স্বাস্থ্যজানা অজানা

তেলাকুচা ও থানকুনি পাতার উপকারিতা পার্ট

তেলাকুচা ও থানকুনি পাতাকে আমরা শাক হিসেবে আমরা সবাই কম বেশ খেয়ে থাকি। এই শাক বা পাতা গুলি সাধারনত গ্রামাঞ্চলে বেশি পরিমানে পাওয়া যায়। কিন্তু এছাড়াও এই থানকুনি ও তেলাকুচা পাতা নানা রোগের ওষুধ হিসেবে কাজও করে যেমন-
তেলাকুচাঃ
হাত পা জ্বালাঃ তেলাকুচার পাতা হাত ও পায়ে ঘষলে জ্বালা নিবারিত হয়।
খোস-পাঁচড়া, ছুলিঃ প্রতিদিন দু-চামচ করে তেলাকুচা পাতার রস সকালে খেতে হবে এবং কিছুটা রস আক্রান্ত জায়গায় লাগাতে হবে।
সাদা আমাশয়ঃ ২ চামচ তেলাকুচা পাতার রস এবং ১০ গ্রাম আঁখের গুড় একত্রে মিশিয়ে খেতে হবে ২-৩ বার করে ৭ দিন।
থানকুনিঃ
রক্তদোষেঃ রোজ সকালে খালি পেটে ৪ চামচ থানকুনি পাতার রস ও ১ চামচ মধু মিশিয়ে খেতে হবে ৭ দিন।
মেহরোগঃ ২ চামচ থানকুনি পাতার রস সামান্য চিনিসহ খেলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায়।
আমাশয়ঃ ২ দিন রোজ সকালে খালি পেটে ৫-৭ টা থানকুনি পাতা চিবিয়ে খেতে হবে।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button