উৎসবপূজার দিন ও তারিখ

2024 ঝুলন যাত্রা সময় ও তারিখ । ঝুলন যাত্রা আরাম্ভ ও সমাপ্তি

Jhulan Purnima or Jhulan Yatra date & Time

ঝুলন যাত্রা (Jhulan Purnima) বা ঝুলন পূর্ণিমা (Jhulan Yatra) হল হিন্দু ধর্মাবলম্বী একটি গুরুত্বপূর্ণ উৎসবে। এই উৎসবটি সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে। অমাবস্যায় পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবনী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব।

দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ, সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন।  শৈশবে গাছের শাখায় দোলনা বেঁধে ঝুলন দোলায় দোলার স্মৃতি অনেকেরই আছে। এখনও শিশুদের দেখা যায় এমন দোলখেতে। রাধা-কৃষ্ণের শৈশব-লীলার এমনি এক স্মৃতি ‘ঝুলন’।

2024 ঝুলন যাত্রা সময় ও তারিখ

উৎসবের নাম / পুজার নাম  উৎসবের দিন ও তারিখ
ঝুলনযাত্রা আরাম্ভ   বৃহস্পতিবার, 15 অগাস্ট 2024
ঝুলনযাত্রা সমাপ্তি   সোমবার, 20 অগাস্ট 2024

 

বাংলা ক্যালেন্ডার অনুসারে

  • ঝুলনযাত্রা আরাম্ভ ৩০ আষাঢ় ১৪৩১ এবং ঝুলনযাত্রা সমাপ্তি ২ ভাদ্র ১৪৩১ ।

এটিও জেনে নিন – 2025 ঝুলন যাত্রা সময় ও তারিখ

ঝুলন যাত্রা উপলক্ষে মেলা-

ভারতের মথুরা,বৃন্দাব্‌ এবং মায়াপুর এই উৎসবকে কেন্দ্র করে মেলা পালিত হয়।

ঝুলন-যাত্রার অন্যান্য নাম – ঝুলন পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, Swinging festival

2023 ঝুলন যাত্রা হয়েছিল

উৎসবের নাম / পুজার নাম  উৎসবের দিন ও তারিখ
ঝুলনযাত্রা আরাম্ভ  শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
ঝুলনযাত্রা সমাপ্তি   বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

 

ঝুলন যাত্রার ইতিহাস

ঝুলনযাত্রা ( Jhulan Yatra ) বা লীলা বর্ষার লীলা। ঝুলন পূর্ণিমার আরেক নাম শ্রাবণী পূর্ণিমা। বৃন্দাবনে শ্রী শ্রী রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষ করে সখা-সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এর পর থেকে এখনো গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান হিসেবে পরিচিত।

বর্তমানে ভারতের সমস্ত স্থানের মধ্যে, বিশেষ করে মথুরা , বৃন্দাবন এবং মায়াপুর ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত।

ঝুলন-যাত্রার পালন দিন – শ্রাবণ মাসের শুক্লা একাদশী (পবিত্ররোপণ একাদশী)

  • হিন্দু ধর্মীয় উৎসবের কারণ – যা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়।
  • উৎসব বিধি – দোলনায় ভগবান কৃষ্ণকে দোলানো।

জেনে নিন –

  • ঝুলন-যাত্রার মাহাত্ম্য (Significance of Jhulan Yatra)
এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button