পত্র রচনা

একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পত্র

সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম

একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পত্র । সাংস্কৃতিক-অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম । ইংরেজিতে কিভাবে সাংস্কৃতিক বা বিনোদন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পত্র লেখার নিয়ম এখানে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পত্র

মহাশয়,

বিনীত নিবেদন এই যে, আগামী ৭ই এপ্রিল ‘২৬ মোতাবেক ২২শে পৌষ, ২০২২সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের কুশমন্ডি গভার মেন্ট কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের ইসলামিক সমন্ধে কিছু বিশেষ বক্তব্য রাখবেন আমদের জেলা শাসক। এই অনুষ্ঠানে বিশেষ কিছু অতিথি থাকবেন যেমন, আমাদের জেলা শাসক, কিছু বিশেষ বিশেষ নেতা, MLA থাকবেন। এবং আরও নামীদামী ডাক্তার ও আসবেন । উক্ত অনুষ্ঠানে শিক্ষা” সম্পর্কে আলোচনা করবেন। আপনি নিমন্ত্রিত। উক্ত অনুষ্ঠানে আপনি যোগদান করিলে আমরা বাধিত ও অনুগৃহীত হবো । ইতি–

গভার মেন্ট কলেজ

১২ই জুলাই, ২০২২

বিনয়াবনত

মলিন সরকার

এটিও পড়ুন – সহজে ইংরেজি রিপোর্ট লেখার নিয়ম জেনে নিন।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button