Others
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যেসব পদে এখনও আবেদন করতে পারবেন

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের – দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে ড্রাইভার ও অ্যাসিস্ট্যান্ট, সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে শিক্ষক ও লাইব্রেরিয়ান, আই.আই..টি. খড়গপুরে অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান, কেন্দ্রীয় বিদ্যালয়ে ‘সি-টেট’ পরীক্ষার মাধ্যমে শিক্ষক প্রভৃতি পদে এখনও আবেদন করতে পারবেন, তার বিস্তারিত নিম্নে দেওয়া হল।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যেসব পদে এখনও আবেদন করতে পারবেন | ||||
পদের নাম | যোগ্যতা | শুন্য পদ | শেষ তারিখ | ওয়েবসাইট |
দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট | উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট | ২১০ | 20-2-20 | https://dsssbonline.nic.in |
সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার | গ্র্যাজুয়েট | ১৮৯ | 20-2-20 | www.joinindianarmy.nic.in |
দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে শিক্ষক ও লাইব্রেরিয়ান | গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট | ৩,৩৩২ | ২৩-২-২০ | https://dsssbonline.nic.in |
আই.আই..টি. খড়গপুরে অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান | গ্র্যাজুয়েট, ডিপ্লোমা | ৭৭ | ২৪-২-২০ | www.iitkgp.ac.in |
কেন্দ্রীয় বিদ্যালয়ে ‘সি-টেট’ পরীক্ষার মাধ্যমে শিক্ষক | গ্র্যাজুয়েট | ——— | ২৪-২-২০ | www.ctet.nic.in |
দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে ফী কালেক্টর, অ্যাসিস্ট্যান্ট | উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট | ২৮৯ | ২৭-২-২০ | https://dsssbonline.nic.in |
কোলফিল্ডে টেকনিশিয়ান নার্স | ডিপ্লোমা | ৪৪ | ১০-৩-২০ | www.nclcil.in |
পারমাণবিক শক্তি দফতরে অ্যাপ্রেন্টিস | আই .টি.আই
|
৭০ | ২৮-২-২০ | www.rrcat.gov.in |
মুগবেরিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে group-d ও group-c | এইট পাশ ও মাধ্যমিক | ২৭ | ২৯-২-২০ | ———— |
পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস | মাধ্যমিক ও আই.টি.আই | ২০০ | ২৬-২-২০ | www.mponline.gov.in |
পুর্ব রেলের শিয়ালদহ, হাওড়া, মালদহ, আসানসোল, ডিভিশনে অ্যাপ্রন্টিস | আই.টি.আই পাশ | ২,৭৯২ | ১৩-৩-২০ | www.rrcer.com |
এগুলিও পড়তে পারেন -