৯৫৭ জন সাব ইনস্পেক্টর নেমে রাজ্য খাদ্য দপ্তর

রাজ্য সরকারের খাদ্য দপ্তরে ৯৫৭ জন সব-ইনস্পেক্টর নেবে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর।প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে গ্রেড থ্রি ক্যাটাগরিতে।
বেতনক্রমঃ
৫৪০০-২৫,২০০ টাকা। গ্রেড পে ২৬০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ- মাধ্যমিক বা সমতুল্য পাশ। বাংলায় লিখতে, পড়তে ও বলতে পারা চাই।
বয়সঃ
১-১-২০১৮ তারিখে ১৮ থেকে ৪০ বৎসরের মধ্যে। তপসিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং প্রাত্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
পরীক্ষার ফিঃ
পরীক্ষার ফি বাবদ দিতে হবে ১১০ টাকা। অনলাইন ও অফলাইন দুই ভাবে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। তপসিলি প্রার্থীদের কোন ফি লাগবে না।
দরখাস্তের পদ্ধতিঃ
দরখাস্ত করতে হবে অনলাইন। দরখাস্তের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর। দরখাস্ত করতে হবে www.pscwbapplication.in অয়েব সাইটে গিয়ে। এছাড়াও যাবতীয় বিস্তারিত তথ্য পাবেন ঐ ওয়েবসাইটে।
গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ
- আবাদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর।
- আবেদনের ওয়েবসাইট -www.pscwbapplication.in / https://www.pscwbonline.gov.in/
- হেল্পলাইন- ৯৮৩৬২-১৯৯৯৪, ৯৮৩৬২- ৮৯৯৯৪
- নোটিশটি পেতে এখানে ক্লিক করুন।