পড়াশোনাবাংলা ব্যাকরণ

500+ গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

সকল ছাত্র ছাত্র- ছাত্রীদের সুবিধার্থে এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ  এক কথায় প্রকাশ শেয়ার করা হল। এই এক কথায় প্রকাশ গুলো বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খুবই কাজে আসবে। [এক কথায় প্রকাশ online, এক কথায় প্রকাশ পঞ্চম শ্রেণি, তৃতীয় শ্রেণীর এক কথায় প্রকাশ ,এক কথায় প্রকাশ চতুর্থ শ্রেণি, গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি, চাকরির জন্য এক কথায় প্রকাশ pdf, এক কথায় প্রকাশ Download, 500+ গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ] এটিও পড়ুন – 500+ এক কথায় প্রকাশ পার্ট -২

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ

ক অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» কথায় পটু : বাগীশ
» কথা যে বলতে পারে না : অবলা
» কথায় যা প্রকাশ করা যায় না : অনির্বচনীয়
» কন্যার পুত্র : দৌহিত্র
» কন্ঠ পর্যন্ত : আকণ্ঠ
» কোথাও উঁচু কোথাও নিচু : বন্ধুর
» ক্রমাগত দুলছে এমন : দোদুল্যমান
» কুবেরের ধন রক্ষক : যক্ষ
» কুৎসিত আকার যার : কদাকার
» কৃষি যার জীবিকা : কৃষিজীবী
» কোনো উপকারে আসে না যে গাছ : আগাছা
» কোনো কিছু থেকেই যে ভীত নয় : অকুতোভয়
» কোনো কিছু পাবার ইচ্ছা : লিপ্সা
» কোনো বিষয়ে নতুন পথ নির্দেশ করে যে : পথিকৃৎ
» ক্ষণস্থায়ী প্রভা যার : ক্ষণপ্রভা
» ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা : ক্ষয়মান
» ক্ষমা পাওয়ার যোগ্য : ক্ষমার্হ
» কর্মে অতিশয় দক্ষ : কর্মঠ
» ক্রমশই বর্ধিত হচ্ছে যা : ত্রমবর্ধমান
» কি করতে হবে তা যে বুঝতে পারে না : কিংকর্তব্যবিমূঢ়
» কেউ জানতে না পারে এই রূপ ভাবে : অজ্ঞাতসারে
» ক্রমকে বজায় রেখে : যথাক্রমে
» ক্রমে এসেছে : ক্রমাগত

খ  অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» খুব শীত নয় খুব গরমও নয় : নাতিশীতোষ্ণ
» খেয়া পার করে যে : পাটনী
» খ্যাতি আছে যার : খ্যাতিমান

গ অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» গজের মুখের মত মুখ যার : গজানন
» গবাদি পশুর পাল : বাথান
» গভীর জ্ঞান : প্রজ্ঞা
» গোচরে নয় যা : অগোচরে
» গোপনে সংবাদ সংগ্রহকারী : গুপ্তচর
» গরুর পা থেকে ধূলো ওড়ে যখন :গোধূলি
» গরুর মুখের মতো মুখ : গোমুখ
» গরুর ডাক : রম্ভা
» গ্রীবা যার সুন্দর : সুগ্রীব
» গভীর রাত্রি : নিশীথ

ঘ  অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» ঘটনার বিবরণ দান : প্রতিবেদন
» ঘরের অভাব যার : হা-ঘরে
» ঘৃণার যোগ্য : ঘৃণ্য
» ঘরে পালিত যে জামাই : ঘর জামাই
» ঘর নেই যার : হা-ঘর

চ  অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» চতুর্দশপদী কবিতা : সনেট
» চতুর্দিকে প্রচার : সম্প্রচার
» চক্ষু লজ্জা নেই যার : চশমখোর
» চার রাস্তার মিলনস্থল : চৌরাস্তা
» চার পা বিশিষ্ট : চৌপায়া
» চুষে খেতে হয় এমন : চোষ্য
» চোখের জল : অশ্রু
» চিবিয়ে খেতে হয় যা : চর্ব্য
» চক্ষুর সম্মুখে : চাক্ষুষ
» চক্ষুর আড়ালে : পরোক্ষ
» চিরস্থায়ী নয় যা : নশ্বর
» চিরকালব্যাপী স্থায়ী : চিরস্থায়ী

ছ অক্ষর দিয়ে এক কথায় প্রকাশ

» ছয় মাস অন্তর : ষাণ্মাসিক
» ছায়া প্রধান তরু : ছায়াতরু

এগুলিও পড়তে পারেন -

1 2 3 4Next page

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button