ড্রাইভার নিয়োগ শিগ্রি দরখাস্ত করুন এইট পাশরা যোগ্য

৩০০ জন লোক ড্রাইভার হিসেবে নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসের অধিন বিভিন্ন রিজিওন্যাল অফিসে। ক্লাস এইট পাশরা গাড়ি চালানোর ৫ বছরের অভিজ্ঞতা ও লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে। প্রার্থীদের গাড়ি মেরামতির ও ভারি গাড়ি চালানোর অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
১-১-২০২০ হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। তপশিলী ৫ বছর ও ও.বি.সি. ৩ বছর বয়সে ছাড় পাবেন। সবাইকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
মূল মাইনেঃ ২২,৭০০ টাকা। শুরুতে মাসিক ২৫,৯২৪ টাকা করে মাইনে পাবে। প্রার্থী বাছাই করবেন ‘ পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড’ ।
দরখাস্তের শেষ তারিখঃ ১৪ মার্চ ২০২০
দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটেঃ www.wbhrb.in
এজন্য বৈধ একটি ই-মেল আই-ডি থাকতে হবে। আবেদন করতে ১৬০ টাকা লাগবে। টাকা জমা করবেন এই শিরোনামেঃ GRPS(Govt.receipt Portal System), Govt. of West Bengal under the head of Account ‘0051-00-104-002-16’. তপশিলীদের ফী লাগবে না।