Othersউচ্চ মাধ্যমিকএকাদশ কম্পিউটারকম্পিউটার

কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর, Latest Top PC GK

কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর পর্ব -২

কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ, কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর, ডাউনলোড কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর, লেটেস্ট ৫০০+ কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর, কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ টাইপ প্রশ্ন , ফ্রী কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ, PDF কম্পিউটারের গুরুত্বপূর্ণ MCQ, Latest Update 2020

১৩৪। Save এর সর্টকাট কমান্ড লিখ। -Ctrl+S
১৩৫। MS word-এ Symbol কোন মেনুতে আছে। – Insert
১৩৬। File অর্থ কি? – নথিপত্র
১৩৭। Data Processing কয় প্রকার?- ৩
১৩৮। জ্জ্ব কিভাবে লিখতে হয় … – জ্ জ্ ব
১৩৯। IBM PC প্রথম বাজারে আসে…- ১৯৮১ সালে
১৪০। মাইক্রোসফ্ট উইন্ডোজ 3.1 বাজারে আসে… – ১৯৯২ সালে
১৪১। Apple Computer কত সালে বাজারে আসে… – ১৯৭৬ সালে
১৪২। MS word-এ New document নেয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়- – File
১৪৩। পুরাতন ডকুমেন্ট Open করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়– File
১৪৪। Save অর্থ কি?- সংরক্ষণ করা
১৪৫। Pragraph কোন মেনুতে রয়েছে– Format
১৪৬। MS word-এ Find এর শর্টকাট কমান্ড কি? – Ctrl+F
১৪৭। MS word-এ Document কে বড় করে দেখার জন্য- –Zoom
১৪৮। M.S Excel –এ কতটি রো আছে?-৬৫,৫৩৬টি
১৪৯। M.S Excel –এ কতটি কলাম আছে?-২৫৬টি
১৫০। M.S Excel –এ কতটি Cell আছে? -১,৬৭,৭৭,২১৬টি
১৫১। বেসিক ভাষা উদ্বোধন করেন?-জন কেমিনি ও টমাস কাটর্জ
১৫২। পিসি তৈরীতে আবশ্যক নয় কোনটি?- প্রিন্টার
১৫৩। সাধারণ ডাটাবেজ হলো–একটি ফাইল বিশিষ্ট ডাটাবেজ
১৫৪। লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রসের্সিং
১৫৫। নোটবুক নামে পরিচিত কোনটি? -ল্যাপটপ
১৫৬। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনার যন্ত্রের নাম- – MARK-1
১৫৭। অ্যানিমেশন, গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয়?- মাল্টিমিডিয়া
১৫৮। ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?- বড় হাতের লেখার জন্য
১৫৯। নিচের কোনটি ইংরেজী ফন্ট নয়? – চন্দ্রাবতী
১৬০। কীবোর্ডে এ্যারো কী-এর সংখ্যা কয়টি? -৪টি।
১৬১। কিবোর্ডে কয়টি Alt Key আছে? -২
১৬২। কিবোর্ডে Windos Key কয়টি? -২
১৬৩। কিবোর্ডে ESC কয়টি? -১
১৬৪। কিবোর্ডে Home Key কয়টি? -১
১৬৫। কোন কম্পিউটার কে পার্সোনাল কম্পিউটার বলা হয়? – মাইক্রো কম্পিউটার।
১৬৬। অপারেটিং সিষ্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে? – পুরো কম্পিউটার সিষ্টেম
১৬৭। কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরী করে? – অ্যাপল।
১৬৮। মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি? -মিনিফ্রেম
১৬৯। এনিমেশন শব্দের অর্থ কি? জীবন্ত করা।
১৭০। ই-ফোন কি?- ইন্টারনেট ফোন।
১৭১। পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম-MARK-1
১৭২। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল– ৫১ ফুট লম্বা।
১৭৩। রাশিয়ার এ্যাবাকাশকে কী বলা হয়?- স্কোটিয়া
১৭৪। পিডিপি-৮ কোন প্রজন্মের কম্পিউটার?-দ্বিতীয়
১৭৫। লাইট পেন হলো এক ধরণের- -ইনপুট ডিভাইস।
১৭৬। কোন ডিক্স সরাসরি ফরমেট করা যায় না।- ফ্লপি ডিক্স।
১৭৭। RAM Cache কিসের অংশ বিশেষ? -RAM
১৭৮। উইন্ডোজ এনটি/২০০০ এর বিটের সংখ্যা হলো- ৩২
১৭৯। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? -তৃতীয় প্রজন্ম।
১৮০। বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মে? -চতুর্থ প্রজন্মের।
১৮১। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? – র্যামে।
১৮২। মডেম হচ্ছে- -তথ্য আদান প্রদানে যন্ত্র।
১৮৩। বাইনারী অংকের সংক্ষিপ্ত নাম হচ্ছে- -বিট।
১৮৪। একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পরে?-৬৪টি।
১৮৫। কোনটি কম্পিউটারের কাঁচা মাল? -তথ্য।
১৮৬। প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম কি?- মোজাইক।
১৮৬। সি ল্যাঙ্গুয়েজের জনক কে?- ডেনিস রিচি
১৮৭। সুপার কম্পিউটার কে আবিস্কার করেন? – সেয়মোর ক্রে
১৮৮। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি?- ইউনিভ্যাক-১
১৮৯। মডেমের গতি পরিমাপের একক কি?-KBPS
১৯০। সফটওয়্যার কি ধরণের শক্তি। -অদৃশ্য শক্তি।
১৯১। হোমপেজ কি- -একধরণের ব্যক্তিগত বিজ্ঞাপন।
১৯২। নিচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়? -জাভা।
১৯৩। ইউপিএস কত প্রকার? -২ প্রকার।
১৯৪। এইচটিএমএল একটি-প্রোগ্রাম
১৯৫। কে এইচটিএমলএল ভাষার রূপদান করেন?বার্নার্স লী
১৯৬। শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম? বেসিক প্রোগ্রাম।
১৯৭। কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ? -সি
১৯৮। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? -ডাটাবেজ
১৯৯। ০ ও ১ এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে?-বিট
২০০। কম্পিউটার ইনপুট দেয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে?- ইনপুট ডিভাইস
২০১। LCD (Liquid Crystal Display) এর জনক কে?- সুইস পদার্থবিদ মার্টিন সাউট
২০২। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?-পিপীলিকা
২০৩। মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?-৩ এপ্রিল ১৯৭৩।
২০৪। ২৭ জুন ২০১১ গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করেন?- গুগল পস্নাস
২০৫। Quick Heal কী? – এন্টিভাইরাস সফ্টওয়ার
২০৬। Twitter কী? – সামাজিক নেটওয়ার্কিং সাইট
২০৭। ২০১০ সালের ভারত প্রথম বারের মত কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন? – Epic.
২০৮। Zeus (জিয়ুজ) কী? – কম্পিউটার ভাইরাস।
২০৯। ৫ জানুয়ারী ২০১০ গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে? – নেক্সাস-১
২১০। ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? ২৫ লাখের বেশি
২১১। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?-স্ট্যাটাস
২১২। ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানো হয়? -টুইট
২১৩। কোন সামাজিক যোগাযোগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? -ফেসবুক
২১৪। জুন ২০১২ পর্যমত্ম পৃথিবীতে Facebook ব্যবহারকারীদের সংখ্যা কত?- ৯০ কোটি।
২১৫। গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?-Picasa
২১৬। কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন?-রমের মেমোরি
২১৭। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? –ROM
২১৮। কমপিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?উঃ- কম্পুটার
২১৯। মাউসের কিক বলতে কী বুঝায়?উঃ- মাউসের বাম বোতাম চাপা।
২২০। সি.পি.ইউ এর অংশ নয় কী? উঃ- মেমোরি।

এগুলিও পড়তে পারেন -

Previous page 1 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button