Othersউচ্চ মাধ্যমিকএকাদশ কম্পিউটারকম্পিউটার

কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর, Latest Top PC GK

কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ, কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর, ডাউনলোড কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর, লেটেস্ট ৫০০+ কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর, কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ টাইপ প্রশ্ন ,  Latest Update 2020

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার্থীদের জন্য যেমন- ব্যাংক, রেল, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এছাড়াও সরকারি ও বেসরকারি চাকুরী পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কম্পিউটারের প্রশ্ন ও উত্তর নিয়েই আজকের এই পোস্ট। আশা করি কম্পিউটার শিক্ষার্থী থেকে শুরু করে সকল ছাত্র- ছাত্রীদের প্রশ্ন উত্তরগুলি কাজে আসবে।

কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর পর্ব

১। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস
২। ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড
৩। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? -২০০০ সালে।
৪। গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?- গ্রাফিক্স কার্ডে
৫। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?–১৯৫৬ সালে।
৬। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? – ২টি
৭। পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ।

এটিও পড়ুন – নোটপ্যাড গুরুত্বপূর্ণ শর্টকাট কী Note Pad Short Cut Key

৮। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? ১৯ বছর।
৯। বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? -উইকিপিডিয়া
১০। কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়? হোয়াইট হ্যাট হ্যাকার।
১১। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে? -১৯৯৯ সালে।
১২। Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে? -Microsoft.
১৩। Melissa Virus তৈরী করেন কে? – ডেভিড স্মিথ
১৪। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল? – ১০ বছরের জেল?
১৫। Mydoom Worm কি? – কম্পিউটার ভাইরাস।
১৬। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে? – Mydoom Worm
১৭। Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমন করে?-২,৫০,০০০।
১৮। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?
-ব্লাক হ্যাট হ্যাকার।
১৯। অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?- হ্যাকিং
২০। ইন্টারনেট থেকে কোনো তথ্য কপি করে হুবহু নিজের মতো চালিয়ে দেওয়াকে কী বলা হয়? – পেস্নজারিজম।
২১। কম্পিউটার ভাইরাস কি?-একধরণের প্রোগ্রাম।
২২। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? -শহিদ লিপি।
২৪। কমপিউটার শব্দের অর্থ কী? উঃ- গণনা করা।
২৫। এলাইনমেন্ট কয় ধরণের ? ৪ ধরণের।
২৬। একটি কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে? ১২টি।
২৭। দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারী মধ্যবর্তী ‘‘Key” কোনটি? -G
২৮। কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে? উঃ- ১৯৮১ সালে।।
২৯। মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে? – নতুন ডকুমেন্ট।
৩০। অভ্র কত সালে প্রবর্তিত হয়? -২০০৭ সালে।
৩১। ইংরেজি U বাটন দ্বারা বিজয় বাংলা কীবোর্ডে কী লেখা যায়? – জ ও ঝ
৩২। উইকিপিডিয়া তৈরী করেন কে?-সারাবিশ্বের মানুষ
৩৩। ইন্টারনেট কী? উত্তর: দুই বা ততোধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম (যেমন: গেটওয়ে, রাউটার)-এর মাধ্যমে আন্ত-সংর্যুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে।
৩৪। কম্পিউটার কে আবিস্কার করেন?-উঃ হাওয়ার্ড এইকিন।
৩৫। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC
৩৬। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উঃ UNIVAC
৩৭। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযোগী? -এম.এস.এক্সেল

৩৮। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? উঃ Mark-1
৩৯। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃ এ্যালটেয়ার ৮৮০০।
৪০। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃ পিডিপি-১
৪১। মিনি কম্পিউটারের জন্মদাতা কে? উঃ কেনেথ এইচ ওলসেন।
৪২। মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উঃ বুদ্ধি বিবেচনা।
৪৩। পামটম কি? উঃ একধরণের ছোট কম্পিউটার।
৪৪। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত? উঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
৪৫। কয়েকটি আউটপুট ডিভাইস লিখ। উঃ- প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি।
৪৬। কয়েকটি ইনপুট ডিভাইস লিখ। উঃ- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।
৪৭। মাইক্রোসফট কি? উঃ কম্পিউটার সফট্ওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান।
৪৮। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়- উঃ হাইব্রিড কম্পিউটার
৪৯ । ‘CIH’ ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃস্টি করে? উ: ২৬ এপ্রিল ১৯৯৯।
৫০ । কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? উঃ ADA
৫১। Which one is a graphics software? উঃ Adobe Photoshop.
৫২। এক কিলোবাইটের বিটের সংখ্যা কত? উঃ 1024 byte
৫৩। Web Page কি? উঃ সার্ভারে রাখা ফাইল।
৫৪। https এর পূর্ণরূপ কি? উঃ hyper text transfer protocol.
৫৫। চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়? উঃ- কমপিউটারের।
৫৬। ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উঃ- I/O
৫৭। নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে? উঃ- Control Unit
৫৮ । কার্যনীতির ভিত্তিতে কমপিউটারের শ্রেণিবিভাগ কয়টি ও কি কি? উত্তর- তিনটি যথাঃ ক) অ্যানালগ। খ) ডিজিটাল। গ) হাইব্রিড।
৫৯। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার
৬০। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী? -ইন্টেল
৬১। BOL কি?- Bangladesh Online Limited.
৬২- অপারেটিং সিস্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি
৬৩। Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে
৬৪। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে
৬৫। নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা
৬৬। উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল- -১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর
৬৭। জন্ম তারিখ হলো একটি- ফিল্ড
৬৮। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়ালগ বক্সে
৬৯। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার- -প্রাণ
৭০। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম
৭১। Binary disit থেকে উৎপত্তি হয়- -Bit
৭২। প্রোগ্রামের মূল লক্ষ্য কী? -সমস্যার সমেত্মাষজনক সমাধান
৭৩। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- -ড. স্টিবিজ
৭৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়?-বোতামে
৭৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম
৭৬। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে? -এন্টিভাইরাস
৭৭। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে? -লজিক বোর্ড
৭৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?-মডেম
৭৯। কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট
৮০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?- স্প্রেডশিট
৮১। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? সফটওয়্যার
৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো সেকেন্ড
৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার
৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? – তথ্য বা ডাটা
৮৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? -নির্দেশ অনুযায়ী
৮৬। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? -নিজস্ব ভাষা
৮৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি? -স্ক্যানার
৮৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো- -সুপার কম্পিউটার
৮৯। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? -মানুষের
৯০। শুরম্নতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হত? – গণনার
৯১। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? – ভারত
৯২। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে? – নেটিজেন
৯৩। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে। – যুক্তরাষ্ট্রে
৯৪। বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? -ইন্টারনেট
৯৫। Ok এবং Cancel অথবা Close বোতাম কোথায় থাকে? – ডায়ালগ বক্সে।
৯৬। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?- File
৯৭। File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে?- মেনু বারে
৯৮। ফাইল সেফ করার জন্য কোন মেুনর প্রয়োজন? -ফাইল মেনুর
৯৯। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? -CapsLock
১০০। F1 থেকে F12 পর্যমত্ম কী-গুলোকে এক সাথে বলা হয় -ফাংশন কী?
১০১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? -দশমিক
১০২। চন্দ্রাবতী হলো- -বাংলা ফন্টের নাম
১০৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?-এক্সেল
১০৪। ডাটাবেজ অর্থ হল–তথ্যবিন্যাস
১০৫। কী-বোর্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি? উঃ- ২টি।
১০৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন? -উইলিয়াম ইংলিস
১০৭। WWW এর জনক কে?- টিম বার্নস লি
১০৮। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? -ডিজিটাল
১০৯। কার্সর (Cursor) কি? -আলোক রেখা
১১০। উইন্ডোজ আসলে কিসের মতো?-খোলা জানালা
১১১। অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? – ডিলিট বা ব্যাকস্পেস
১১২। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? – ফ্রেড কোহেন
১১৩। ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস? -ম্যাক্রো ভাইরাস
১১৪। মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়? – ইদুরের মত
১১৫। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োয়ন? -ফাইল মেনু
১১৬। কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে- -ডাটা ইনপুট করায় ভুল হয়েছে।
১১৭। ইনপুট ডিভাইস কোনটি? – কিবোর্ড
১১৮। আউটপুট ডিভাইস কোনটি? – মনিটর
১১৯। সিপিইউ এর অংশ নয় কোনটি? -মেমোরি
১২০। কম্পিউটারের স্মৃতি কত প্রকার। – ২
১২১। কম্পিউটার প্রধানত কয় প্রকার?- ৩
১২২। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?-ওয়ার্ড প্রসেসর
১২৩। ৫৩D কোন ধরনের সংখ্যা? -হেক্সাডেসিমাল
১২৪। সংখ্যা পদ্ধিতি মোট কত প্রকার? -৪ প্রকার
২৫। ফাংশন কি কোন গুলি?- F1-F12
১২৬। 0-09 পর্যমত্ম Key গুলোর নাম কী? – Numeric Key
১২৭। নিচের কোনটি স্পেশাল Key।- Space bar
১২৮। নিচের কোনটি Antivirus সফ্টওয়্যারের নাম লিখ? – Norton
১২৯। MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+A
১৩০। LAN এর পূর্ণ নাম লিখ? – Local Area Network
১৩১। WWW এর পূর্ণ নাম লিখ?- World Wide- Web
১৩২। Save কোন মেনুতে রয়েছে?- File
১৩৩। মেনুবারে কয়টি মেনু আছে। – ৯টি

পরের পৃষ্ঠায় দেখুন –>

এগুলিও পড়তে পারেন -

1 2Next page

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button