ভূগোলজি কেপড়াশোনা

ভারতের প্রধান প্রধান বন্দর ও নগর সমূহ – Indian Major Ports, Cities

ভারতের প্রধান প্রধান বন্দর ও নগর সমূহ

১.  দক্ষিন ভারতের কাশী – মাদুরাই
২. ভারতের খনি ভিত্তিক শহর – রানীগঞ্জ।
৩. ভারতের বৃহত্তম মহানগর- মুম্বাই।
৪. সামরিক শহর- মীরাট।
৫. ইতিহাস প্রসিদ্ধ শহর- আগ্রা।
৬. ভারতের ধর্মস্থান ভিত্তিক শহর- বেনারস।
৭. আরব সাগরের রানী – কোচি ।
৮. ভারতের শিল্পকেন্দ্র ভিত্তিক শহর- দুর্গা পুর।
৯.  ভারতের পশ্চিম উপকূলের বন্দর- মুম্বাই, কান্দালা, কোচি, মার্মাগাও।
১০. হ্রদ নগরী- হায়দ্রাবাদ (শ্রীনগর)।
১১. এশিয়ার রোম- দিল্লি।
১২. সবুজ নগরী- চেন্নাই।
১৩. ভারতের হলিউড- মুম্বাই।
১৪. কমলালেবুর শহর – নাগপুর।
১৫. গোলাপি শহর- জয়পুর।
১৬. ভারতের বর্তমান মহানগরের সংখ্যা- ৩৫ টি।
১৭।শহর- ৫০০০ বা তার বেশি জনসংখ্যা , নগর- ১ লক্ষ বা তার বেশি জনসংখ্যা, মহানগর- ১০ লক্ষ বা তার বেশি জনসংখ্যা।
১৮. ভারতের শ্রেষ্ঠ জাহাজ নির্মান কারখানা- বিশাখাপত্তনম।
১৯.  ভারতের বৃহত্তর বন্দর- মুম্বাই।
২০. উদ্যান নগরী- মহীশুর।
২১. প্রাচ্যের ভেনিস- আলেপ্পি।
২২.ভারতের বৃহত্তম হোসিয়ারী বস্ত্র উৎপাদন কেন্দ্র- লুধিয়ানা।
২৩.ভারতের মূলধনের রাজধানী- মুম্বাই।
২৪. ভারতের পুর্ব উপকূলের বন্দর- বিশাখাপত্তনম, চেন্নাই, কলকাতা, পারাদ্বীপ।
২৫. ভারতের বিজ্ঞান নগরী- ব্যাঙ্গালোর।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button