সন্তানের পত্রের উত্তর দিয়ে মায়ের চিঠি হিন্দু রীতি অনুযায়ী
সন্তানের পত্র জবাব দিয়ে মায়ের পত্র

সন্তান-এ কাছে মায়ের জবাব অথবা সন্তানের পত্র জবাব দিয়ে মায়ের পত্র। সন্তানের পত্রের উত্তর দিয়ে মায়ের চিঠি হিন্দু রীতি অনুযায়ী। ইংরেজিতে সন্তান এর কাছে মায়ের চিঠি হিন্দু রীতি অনুযায়ী।
সন্তানের পত্রের উত্তর দিয়ে মায়ের চিঠি হিন্দু রীতি অনুযায়ী
শ্রী শ্রী দুর্গা সহায়
জামবাড়ি
তারিখ-৩০/৫/২০২১
স্নেহবরেষু,
বাবা শৈলেন, আশীর্বাদপূর্বক সমাচার এই যে, গতকাল তোমার চিঠি পেলাম সব কথাই আমরা তোমার সকল সংবাদ অবগত হইয়াছি। আজ কয়েকদিন ধরেই তোমার বাবার শরীর খারাব থাকার কারনে কোনো চিঠি লিখতে পারিনি । উনি সর্দি, কাশি ও জ্বরে ভুগছেন। ঈশ্বরের কৃপায় বারির সকলে ভাল আছে। অমরেশ ও বিশ্বদেব রীতিমত পড়াশুনা করিতেছে।
এক সপ্তাহের মধ্যেই তোমার জন্য টাকা পাঠিয়ে দিব। মনোযোগ সহ কারে পড়াশুনা করবে । শরীর ও স্বাস্থ্যের দিকে সর্বদা লক্ষ্য রাখবে । সাবধানে থাকবে নিজের খেয়াল রাকবে। বাড়ি নিয়ে চিন্তা করবে না। সকলে ভালো আছে । তোমার বাবা এখন একটু সুস্থ আছেন ।
ইতি
আর্শীবাদিকা-
তোমার মা
প্ররক,
সোনালী দাস রায়গঞ্জ, উত্তর দিনাজপুর |
প্রপক,
কল্যাণীয়েষু শ্রীমান শৈলেন দাশ পোঃ-জামবাড়ি জেলাঃ-দ/দিনাজপুর পিনঃ-৭৩৩১৩২ |
এগুলিও পড়ুন –