Sunday, August 9, 2020
পূজার দিন ও তারিখ

2021 রাখী বন্ধন দিন ও তারিখ, রাখি পূর্ণিমা ক্যালেন্ডার 2020

রাখী বন্ধন দিন ও তারিখ

২০২1 রাখী বন্ধন দিন ও তারিখ,পূর্ণিমা ক্যালেন্ডার , 2021 রাখি বন্ধন কবে, রাখি বন্ধন কবিতা, রাখি বন্ধন রচনা, রাখি বন্ধন উৎসব রচনা, রাখি বন্ধন উৎসবের ইতিহাস, রাখি বন্ধন উৎসব কবে চালু হয়, রাখি উৎসব কে চালু করেন,  [ এটিও পড়ুন – ২০২১ অন্যন্য পুজার নির্ঘণ্ট ও ক্যালেন্ডার ]

রাখী বন্ধন দিন ও তারিখ

রাখি বন্ধন হল ভাই ও বোনের মধ্যে প্রীতিকর বন্ধনের উৎসব। এই উৎসবের দিন বোন বা দিদিরা ভাই বা দাদাদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখিটি বোন বা দিদির প্রতি ভাই বা দাদার প্রিতিবন্ধন এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতিক। এই উৎসবটি বিশেষ করে হিন্দু, জৈন ও শিখরা এই উৎসব পালন করে, এছাড়াও অন্যান্য ধর্মের লোকেরাও এই উৎসবে সামিল হন। এই উৎসবকে রাখী বা রাখী পূর্ণিমা উৎসবও বলা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়।

এটি অবশ্যই পড়ুন – রাখী বন্ধন SMS, রাখী পূর্ণিমা এসএমএস, Top 10 Rakhi SMS

এবারে রাখিপূর্ণিমা অনুষ্ঠিত হবে 22 আগস্ট রোজ রবিবার।

২০২১ রাখি বন্ধন দিন ও তারিখ

উৎসবের নামদিনতারিখ
রাখি বন্ধন পূজারবিবার22 আগস্ট 2021

২০২০ রাখি বন্ধন দিন ও তারিখ

উৎসবের নামদিনতারিখ
রাখি বন্ধন পূজাসোমবার৩ আগস্ট ২০২০

২০১৯ রাখি পূর্ণিমার দিন ও তারিখ

উৎসবের নামদিনতারিখ
রাখি পূর্ণিমাবৃহস্পতিবার১৫ আগস্ট ২০১৯

রাখী বন্ধন পুজার  ফর্দমালা

রাখী পূর্ণিমা ব্রত ফর্দ— পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকী, ফুল, তুলসী, দূৰ্ব্বা, বিল্বপত্র, ধূপ, দীপ, ধুনা, আসনাঙ্গুরীয়ক ৪, মধুপর্কের বাটী ৪, নৈবেদ্য ৬, কুচা নৈবেদ্য ১, গুড়, ঘৃত,  পূর্ণপাত্র ১, দধি, মধু, চিনি, তৈল, হরিদ্রা।

এগুলিও পড়ুন

Leave a Response