পূজার দিন ও তারিখ

2024 লক্ষ্মী পুজা সময় নির্ঘণ্ট, কোজাগরী লক্ষ্মী পুজা ক্যালেন্ডার

শ্রী শ্রী লক্ষ্মী পুজার সময় সুচি - Laxmi Puja Date Time

লক্ষ্মী পুজা সময় (Laxmi Puja): শ্রী শ্রী মা লক্ষ্মী হল হিন্দু ধর্মের ধনসম্পদের দেবি। হিন্দুরা ধনসম্পদ,আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের জন্য মা লক্ষ্মী দেবির আরাধনা করে থাকেন। তাঁর অপর নাম মহালক্ষ্মী। জৈন স্মারকগুলিতেও লক্ষ্মীর ছবি দেখা যায়। দেবি লক্ষ্মীর বাহন হল পেঁচা।

কোজাগরী লক্ষ্মী (Kojagari Puja) হল এর আরেক নাম, এটি বাঙালি হিন্দুদের জনপ্রিয় একটি উৎসব। লক্ষ্মীর পূজা অধিকাংশ হিন্দুর ঘরেই অনুষ্ঠিত হয়। দুর্গা পূজার ঠিক চার দিন পরে এই কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। এছাড়া অনেকেই প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করে থাকেন।

এটিও পড়ুন – শ্রী শ্রী সত্যনারায়ন ব্রত ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজার ব্রত কথা

লক্ষ্মীর ধ্যানমন্ত্র

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ।
পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।।
গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্।
রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

মাটির মূর্তি বানিয়ে লক্ষ্মী পূজা করা হয়। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ পূজা হয়।এইদিন উপবাস থেকে সন্ধ্যায় মা লক্ষ্মীর পূজা করা হয়।পূজার শেষে প্রচলিত নিয়ম অনুসারে বাড়ির স্ত্রীলোকেরা লক্ষ্মীর পাঁচালী পাঠ করেন।

পুষ্পাঞ্জলি মন্ত্র

নমস্তে সর্বদেবানং বরদাসি হরিপ্রিয়ে।
যা গতিস্তং প্রপন্নানং স্বা মে ভূয়াত্বদর্চবাৎ।।

প্রণাম মন্ত্র

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোহস্তুতে।।

2024 লক্ষ্মী পুজা সময় নির্ঘণ্ট

এই বছরে লক্ষ্মীপূজার দিন ও তারিখঃ

উৎসবের নাম দিন তারিখ
কোজাগরী লক্ষ্মী পুজা  শনিবার  16 অক্টোবর ২০২৩

 

বাংলা ক্যালেন্ডার অনুসারে এবারে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা -29 আশ্বিন, ১৪৩১

মা লক্ষ্মীর স্তুতি

লক্ষ্মীস্তং সর্বদেবানং যথাসম্ভব নিত্যশঃ।
স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি।।
বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখনাশিনী।
ক্ষীরোদ সম্ভবাং দেবীং বিষ্ণুবক্ষবিলাসিনী।।

মা লক্ষ্মীর স্তোত্র

ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে।
যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ি স্থিরা।।
ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া।
পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী।
দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য যঃ পঠেত।
স্থিরা লক্ষ্মীর্ভবেৎ তস্য পুত্রদারারদিভিংসহ।।

2023 লক্ষ্মী পুজা হয়েছিল

এই বছরে লক্ষ্মীপূজার দিন ও তারিখঃ

উৎসবের নাম দিন তারিখ
কোজাগরী লক্ষ্মী পুজা  শনিবার  ২৮ অক্টোবর ২০২৩

 

2022 লক্ষ্মী পুজা হয়েছিল

উৎসবের নাম দিন তারিখ
কোজাগরী লক্ষ্মী পুজা রবিবার 9 অক্টোবর ২০২২

 

বাংলা পঞ্জিকা অনুসারে লক্ষ্মী পুজা হয়েছিল – ২২ আশ্বিন, ১৪২৯

২০২১ লক্ষ্মী পুজা হয়েছিল

উৎসবের নাম দিন তারিখ
কোজাগরী লক্ষ্মী পুজা মঙ্গলবার 19 অক্টোবর ২০২১

২০২০ লক্ষ্মী পুজা হয়েছিল

উৎসবের নাম দিন তারিখ
কোজাগরী লক্ষ্মী পুজা শুক্রবার ৩০ অক্টোবর ২০২০

পূজার সময়-

পূর্ণিমা শুরু = 17:44 on 30 অক্টোবর 2020
পূর্ণিমা শেষ = 20:18 on 31 অক্টোবর 2020

বাংলা পঞ্জিকা অনুসারে

প্রদোষে ৫। ৬১ হতে রাত্রি ৬। ৩৪ শ্রী শ্রী সত্যনারায়ন ব্রত ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজা

কোজাগরীলক্ষ্মী পূজা ফর্দ

সিন্দুর, অধিবাসডালা, তিল, হরিতকী, ঘট, একসরা, আতপচাউল, ঘটাচ্ছাদন। গামছা ১, কুণ্ডহাঁড়ি ১, তেকাঠা ১, দর্পণ ১, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, সশীষ ডাব ১, তীর ৪, পুষ্প, দূৰ্ব্বা প্রভৃতি, আসনাঙ্গুরীয়ক ৩, মধুপর্কের বাটী ৩, দধি, মধু, গব্যঘৃত, চিনি, নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, লক্ষ্মীর শাটী ১, নারায়ণের ধুতি ১, পেচক পূজার ধুতি ১, লােহা, শঙ্খ, নথ, সিন্দুরচুবড়ি, বালি, কাষ্ঠ, খােড়কে, ঘৃত এক পােয়া, হােমের বিন্বপত্র ২৮, ভােগের দ্রব্যাদি, কপূর, চিপিটক (চিড়া), নারিকেল, পান, পানের মশলা, থালা ১, ঘটি ২, রচনা, ফুলমালা ১, চন্দ্ৰমালা ১, পূর্ণপাত্র ১, দক্ষিণা।

কোজাগরীলক্ষ্মী পূজা পদ্ধতি

Download – কোজাগরীলক্ষ্মী পূজা পদ্ধতি সম্পূর্ণ বাংলায় Link 1 || Link 2 || Download PDF

জেনে নিন-

২০২৫ লক্ষ্মী পূজা দিন ও তারিখ – কোজাগরী লক্ষ্মী পূজার ক্যালেন্ডার

Tag: লক্ষ্মী পুজা সময় নির্ঘণ্ট, লক্ষ্মী পুজা ক্যালেন্ডার

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button