পড়াশোনাবাংলা ব্যাকরণ

500+ গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

র অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» রস আস্বাদন করা হয় যার দ্বারা : রসনা
» রঙ্গ পরিহাসে নিপুণা নারী : রঙ্গিলা
» রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট : দৃশ্যপট
» রাজনৈতিক চুক্তি : সন্ধি
» রাত্রির শেষভাগ : কালনিশা
» রাত্রের শিশির : শবনম
» রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ : প্রত্যুষ
» রোগ ভীতিকে জয় করে যা : ভেষজ
» রব শুনে এসেছে যে : রবাহূত

» লক্ষ্য করার যোগ্য : লক্ষণীয়
» লাভের ইচ্ছা : লিপ্সা
» লাফিয়ে চলে যা : প্লবগ
» লিখিত খসড়া : পাণ্ডুলিপি

» শবদাহাদির চরম সংস্কার : অন্ত্যেষ্টি
» শত অব্দের সমাহার : শতাব্দী
» শত পাপড়িযুক্ত ফুল : শতদল
» শতবর্ষ পূর্তির জন্য অনুষ্ঠান : শতবার্ষিকী
» শরণ করার যোগ্য যিনি : শরেণ্য
» শরৎকাল সম্পর্কিত : শারদ
» শিবের উপাসক : শৈব
» শিবের বাদ্যযন্ত্র : ডমরু
» শুনলেই যার মনে থাকে : শ্রুতিধর
» শুভক্ষণে জন্ম যার : ক্ষণজন্মা
» শ্রদ্ধার সঙ্গে দেয় : শ্রাদ্ধ
» শোভন হৃদয় যার : সুহৃদ
» শত্রুকে হনন করে যে : শত্রুঘ্ন

» ষাট বছর পূর্তির অনুষ্ঠান :হীরকজয়ন্তী
» ষোল বছর বয়স যে মেয়ের : ষোড়শী

» সমান গোত্র যার : সগোত্র
» সবার অজ্ঞাতে লুকানো ধন : গুপ্তধন
» সব সময় হরিৎ যে কান্তার : চিরহরিৎ
» সব কিছু সহ্য করে যে : সর্বংসহ
» সব কিছু জানে যে : সবজান্তা/ সর্বজ্ঞ
» সঙ্গে চলে যে : সহচর
» সংস্কার বিহীন ব্যক্তি : ব্রাত্য
» সৎকুল জাত : কুলীন
» সরোবরে জন্ম যার : সরোজ
» সম্পূর্ণ বিপরীত : বিপ্রতীপ
» সম্পূর্ণ নতুন : অভিনব
» সম্রাট বা রাজাদের বিবরণ :শাহনামা
» সর্বজনের কল্যাণে : সর্বজনীন
» সার নেই যার মধ্যে : অন্তঃসারশূন্য
» স্বর্ণকারের মজুরি : বানি
» স্ত্রীর সঙ্গে বর্তমান : সস্ত্রীক
» সুহৃদের ভাব : সৌহার্দ্য
» সুন্দর প্রভা যার : সুপ্রভা
» সূর্যের পুত্র : সৌরি
» সোমের পুত্র : সৌম্য
» সুরের ধ্বনি : তান
» সমুদ্র হতে হিমালয় পর্যন্ত : আসমুদ্রহিমাচল
» সিংহের ধ্বনি : নাদ
» স্বয়ং যে হয়েছে : স্বয়ম্ভূ

» হস্তী, অশ্ব, রথ ও পদাতিকের সমাহার : চতুরঙ্গ
» হত্যা করার ইচ্ছা : জিঘাংসা
» হত্য করতে ইচ্ছুক : জিঘাংসু
» হরিণের চামড়া : অজিন
» হরেকরকম কন্ঠস্বর সহ বলে যে :
হররোলা
» হর্ষে সঙ্গে বর্তমান : সহর্ষ
» হস্তী আরোহী সৈন্যদল : গজানীক
» হিংসার ভাব : হিংস্রতা
» হাতির বাসস্থান : পিলখানা
» হাতির ডাক : বৃংহতি/ বৃংহণ
» হাতি ধরা ফাঁদ : খেদা
» হরণ করার ইচ্ছা : জিহীর্ষা
» হরণ করিতে ইচ্ছুক : জিহীর্ষু
» হাতির শাবক : করভ
» হিরণ্য দ্বারা নির্মিত : হিরন্ময়
» হিত সাধন করার ইচ্ছা : হিতৈষিতা

এগুলিও পড়তে পারেন -

Previous page 1 2 3 4

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button