সেরা খবর
কীভাবে Answersme.in এ প্রশ্ন ও উত্তর করবো ?

আপনারএই পোষ্টের টাইটেল দেখে অনেকেই হয়তো বুঝে গেছেন কীভাবে কী বলতে চাচ্ছি। তবু একবার জানিয়ে জানিয়ে রাখি answersme.in হল একটি স্বাধীন প্রশ্ন ও উত্তর করার অয়েব সাইট। চাইলে যে কেউ সেখানে গিয়ে প্রশ্ন ও উত্তর করতে পারে। ঐ অয়েব সাইট কে নিয়েই আজকের এই পোস্ট। তবে চলুন বন্ধুরা কীভাবে www.answersme.in অয়েব সাইটে প্রশ্ন ও উত্তর করবেন।
আপনাকে যা যা করতে হবে-
- প্রথমে (www.answersme.in) এ যেতে হবে .
- এরপর ডান দিকের কোনায় মেন্যু প্রবেশ এ ক্লিক করতে হবে।
- যদি পূর্বে অ্যাকাউন্ট বানানো থাকে তবে User Id কিংবা ইমেল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ এ ক্লিক করতে হবে।
- আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তবে নিচের মতো একটি ফর্ম আসবে সেটি পুরন করে অ্যাকাউন্ট বানাতে পারেন।
প্রশ্ন করতে যা যা করতে হবে-
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।
- মেন্যু থেকে প্রশ্ন করুন অপশনে ক্লিক করতে হবে
- এরপর প্রশ্নের টাইটেল, বিভাগ, প্রশ্নের বিবরণ ও ট্যাগ ব্যবহার করে প্রশ্ন করুন অপশনে ক্লিক করলেই প্রশ্ন পাবলিশ হবে।
কোন প্রশ্নের উত্তর করতে চাইলে-
- যে প্রশ্নের উত্তর জানা আছে, সেটিকে ক্লিক করলেই উত্তর করতে পারবেন।
তাহলে বন্ধুরা, আর দেরি না চলুন answersme.in এ আর অজানা প্রশ্নের উত্তর খুঁজে নিন আর জানা প্রশ্নের উত্তর দিয়ে অন্যকে সাহায্য করুন। ধন্যবাদ।