুর্ভেদ্য
» যা সহজে ভেঙে যায় : ভঙ্গুর
» যা সহজে পরিপাক করতে পারা যায় না : গুরুপাক/ দুষ্পাচ্য
» যার জায়া যুবতী : যুবজানি
» যার প্রভা ক্ষণকাল স্থায়ী হয় : ক্ষণপ্রভা
» যার নিজের বলতে কিছু নেই : নিঃস্ব
» যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে : বীতস্পৃহা
» যে তৃণাদি খেয়ে জীবণ ধারণ করে : তৃণভুক
» যা পূর্বে শোনা যায়নি : অশ্রুতিপূর্ব
» যে নারী স্বয়ং পতি বরণ করে : স্বয়ংবরা
» যে বা যা প্রবীণ বা প্রাচীন নয় : অর্বাচীন
» যে অগ্রে জন্মগ্রহণ করেছে : অগ্রজ
» যে পরে জন্মগ্রহণ করেছে : অনুজ
» যে রোগ নির্ণয়ে হাতড়িয়ে মরে :হাতুড়ে
» যে স্তন্য পান করে : স্তন্যপায়ী

এগুলিও পড়তে পারেন -

Previous page 1 2 3 4Next page

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button