পড়াশোনাবাংলা ব্যাকরণ

500+ গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

 জ  অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» জনবহুল স্থান : জনাকীর্ণ
» জলেও চরে স্থলেও চলে : উভচর
» জলে জন্মে যার : জলজ
» জলে চরে যে : জলচর
» জন্ম থেকে অন্ধ : জন্মান্ধ
» জয়সূচক উৎসব : জয়ন্তী
» জয়লাভ করার ইচ্ছা : জিগীষা
» জয় করা কঠিন এমন : দুর্জয়
» জ্বলজ্বল করছে এমন : জাজ্বল্যমান
» জানার ইচ্ছা : জিজ্ঞাসা
» জানু পর্যন্ত লম্বিত : আজানুলম্বিত
» জানা উচিত : জ্ঞাতব্য
» জায়া ও পতি : দম্পতি
» জীবিত থেকেও মৃতের মতো : জীবন্মৃত
» জন্ম নেই যার : অজ

ঝ  অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» ঝন ঝন শব্দ : ঝঙ্কার
» ঝিনুকের গর্ভজাত রত্ন : মুক্তা

» টাকা ধার দেয়ার কাজ : মহাজনী

» ঠাণ্ডা ও গরম : শীতোষ্ণ
» ঠাণ্ডায় পীড়িত : শীতার্ত

» ডিম্বাশয়ের মধ্যে প্রাণকোষ :
ডিম্বাণু

ত  অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» তপস্যার নিমিত্ত বন : তপোবন
» তীর নিক্ষেপে ওস্তাদ : তীরন্দাজ
» তিন পদের সমাহার : ত্রিপদী
» তালু থেকে উচ্চারিত : তালব্য
» তর্কশাস্ত্রে পটু : তার্কিক
» ত্বরায় গমন করে যে : তুরগ
» তিন বেণীর সমাহার : ত্রিবেণী
» তিন ফলের সমাহার : ত্রিফলা
» তিন নয়ন যার : ত্রিনয়ন
» তুচ্ছ জ্ঞানে অবহেলা : তাচ্ছিল্য
» তুলা দ্বারা তৈরি : তুলোট

» থাবার আঘাত : থাপ্পড়

» দমন করা যায় না যাকে : অদম্য
» দার পরিগ্রহ করেন নি যিনি : অকৃতদার
» দানের বিপরীত : প্রতিদান
» দর্শনশাস্ত্র জানেন যিনি : দার্শনিক
» দুই দিকে অপ (জল) যার : দ্বীপ
» দ্বীপের সদৃশ : উপদ্বীপ
» দীনের ভাব : দৈন্য
» দিবসের শেষভাগ : অপরাহ্ণ
» দিবসের মধ্যভাগ : মধ্যাহ্ন
» দিবসের প্রথমভাগ : পূর্বাহ্ণ
» দিনে একবার মাত্র আহার করেন যিনি : একাহারী
» দুষ্কর যেখানে গমন করা : দুর্গম
» দুইবার জন্ম যার : দ্বিজ
» দেখার ইচ্ছা : দিদৃক্ষ
» দেখার যোগ্য : দ্রষ্টব্য
» দেশের প্রতি প্রেম আছে যার  : দেশপ্রেমিক
» দমন করা কষ্টকর যাকে : দুর্দমনীয়

» ধন জয় করেন যিনি : ধনঞ্জয়
» ধর্মই আত্মা যার : ধর্মাত্মা
» ধনুকের শব্দ : টংকার
» ধী শক্তির অধিকারী : ধীমান
» ধর্মের প্রতি নিষ্ঠাবান : ধর্মিষ্ঠ
» ধূলায় পরিণত : ধূলিসাৎ

» নদীর বালুকাময় তট : সৈকত
» নদী মাতা যে দেশের : নদীমাতৃক
» নতুন সূর্য : নবারুণ
» নতুন অন্নের উৎসব : নবান্ন
» নূপুরের ধ্বনি : নিক্কণ
» নাটকের পাত্রপাত্রী : কুশীলব
» নাই শোক যার : অশোক
» নাই মমতা যার : নির্মম
» নাই পক্ষ যার : নিরপেক্ষ
» নাই ঈমান যার : বেঈমান
» নাই আবরণ যার : দিগম্বর
» নাসিকা থেকে উচ্চারিত : নাসিক্য
» ন্যাকার ভাব : ন্যাকামি
» ন্যায় শাস্ত্র জানেন যিনি : নৈয়ায়িক
» নিজেই পতি নির্বাচন করে যিনি :
স্বয়ংবরা
» নিজেকে পণ্ডিত মনে করে যে :
পণ্ডিতস্মন্য
» নিন্দা করার ইচ্ছা : জুগুপ্সা
» নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত : অনাহূত
» নতুন বিবাহিত স্ত্রী : নবোঢ়া
» নৌকা চালায় যে : নাবিক
» নৌ বা নৌকা চলাচলের যোগ্য :
নাব্য

» পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে : পথিক
» পট আঁকেন যিনি : পটুয়া
» পাঁজরের হাড় কম যার : ঊনপাঁজুরে
» পরে জন্মেছে যে : অনুজ
» পরিমিত কথা বলে যে : মিতভাষী
» পরিমিত মতো খায় যে : মিতাহারী
» পঞ্চবর্ষের বমাহার : পঞ্চবটী
» পঞ্চ আনন যার : পঞ্চানন
» পঁচিশ বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান :
রজতজয়ন্তী
» পঞ্চাশ বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান : সুবর্ণজয়ন্তী
» পশ্চাতে গমন করে যে : অনুগামী
» প্রত্যহ যা করতে হয় : প্রাত্যহিক
» প্রবেশে ইচ্ছুক : বিবিক্ষু
» প্রবেশ করার ইচ্ছা : বিবিক্ষা
» প্রথম থেকে শেষ পর্যন্ত : আদ্যন্ত
» পানের যোগ্য : পেয়
» পা থেকে মাথা পর্যন্ত : আপাদমস্তক
» পাখির ডাক : কাকলি
» প্রায় রাজি : নিমরাজি
» প্রিয় কথা বলে যে নারী : প্রিয়ংবদা
» পূজার উপকরণ : অর্ঘ্য
» পূর্বে ছিল এখন নেই : ভূতপূর্ব
» পূর্বে যা ঘটেনি : অভূতপূর্ব
» পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা : দেদীপ্যমান
» পূর্বে যা দেখা যায়নি : অদৃষ্টপূর্ব
» পা ধুইবার জল : পাদ্য
» পিতার ভ্রাতা : পিতৃব্য
» প্রতিকার করার ইচ্ছা : প্রতিচিকীর্ষা
» প্রতিকার করতে ইচ্ছুক : প্রতিচিকীর্ষু

» ফল পাকলে যে গাছ মরে যায় : ওষধি
» ফৌজদারী উচ্চ আদালত : দায়রা
» ফুলের মধু : মকরন্দ
» ফুল তোলা মসলিন শাড়ী : জামদানি

এগুলিও পড়তে পারেন -

Previous page 1 2 3 4Next page

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button