
‘ গ্রামীণ সম্পদ কর্মী’ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে কাজের জন্য ২০৪ জন ছেলেমেয়ে নেওয়া হবে। আবেদন করতে পারবে মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবে। বাংলা ও ইংরেজি লিখতে ও পড়তে জানা দরকার। প্রার্থিকে অই ব্লকের অধিবাসী ও ভোটার হতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তপশিলী, ও.বি.সি. ও প্রতিবন্ধিরা বয়সে ছাড় পাবে। শারীরিকভাবে সক্ষম হতে হবে সমস্ত প্রার্থিকে। পৌরসভা এলাকার বাসিন্দারা যোগ্য নন।
শূন্যপদঃ বালুরঘাট ৩১, হিলি ১২, তপন ২৬, কুমারগঞ্জ ৩০, গঙ্গারামপুর ৪৪, বাঁশিহরি ১৪, হরিরামপুর ২৩, কুশমন্ডি ২৪ টি । প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
দরখাস্ত করবেন সাধারন কাগজে, নির্দিষ্ট বয়ানে।
দরখাস্তের বয়ান পাবেন এই ওয়েবসাইটেঃ
দরখাস্ত ডাউনলোড করতে এখানে ক্লিক ক্রুন
তার সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্র স্ব- প্রত্যয়িত জেরক্স। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন ‘Application for selection to the post of VRP’.
দরখাস্ত পাঠানোর শেষ তারিখঃ ৪ মার্চ ২০২০।
যে ব্লকে দরখাস্ত করবেন সেই ব্লকের ঠিকানায়।