
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ উপলক্ষে নিমন্ত্রণ পত্র কিভাবে লিখতে হয় তা এই পোষ্টে শেয়ার করা হল। এছারাও বিদ্যালয়ের বার্ষিক-ক্রীড়া প্রতিযোগিতা চিঠি লেখার নিয়ম কি? অথাবা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ পত্র অনুরুপ ভাবে লিখতে পারবেন।
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র রচনা কর।
আমিনপুর হাই স্কুল
সুধী, তারিখ-২২/২/২০২২
আগামী ২৩শে ফেব্রয়ারি রোজ শুক্রবার, আমাদের আমিনপুর হাই স্কুল খেলার মাঠে উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন নারায়ন পুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সঞ্জয় দত্ত মহাশয়।এবং পুরষ্কার তুলে দেবেন মিসেস দত্ত ।
উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করার জন্য আপনাকে আমরা সাদর আমন্ত্রণ জানাই।
বিনীত
আমিনপুর হাই স্কুলের ছাত্রবৃন্দ
অনুষ্ঠান সূচিঃ-
উদ্বোধনীঃ সকাল ৯টা পুরস্কার বিতরণ ঃ বিকেল ৫টা
|
জেনে নিন- ১০০০+ ইংরেজিতে চিঠি, আবেদন পত্র, ও অন্যান্য চিঠি এখানে।