মাধ্যমিকমাধ্যমিক সাজেশন

পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমুহ

ভৌত ও রাসায়নিক ধর্মসমুহঃ এই পোষ্টে মাধ্যমিক ( দশম শ্রেণীর ) ছাত্র ছাত্রীদের জন্য পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমুহ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। আশা করি পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমুহ প্রশ্ন সমূহ খুবই কাজে আসবে। তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রশ্ন উত্তর এর আগের পোষ্টে শেয়ার করা হয়েছে চাইলে দেখে নিত পারো।

পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমুহ

  • বর ধাতু কাকে বলে ? উদাহরণ দাও।
    উত্তর:- রাসায়নিক ভাবে মােটামুটি নিষ্ক্রিয় ধাতুকে বর ধাতু বলে। যেমন—গোল্ড, প্লাটিনাম।
  • তড়িৎ চুম্বকের মজ্জা তৈরিতে কোন্ আয়রন ব্যবহার করা হয় ?
    উত্তর:- রট আয়রন।
  • যুদ্ধের ট্যাঙ্ক প্রস্তুতিতে কোন আয়রন ব্যবহার করা হয় ?
    উত্তর:- ইস্পাত।
  • ইস্তিরি তৈরিতে কোন আয়রন ব্যবহার করা হয় ?
    উত্তর:- কাস্ট আয়রন।
  • ডায়নামাে প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়
    উত্তর:- তামা।
  • তামার তাপের পরিবাহিতা ধর্মের ব্যবহার লেখাে।
    উত্তর:- ক্যালরিমিটার এবং বয়লার নির্মাণ।
  •  রুপা নিষ্কাশনে কোন্ ধাতু ব্যবহার করা হয় ?
    উত্তর:-  Zn |
  • নির্জল কোশ প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয় ?
    উত্তর:-Zn।
  • থার্মিট পদ্ধতিতে বিজারকরূপে কী ব্যবহার করা হয় ?
    উত্তর:- Al।
  •  কীসের ওপর ভিত্তি করে লোহার কাস্ট আয়রন, রট আয়রন ও ইস্পাতে ভাগ করা হয় ?
    উত্তর:- কার্বন।
  • প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কোন কোন ধাতু ?
    উত্তর:- Cu, Ag, Au |
  • ইস্পাতে লোহার সঙ্গে কী কী ধাতু বর্তমান ?
    উত্তর:- Cr, C, Ni, Mo, W
  • পিতলের মুখ্য উপাদান কী ?
    উত্তর:- কপার।
  • জার্মান সিলভারের ব্যবহার লেখাে।
    উত্তর:- বাসনপত্র, ফুলদানি, অলংকার তৈরিতে ব্যবহৃত হয়।
  • তুলাদন্ড প্রস্তুতিতে ব্যবহৃত হয় কোন ধাতু সংকর ?
    উত্তর:- ম্যাগনেসিয়াম।
  • মাঞ্জ মেটাল কী কাজে ব্যবহৃত হয় ?
    উত্তর:- নাট ও বােলটু তৈরিতে
  • খনিজ কাকে বলে ?
    উত্তর:- ভূগর্ভে বা ভূপৃষ্ঠে প্রাপ্ত যে-কোনাে প্রাকৃতিক অজৈব পদার্থকে খনিজ বলে।
  • আকরিক কাকে বলে ?
    উত্তর:- যে খনিজ গুলি থেকে সহজে ও সুলভে বাণিজ্যিক উপায়ে কোনাে ধাতু নিষ্কাশন করা যায়, তাকে ওই নির্দিষ্ট ধাতুর আকরিক বলে।
  • একটি আয়রনের খনিজের নাম বল যা আয়রনের আকরিক নয় ?
    উত্তর:- আয়রন পাইরাইটিস।
  •  গিবসাইট কোন ধাতুর আকরিক ?
    উত্তর:- অ্যালুমিনিয়াম।
  • ক্রায়ােলাইটের সংকেত লেখাে।
    উত্তর:- Na3,AlF6
  • কী অবস্থায় লোহায় দ্রুত মরিচা পড়ে ?
    উত্তর:- লোহার মধ্যে লোহা অপেক্ষা কম তড়িৎধনাত্মক ধাতু অশুদ্ধিরুপে বর্তমান থাকলে লোহায় দ্রুত মরচে পড়ে।
  • কোন ধাতুটি কেবলমাত্র এসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ?
    উত্তর:- টিন (Sn) কেবলমাত্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে।
  • কিউপ্রিক অক্সাইড থেকে কপার প্রস্তুতিতে বিজারক পদার্থ রূপে কি ব্যবহৃত হয় ?
    উত্তর:-কোক।
  • কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে উৎপন্ন গ্যাসটির নাম কী ?
    উত্তর:-– কার্বন মনােক্সাইড।
  •  জিংক অক্সাইড থেকে জিংক প্রস্তুতির শর্ত লেখাে।
    উত্তর:- কোকচূর্ণ ও 1400°C উষ্ণতায়।
  •  স্বতঃবিজারণ পদ্ধতিতে কপার নিষ্কাশনের বিক্রিয়া লেখাে।
    উত্তর:- Cu2S + 2 Cu2O → 6Cu + So2 |
  • থার্মিট পদ্ধতিতে বিক্রিয়া পাত্র কি দ্বারা নির্মিত ?
    উত্তর:- ফায়ার ক্লে।
  • থার্মিট পদ্ধতিতে আগুন লাগানাের জন্য ব্যবহৃত হয় কোন ধাতু?
    উত্তর:- Mg ধাতু।
  • আর্দ্র বায়ুতে জিংক বিবর্ণ হয় কেন ?
    উত্তর:- কারণ ক্ষারীয় জিংক কার্বনেট [ZnO, Zn(OH),] গঠিত হয়।
  • অ্যালুমিনিয়ামের আর্দ্র বায়ুতে ক্ষয় হয় না কেন ?
    উত্তর:- কারণ অ্যালুমিনিয়ামের ওপর অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ সৃষ্টি হয়।

এটিও পড়ুন – ব্লগিং করে সহজে ইনকাম করার ৫টি উপায়

  • অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি রাখলে কী উৎপন্ন হয় ?
    উত্তর:-অ্যালুমিনিয়াম অ্যাসিটেট লবণ উৎপন্ন হয় [(CH,COO),Al] |
  • পিতল বা ব্রোঞ্জ দীর্ঘদিন আর্দ্র বায়ুতে ফেলে রাখলে কী হয় ?
    উত্তর:- ক্ষারীয় কপার সালফেট [CuSO4.3Cu(OH)2] উৎপন্ন হয়।
  • দার্শনিকের উল কাকে বলে ?
    উত্তর:- জিংক অক্সাইডকে।
  • ডেল্টা মেটাল কাকে বলে?
    উত্তর:- ডেল্টা মেটাল একটি সংকর ধাতু যার উপাদানগুলি হল কপার (55%), জিংক (40%), লোহা ও ম্যাঙ্গানিজ (5%)।
  • ইস্পাতের মধ্যে কার্বন কোন্ যৌগ রুপে থাকে ?
    উত্তর:- আয়রন কার্বাইড Fe,C রুপে।
  • একই উপাদানে গঠিত দুটি সংকর ধাতুর নাম লেখাে।
    উত্তর:- বেল মেটাল (কাঁসা) এবং ব্রোঞ্জ।
  • থার্মিট মিশ্রণ কী ?
    উত্তর:- BaO2, KClo3, Mg ধাতু, লোহার আকরিক ও অ্যালুমিনিয়াম। |
  • তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কোন ধাতু?
    উত্তর:- Na, Mg, Al, K .
  • তাপজারণ করা হয় কোন্ আকরিকের ?
    উত্তর:- – সালফাইড।
  • ভস্মীকরণ করা হয় কোন আকরিকের?
    উত্তর:- – কার্বনেট, অক্সাইড।
  • স্বতঃবিজারণ পদ্ধতিতে কোন্ ধাতুর নিষ্কাশন করা হয় ?
    উত্তর:- Cu |
  • ChO-এর জলীয় দ্রবণে Zn-এর পাত ডােবানাে হলে কী পরিবর্তন লক্ষ করা যায় ?
    উত্তর:- ধাতব কপার ও ZnSO, উৎপন্ন হয়।
  • জিজ্কের ওপর কোন্ কোন্ ধাতুর প্রলেপ দেওয়া হয়?
    উত্তর:- Ag, Aul
  • লােহার পেরেক তুঁতের জলীয় দ্রবণে প্রবেশ করালে কী পরিবর্তন লক্ষ করা যায় ?
    উত্তর:- লােহার পেরেক ক্রমে ক্ষয়ে যায়।
  • লোহায় মরচে পড়ার অ্যানোড বিক্রিয়া লেখা।
    উত্তর:- 2Fe 4e 2Fe+ |
  •  লোহায় মরচে পড়ার ক্যাথোড বিক্রিয়াটি লেখাে।উত্তর:- 02 + 4H + 4e → 2H,0 |
  •  মরচে পড়ার আবশ্যিক শর্ত কী ?উত্তর:- জলীয় বাষ্প ও 02-এর উপস্থিতি।
  •  সমুদ্রের জলে মরিচা দ্রুত পড়ে কোন আয়রনের জন্য?উত্তর:- CI আয়ন এর জন্য ।
  • গ্যালভানাইজেশন কী ?
    উত্তর:- লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া।
  •  গ্যালভানাইজেশন পদ্ধতির নীতি কী ?উত্তর:- লােহার ওপর অপেক্ষাকৃত বেশি তড়িৎ ধনাত্মক পদার্থের প্রলেপ দেওয়া।
  •  44. ক্যাথােডীয় সংরক্ষণে কোনটি ক্যাথােডরূপে ও কোটি অ্যানােডরূপে রাখা হয় ?উত্তর:- লোহার পাতকে ক্যাথােডরূপে এবং ম্যাগনেসিয়াম অ্যানােডরূপে।
  •  স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুর নাম কী ?উত্তর:-অ্যালনিকো (Fe, Al, Ni, Co, C) ।

ট্যাগঃ পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমুহ, ১০০+ পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমুহ প্রশ্ন উত্তর।

এটিও পড়ুন – ব্লগিং করে সহজে ইনকাম করার ৫টি উপায়

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button