দুর্গোৎসবের দ্রব্য, দুর্গা পুজার যাবতীয় সামগ্রী

দুর্গোৎসবের দ্রব্যঃ দুর্গা পুজা বঙ্গালীদের সর্ব শ্রেষ্ট পুজা। এই পোস্টে দুর্গা পুজায় কী কী জিনস (দুর্গোৎসবের দ্রব্য/ দুর্গা পূজার ফর্দ / দুর্গা পুজার যাবতীয় সামগ্রী ) প্রয়োজন তা শেয়ার করা হল। আশা করি সকল দুর্গা পুজা আয়োজকদের এই দুর্গোৎসবের দ্রব্য তালিকাটি কাজে আসবে।
দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুস মাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা নামে পরিচিত এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত।
দুর্গোৎসবের দ্রব্য সামগ্রী
কল্পারম্ভ দ্রব্য: সিন্দুর, পঞ্চ বর্ণের গুঁড়ো, পঞ্চপল্লব, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চগব্য, ঘট ও কুণ্ডহাঁড়ি, দর্পণ ১, তেকাঠা ১, তীর ৪, একসরা আতপ তণ্ডুল, সশীষ ডাব ১, ঘটাচ্ছাদন গামছা ১, বিষ্ণুর ধুতি ১, কল্লারম্ভের শাটী ১, চণ্ডীর শাটী ১, তিল, হরিতকী, পুষ্পাদি, চন্দ্রমালা, দধি, মধু, ঘৃত, চিনি, বড় নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, আসনাঙ্গুরীয়ক ৩, মধুপর্কের বাটী ৩, ভােগের দ্রব্যাদি, আরতির দ্রব্যাদি।
নবপত্রিকার দ্রব্য: কলাগাছ ১, কালকচুগাছ ১, হরিদ্রাগাছ ১, জয়ন্তী গাছ বা জয়ন্তীডাল ১, বেলডাল ১, ডালিমডাল ১, অশােকডাল ১, মানকচুগাছ ১, ধানগাছ ১, শ্বেত অপরাজিতা লতা, রক্তসূত্র, আলতা, বন্ধন করিবার পাটের দড়ি, কলারপেটো ২ খানা।
যাঁহারা প্রতিপদ হইতে কল্পারম্ভ করিয়া প্রতিমার উপর বা ঘটে দুর্গার পূজা করেন তাঁহারা প্রতিপদ তিথি হইতে পঞ্চমী পর্য্যন্ত প্রত্যহ এই কয়টি দ্রব্য দিবেন। যাহারা প্রতিপদে মাত্র চণ্ডীপাঠের সঙ্কল্প করিয়া চণ্ডীর পূজা করেন, সপ্তমীর দিনে দুর্গাপূজার সঙ্কল্প করেন, তাদের এ সকল দ্রব্য দিবার প্রয়ােজন হয় না।
প্রতিপদে মাথা ঘষা, ফুলেল তৈল, আতর, চিরুণী, গোলাপজল।দ্বিতীয়া মাথা বাঁধিবার পট্টডাের ১। তৃতীয়াতে দর্পণ, সিন্দুর, অলক্তক। চতুর্থীতে মধুপর্ক, কাংস্যবাটী, তিলক, অঞ্জন। পঞ্চমীতে অঙ্গরাগ, পট্টবস্ত্র, যথাশক্তি অলঙ্কার।
বােধনের দ্রব্যঃ বিল্ববৃক্ষ বা ফলযুগ্ম সহিত বেলের ডাল ১, ঘট ১, একসরা আতপ তণ্ডুল, ঘটাচ্ছাদন গামছা ১, সশীষ ডাব ১, তীর কাঠি ৪, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, বােধনের শাটী ১, বিল্ববৃক্ষ পূজার ধুতি ১, আসনাঙ্গুরীয়ক ২, মধুপর্কের বাটী ২ (বিল্ব বৃক্ষের পূজা কেহ কেহ দশােপচারে করেন)। দধি, ঘৃত, পুষ্পাদি, তিল, হরিতকী, মাষভক্তবলি ১, নৈবেদ্য ২, কুচা নৈবেদ্য ১, ছুরি ১, চন্দ্রমালা ১, ভােগের দ্রব্যাদি, আরতি।
আমন্ত্রণের দ্রব্য: আমন্ত্রণের শাট। ১, আসনাঙ্গুরীয়ক ১, (একদিনে বােধন ও আমার হইলে একটি মাত্র সােড়শোপচারেই পূজা হইয়া থাকে)। মধুপর্কের বাটা ১, দদি, মধু, চিনি, খুত, পুষ্পাদি, নৈবেদ্য ১, কুচা নৈবেদ্য ১, তিল, হরিতকী ১।
অধিবাসের দ্রব্যাদি: তৈলহরিদ্র, মহী (গঙ্গামৃত্তিকা), গন্ধ, শিলা (নুড়ি), ধান্য, দূর্গা, পুষ্প, ফল (অথ্ কদলী একছড়া), দধি, মৃত, স্বস্তিক (পিটুলি নির্মিত), সিন্দুর, শ্খম, কজ্জল, রােচনা (গােরােচনা), সিদ্ধার্থ (শ্বেতসপ), স্বর্ণ, রৌপ্য, তা, দর্পণ, অলক্তক (আলতা), হরিপ্রা সূত্র, লৌহ, চামর, দীপ, তীর, আরতি।
সপ্তমী পূজার দ্রব্য: 5, পুরােহিত, পূজা ও আচার্য্য প্রণব ৪ জোড়া, বরণা অঙ্গুরীয়ক ও যজ্ঞোপবীত ৪, তিল, হরিতকী, পুষ্প প্রভৃতি, ঘট ১, শস্য ডাব, দুই সরা আতপ তিল বা ধান্য, বিন্বপত্র, কুগুডহাড়ি ১, তেকাঠা ১ প্রধানদীপ ১, দর্পণ ১।
মহাম্নানের দ্রব্য: তৈল, হরিদ্রা, দস্তফাষ্ঠ, অষ্টলস ৮, সহত্রধারা ১, পঞ্চগব্য, পঞ্চামৃত, পঞ্চশস্যচূর্ণজল, পঞ্চকায়, শিশিরােদক, ইক্ষুরস, বেশ্যাদ্বারমূক্তিকা, গজদন্তমৃত্তিকা, বরাহদস্তমৃত্তিকা, গঙ্গামৃত্তিকা, চতুষ্পথমুক্তিকা, রাজস্বারমূক্তিকা, বীমৃত্তিকা, বৃষশৃঙ্গমূত্তিকা, নদীর উভয়কূলমুক্তিকা, পকতিমৃত্তিকা, তিল তৈল, বিষ্ণু তৈল, উঠাকে, নারিকেলােদক, সর্ব্বৌষদি, মহৌযধি, পঞ্চারত্ন মিশ্রিত জল, সাগরােদক, পররেণুদক, দুদ্ধ, মধু, কপুর, অগরু, ঢন্দন, কুুম, বৃষ্টিজল, ফলােদক (ডাবের জল), সরস্বতী (নদীর) জল, নির্বাক, সপ্তসমুদ্রের জল।
অন্যান্য দ্রব্যঃ পঞ্চড়ি, পঞ্চরত্ন, পঞ্চশস্য, পঞ্চপল্লব, সিন্দুর, ঘটাচ্ছাদন গামছা ২, আরতির গামছা ১, শ্বেতসর্ষপ, মাসকলাই, জবা পুষ্প, কুচা নৈবেদ্য, আসনাঙ্গুরীয়ক ৪০ বা ২২, মধুপর্কের বাটী ৪০ বা ২২ বা ১, মধু, চিনির, নৈবেদ্য ৪০ বা ২২, প্রধান নৈবেদ্য ১, নবপত্রিকার পরিধেয় শাটা, নবপত্রিকা পূজার শাটা ৯ বা ১, মূলপুজার শাটী, লক্ষ্মী, সরস্বতী, চণ্ডী, কার্তিকেয়, গণেশ, শিব, বিষ্ণু,নবগ্রহ ৯ বা ১, ময়ুর, মূষিক, সিংহ,অসুর, মহিষ, বৃষ, সর্প, জয়া, বিজয়া, বিষ্ণু, শিব ও রাম প্রত্যেকের বস্ত্র, অর্থ, চন্দ্রমালা, থালা ১, ঘটি ১, নথ, লােহা, শ ২, সিন্দুরচুবড়ি ১, পুষ্পমালা, বিম্ব পত্রমালা, রচনার দ্রব্যাদি, ফলমূলাদি, ভোগের দ্রব্যাদি, আরতি। ছাগল বলির দ্রব্য, অনেকে শেষ দিনে হোম করেন, তাহাদের জন্য হোমের দ্রব্য।
হােমের দ্রব্য-বালি, কাষ্ঠ, খোড়কে, গােমর, কুশ, ঘৃত এক সের, বিন্বপত্র ১০৮, পূর্ণপাত্র ১।
অষ্টমী পূজারঃ মহাস্নান দ্রব্য, দণ্তকাষ্ঠ ১, বস্ত্র পূর্বদিনের ন্যায়, অথবা একমাত্র মূল পূজার শাটী ১, পুষ্প প্রভৃতি, আসনাঙ্গুরীয়ক ৪০, ২২ বা ১, মধুপুর বাটা ঐ, দধি, মধু, ঘৃত, চিনি, নৈবেদ্য ৪০ বা ২২, চ্চা নৈবেদ্য ৪, চন্দ্রমাল্য, পুষ্পমাল্য, বিন্বপত্রমালা, থালা ১, ঘড়া বা ঘটি ১, নথ ১, লােহা, শঙ্খ ২, রচনা, সিন্দুরচুবড়ি ১।(নন্দিকেশ্বর মার্ঘট, নবপতাকা) ভােগের দ্রব্যাদি, আরতি।
সন্ধি পূজাঃ পুষ্প প্রভৃতি, স্বর্ণাঙ্গুরীয়ক ১, মধুপর্কের কাংস্যবার্ট ১, দধি, চিনি, মধু, ঘৃত, চেলীর শাটী ১, প্রধান নৈবেদ্য ১,কুচানো নৈবেদ্য ১, থালা ১, ঘড়া ১, লােহা ও নথ ১, শাটা ১, বালিশ ১, মাদুর ১, চন্দ্রমাল্য ১, থালা ১, দীপ ১০৮, ভােগের দ্রব্যাদি আরতি।
নবমী পূজারঃ মহাস্নানের দ্রব্য, দন্ত কাষ্ঠ, পুষ্প প্রভৃতি, বস্ত্র, আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের বাটা, (পুর্কের নায় অথবা মূলপূজা ও চণ্ডীর শার্টী মাত্র), দধি, মধু, ঘৃত, চিনি, নৈবেদ্য ৪০ ব্য ২২, কুচা নৈবেদ্য ৪, থালা ১, ঘটি ১, চুবড়ি ১, লােহা, স, নথ, চন্দ্র মালা, পুষ্পমালা, রচনা, পান, পানের মশলা, হােমের বিস্বপত্র, হােমের প্রব্যাহি, পূর্ণপত্র, আরতি, কুমারী পূজা, দক্ষিণা।
দশমী পূজাঃ সকালে দশােপচারে পূজা, গন্ধ, পুষ্প, দূৰ, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য, দধি, মুড়ক মিষ্টান্ন, সিদ্ধি, আরতি।
সোর্স – ইন্টারনেট ও বিভিন্ন পঞ্জিকা
এগুলিও পড়ুন –
2020 দুর্গাপূজা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার, দুর্গা পুজার সময় সুচি
One Comment