2023 মাধ্যমিক পরীক্ষার ফলাফল । WBBSE Result 2023
West Bengal Board of Secondary Education Result 2023

অনুচ্ছেদ সমূহ
এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৯ মে, রোজ শুক্রবার। মধ্যশিক্ষা পর্ষদের ( West Bengal Board of Secondary Education ) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বুধবার এ কথা জানান। তার আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও টুইট করে ১৯ মে মাধ্যমিকের ফল ঘোষণার কথা জানান। রামানুজ জানিয়েছেন, বেলা ১২টা থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে।
জেনে নিন- মোবাইল দিয়ে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন?
ঐ দিনই বিদ্যালয়গুলো ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। এ বার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ মার্চ।
এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি ২০২৩, এবং পরীক্ষা শেষ হয় ৪ মার্চ ২০২৩।
2023 মাধ্যমিক পরীক্ষার ফলাফল
পরীক্ষার নাম | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল |
পরীক্ষা শুরু | 23 ফেব্রুয়ারি 2023 |
পরীক্ষা শেষ | 4 মার্চ 2023 |
ফলাফলের তারিখ | 16 মে 2023 |
ফলাফল দেখতে যা যা লাগবে | রোল নাম্বার, জম্ন তারিখ |
পরীক্ষা সংক্রান্ত নোটিশটি নিম্নে দেওয়া হল-

যে ওয়েবসাইট গুলতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবেন?
- www.wbbse.wb.gov. in,
- http://wbresults.nic. in,
- www.exametc.com-সহ বেশ কিছু ওয়েবসাইটে ফল দেখা যাবে। Exametc.com-সহ কয়েকটি মোবাইল অ্যাপেও ফল দেখা যাবে।
কিভাবে পরীক্ষার রেজাল্ট দেখবেন?
- প্রথমে – ফলাফলের জন্য এখানে ক্লিক করতে হবে। (তারিখ ঘোষণার পড়ে লিঙ্ক দেওয়া হবে wbresults.nic.in )
- এরপর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন।

২০২৩ সালে এসএমএস করে যেভাবে ফলাফল দেখবেন
SMS – WB10<space>ROLL NUMBER – Send it to 56263
মাধ্যমিক পরীক্ষার ফলাফলের বিভাগ (Division System):
Division |
Marks |
First division |
480 or above |
Second division |
360 or above |
Third division |
272 or above |
শেষ ৬ বছরের মাধ্যমিকের ফলাফলঃ
বছর | পাশ করেছে | শতকরায় পাশ করেছে | মেয়ে পাশ ( %) | ছেলে পাশ ( %) |
2019 | 10.65 লক্ষ্য | 86.07 | 82.87 | 89.97 |
2018 | প্রায় 11 লক্ষ্য | 85.49 | 79.62 | 86.34 |
2017 | 10,71,717 | 85.65 | 79.62 | 86.34 |
2016 | 11,44,097 | 84.5 | 83 | 83 |
2015 | 10,35,930 | 81.8 | 81 | 80 |
2014 | 10,51,859 | 78.45 | 77 | 76 |
গতবছর Madhyamik এ যারা সেরা হয়েছে তাদের তালিকা নিম্নে দেওয়া হল-
West Bengal Madhyamik Result – Last year Topper’s details
Rank | Student Name | Marks | School Name |
1 | Sougata Das | 694 | Mahammadpur Deshpran Vidyapith School Purba Medinipur |
2 | Shreyasi Pal | 691 | Falakata High School, Alipurduar |
2 | Debasmita Saha | 691 | Iladevi Girls High School |
3 | Camelia Rai | 689 | Raiganj Girls High School |
3 | Bratin Mandal | 689 | Santipur Municipal High School |
4 | Aritra Saha | 687 | Barobisha High School, Alipurduar |
5 | Sukalpa De | 686 | Hooghly Collegiate School |
5 | Rumana Sultana | 686 | Kandi Raja Manindra Chandra Girls’ High School |
এটিও পড়ুন – ২০২০ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল
অফিসিয়াল অয়েব সাইট – https://wbbse.org
One Comment