2023 রটন্তী কালী পূজা সময় ও তারিখ

রটন্তী কালী। রটন্তী শব্দটি এসেছে ‘রটনা’ শব্দ থেকে। যার অর্থ হল প্রচার হওয়া। রটন্তী কালী পুজো (Ratanti Kali Puja) হয় চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বর মন্দিরে এই পুজো মহা ধুমধামের সাথে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয় তেমনি দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এইদিন স্নান করতে আসেন। মনে করা হয়, এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়।
রটন্তী কালীপূজা কেন পালন করা হয়?
” মাঘ মাসের চতুর্দশী সংযুক্ত অমাবস্যায় সাধারণত এই পুজা করা হয়। শ্রীরাধা বনে শ্রীকৃষ্ণের সাথে লীলা করতেন বলে তাঁর শাশুড়ি জটিলা এবং ননদিনী কূটিলা শ্রীরাধার নামে কলঙ্ক রটিয়ে ছিলেন এবং তা প্রমাণ করার জন্য একদিন গোপনে তারা আয়ান ঘোষকে সাথে নিয়ে শ্রীরাধার পশ্চাৎ অনুসরণ করেন। আয়ান ঘোষের আরাধ্যা দেবী ছিলেন কালী। অন্তর্যামী শ্রীকৃষ্ণ জটিলা কূটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে স্বয়ং কালীরূপ ধারণ করেছিলেন। শ্রীরাধাও কালীরূপী শ্রীকৃষ্ণকে কদম্ব বৃক্ষের মূলে ফল, ফুল দিয়ে পূজা করেছিলেন। এদৃশ্য দেখে জটিলা, কূটিলা ও আয়ান ঘোষের ভূল ভাঙ্গে এবং শ্রীরাধা যে স্বয়ং আদ্যাশক্তি তা বুঝতে পেরেছিলেন। এই ঘটনাটি স্মরণ করেই ভক্তজন শ্রী শ্রী রটন্তী কালীপূজা করে থাকেন।
2023 রটন্তী কালীপূজা সময় ও তারিখ
পুজার নাম | পুজার বার | পুজার তারিখ |
রটন্তীকালী পূজা | শুক্রবার | ২০ জানুয়ারী |
বাংলা পঞ্জিকা অনুসারে
পুজার তারিখ ও বার- শুক্রবার, ৯ মাঘ ১৪২৯
এটিও জেনে নিন – এবছর সরস্বতী পুজার তারিখ ও সময়