পুত্রের কাছে বাবার পত্র । পুত্রকে কুশলাদি জানিয়ে চিঠি
ছেলে বিদেশে পড়াশোনা করে বাড়ির কুশল সংবাদ জানিয়ে ছেলেকে পত্র।

পুত্রের কাছে বাবার পত্র । পুত্রকে কুশলাদি জানিয়ে চিঠি । ছেলের চিঠির জাবাবে বাবার পত্র। ছেলে বিদেশে পড়াশোনা করে বাড়ির কুশল সংবাদ জানিয়ে ছেলেকে পত্র। ইংরেজিতে পুত্রকে কুশলাদি জানিয়ে চিঠি
পুত্রের কাছে বাবার পত্র
জয় গুরু
বর্ধমান
পিন-৭৩২৩১২
তারিখঃ-০৪/০৭/২০২২
প্রিয় পুত্র,
তোমার চিঠি পেলাম।গতকাল তোমাকে যে চিঠি দিয়েছিলাম তা পেয়ে গেছো জেনে খুব সুখী হোলাম। তোমার টেস্ট পরীক্ষা শীঘ্রই শুরু হবে লিখেছ। ভগবানের কাছে পার্থনা করি, তিনি যেন তোমার সর্ব কার্যে সাহায্য করেন। টেস্ট ও ফাইনাল উভয় পরীক্ষাতেই তুমি সফল হও জীবনে সার্থকতা লাভ কর। আমি জানি কারো পরিশ্রম বৃথা যায় না; সুতরাং তোমার অক্লান্ত পরিশ্রম বৃথা যাবে না, এ আমার দৃঢ় বিশ্বাস।
তোমার জন্য সব সময় চিন্তিত থাকি। বিদেশে কখন কি অবস্থায় থাক, সব সময় চিঠি লিখে জানাবে। আমরা ভগবানের আশীর্বাদে ভালোই আছি। বাড়ি নিয়ে চিন্তা করো না সবাই ভালো আছে সুস্থ আছে । তুমি মন দিয়ে পরীক্ষা দাও ।নিজের খিয়াল রেখো । বাবা মায়ের আর্শিরবাদ সব সময় তোমার সাথে আছে ।
ইতি—
তোমার বাবা
কৃষ্ণা হালদার
শিরোনামঃ-
কৃষ্ণা হালদার
গ্রাম-বিরামপুর পোঃ-বর্ধমান জেলাঃ- পশ্চিম বর্ধমান
|
প্রিয় পুত্র,
কিশোর কুশমন্ডি দক্ষিন-দিনাজপুর পিন-৭৩৩১৩২ |
এটিও পড়ুন – যেকোন ধরনের 1000+ চিঠি পড়ুন এখানে।