2022 উচ্চ মাধ্যমিক কম্পিউটার বিষয়ের Excel এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত

উচ্চ মাধ্যমিক কম্পিউটারঃ উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের ২০২২ সালের Excel ( Microsoft Excel ) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। উক্ত প্রশ্নগুলি এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। Microsoft Excel
উচ্চ মাধ্যমিক কম্পিউটার
Excel এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্নঃ CONCATENATE () এর কাজ কী?
উত্তরঃ এই function টির কাজ হল cell-এ উপস্থিত string গুলিকে সংযুক্ত করে প্রদর্শন করা।
Ex. CONCATENATE (1st Cell reference : 2nd cell referenc)
CONCATENATE (A1, B10) Enter
ধরি, A1 Cell 4 ‘Agomoni’ এবং B10 Cell এ Barta’ বর্তমান
এক্ষেত্রে output হবে –AgomoniBarta
প্রশ্নঃ Average () ফর্মুলার কাজ কী?
উত্তরঃ এই function টির সাহায্যে Select করা Cell গুলির মানের গড় নির্ণয় করা যায়।
Ex. average (A1 : C1) Enter
এখানে A1 থেকে C1 পর্যন্ত সমস্ত Cell-এ উপস্থিত মানের গড় নির্ণয় করা
প্রশ্নঃ MS-Excel এর একটি Sheet Cell এর প্রথম Address কী?
উত্তরঃ MS-Excel এর একটি Sheet এর প্রথম Cell এর Address টি হল – A1
প্রশ্নঃ MS-Excel এ IF Function এর Syntax টি লেখ।
উত্তরঃ IF (Logical Test, Value If True, Value If False)
প্রশ্নঃ MS-Excel এ Now () Function এর কাজ কী?
উত্তরঃ Now () Function এর সাহায্যে বর্তমান সময় ও তারিখ দেখা যায়।
প্রশ্নঃ MS-Excel ও 25 Row এবং 30 Column a Cell এর Address কত?
উত্তরঃ AD 25
প্রশ্নঃ নীচের Statement টি Excel Formula হিসেবে লেখো – যদি ‘A1’ Cell এর মান 50 এর বেশি হয়, তবে B1 Cell এ Pass অন্যথায় B1 Cell এ ‘Fail’ দেখাবে।
উত্তরঃ IF (A1>50, “PASS”, ‘FAIL”)
Formula টি B1 Cell এ লেখার পর Enter Press করলে উত্তরটি প্রদর্শিত হবে।
প্রশ্নঃ MS-Excel এ 120 সংখ্যাটি Scientific Format –এ কিভাবে প্রকাশিত করবে?
উত্তরঃ 120 সংখ্যাটির MS-Excel এ Scientific Format টি হবে- 1.2 +02।
প্রশ্নঃ নীচের Formula টি Excel এ প্রকাশ করো : যদি A1>B1 এবং C1#0 হয়, তবে Output Cell এ ‘Done’ প্রকাশিত হবে। নচেৎ Cell টি ফাকা থেকে যাবে।
উত্তরঃ IF (A1 > B1 AND C1 <> 0), “Done”,” “)Enter
প্রশ্নঃ Cell Reference বলতে কী বোঝ?
উত্তরঃ MS-Excel এর প্রতিটি Worksheet এর একটি নির্দিষ্ট Address থাকে এবং এই Address কেই Cell Reference বলা হয়। এই Cell Reference এর দ্বারাই প্রত্যেক Cell কে চিহ্নিত করা যায়।
প্রশ্নঃ Relative Cell Reference কাকে বলে ?
উত্তরঃ কোনো Formula একটি Cell থেকে অন্য Cell এ Copy করার সময় যদি Formula তে ব্যবহূত Cell Reference গুলি নিজে থেকে পরিবর্তিত হয় তখন তাকে বলা হয় Relative Cell Reference.
প্রশ্নঃ Product () Function এর কাজ লেখো।
উত্তরঃ এই Function এর সাহায্যে Select করা Cell গুলির সমস্ত মানের গুণফল নির্ণয় করা যায়।
যেমন- PRODUCT (B10:B20) Enter
এখানে PRODUCT () FUNCTION টির সাহায্যে B10 থেকে B 20 পর্যন্ত সমস্ত Cell এর মানের গুণফল নির্ণয় করা যায়।
প্রশ্নঃ MIN () FUNCTION এর কাজটি লেখো?
উত্তরঃ এই Function এর কাজ হল Select করা Cell গুলির মধ্যে সর্বনিম্ন মানটি প্রদর্শন করা।
যেমন— MIN (A1:A10) Enter
A1 থেকে A10 পর্যন্ত সমস্ত Cell গুলির মধ্য থেকে সর্বনিম্ন মানটি প্রদর্শন করবে।
প্রশ্নঃ ABS () function এর কাজ কী?
উত্তরঃ এই Function টির কাজ হল Select করা Cell এ উপস্থিত সংখ্যাটির Absolute Value নির্ণয় করা। অর্থাৎ কোন চিহ্ (যেমন + বা)ছাড়া শুধুমাত্র মান নির্ণয় করা।
যেমন – ABS (A10). এখানে, A 10 Cell এ উপস্থিত শুধুমাত্র মানটি প্রদর্শন করবে কোনো চিহ্ন ছাড়া।
প্রশ্নঃ LEN () Function এর কাজটি লেখো?
উত্তরঃ এই Function টির কাজ হল সংশ্লিষ্ট Cell এ থাকা String (Word I Sentence) টির দৈর্ঘ্য প্রদর্শন করা অর্থাৎ কতগুলি Character উপস্থিত আছে তার সংখ্যা প্রদর্শন করা।
যেমন – LEN (A10) Enter
এখানে A10 Cell এ যতগুলি Character থাকবে তার সংখ্যা প্রদর্শিত হবে। ধরি A10 Cell এ Agomoni Barta” Input আছে, তাহলে এখানে Output এ 12 প্রদর্শিত হবে।
এটিও পড়ুন – গুরুত্বপুর্ন প্রশ্ন ও উত্তর MS Excel সম্পর্কিত
প্রশ্নঃ Wrap টেক্সট কন্ট্রোল অ্যালাইনমেন্টের কাজ কী?
উত্তর: Worksheet-এর কোনাে সেলের ডেটা ওই সেলের প্রসারতা (Width) অপেক্ষা বেশি হলে লেখাটি পাশের সেলে চলে যায়। Wrap Text অপশন ব্যবহার করে নির্দিষ্ট সেলের বাইরের লেখা অংশটুকু ওই সেলের নীচের দিকে আনা যায়। ফলে কোনাে সেলের ডেটা সেই সেলের মধ্যেই থাকে, তবে সেলের উচ্চতা (Height) বেড়ে যায়।
প্রশ্নঃ Merge Cell অ্যালাইনমেন্টের কাজ কী?
উত্তর: MS-Excel-এ Worksheet-এর একাধিক সেলকে একটি সেলে পরিণত করার জন্য Merge Cell টেক্সট কন্ট্রোল অ্যাল্যাইনমেন্টটি ব্যবহৃত হয়।
এটি যেভাবে কাজ করে – যে Cell গুলি মার্জ করতে হবে সেগুলিকে Select করে Home রিবনে অন্তর্গত Merge Cell অপশনে ক্লিক করলে সেলগুলি মার্জ হয়ে যাবে।
প্রশ্নঃ কন্ডিশনাল ফ্যাটিং (Conditional Formatting) কাকে বলে ?
উত্তর: এম এস এক্সসেলের Worksheet-এ পূর্ব নির্ধারিত শর্তের (কন্ডিশন / Condition) ওপর নির্ভর করে কোনাে সেলের Format স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করার পদ্ধতিকে কন্ডিশনাল ফরম্যাটিং (Conditional Formatting) বলে। এই পদ্ধতির মাধ্যমে কোনাে সেলের Font Color, Font Style, Cell Border, Fill, Pattern, Shading ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা যায়।
ট্যাগঃ উচ্চ মাধ্যমিক কম্পিউটার , উচ্চ মাধ্যমিক কম্পিউটার বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ডাউনলোড উচ্চ মাধ্যমিক কম্পিউটার বিষয়ের প্রশ্ন উত্তর PDF, 2021 উচ্চ মাধ্যমিক কম্পিউটার সাজেশন।