নোটপ্যাড গুরুত্বপূর্ণ শর্টকাট কী Note Pad Short Cut Key

কম্পিউটারের নোটপ্যাড হল একটি অতি ক্ষুদ্রতম আপ্লিকেশন। এটি অতি সাধারন টেক্সট এডিটের জন্য ব্যবহার করা হয়। সাধারণত কম্পিউটার হাতে খড়ি সকল শিক্ষার্থীদের কপি-পেস্ট, কাট-কপি, ফাইল সেভ- ওপেন, ফাইন্ড – রিপ্লেস ইত্যাদি কাজের মধ্যে দিয়ে কম্পিউটার শেখা শুরু হয়। নোটপ্যাড অতি সাধারণ হলেও কম্পিউটার প্রোগ্রামাররা এটিকে বিভিন্ন প্রোগ্রাম বানাতে ব্যবহার করে। আজ এই ছোট আপ্লিকেশনটির কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কী শেয়ার করা হল।
নোটপ্যাড শর্টকাট কী
Alt + F= ফাইল মেনু।
Ctrl + N = নতুন ডকুমেন্ট বানানো।
Ctrl + O = পুরনো ফাইল খোলা।
Ctrl+ S = ফাইল সংরক্ষণ।
Alt + F + A = ফাইল নতুন জায়গায় নতুন নামে সংরক্ষণ।
Alt + F + u = পেজ সেটাপ দেওয়া।
Ctrl + P = প্রিন্ট
Alt + f + X = নোটপ্যাড বন্ধ করা।
alt + E =এক্তিভ এডিট ম্যানু।
Ctrl + Z =আন্ডু/রিডু
Ctrl + X =কাট
Ctrl + C = কপি
Ctrl + V =পেস্ট
Alt + E + I = ডিলিট
Ctrl + F = খোঁজা (ফাইন্ড)
F3 =পরবর্তী শব্দ খোঁজা
Ctrl + H =পরিবর্তে (রিপ্লেস)
Ctrl + G = গো টু
Ctrl + A = সমস্ত সিলেক্টl
F5 = টাইম/ সময়
Alt + O =একটিভ ফরম্যাট মেনু।
Alt + O + W = ওয়ার্ড র্যাপ।
Alt + O + F = ফন্ট
Alt + V = ভিউ মেনু।।
Alt + V + S = স্ট্যাটাস বার
Alt + H = হেল্প মেনু
F1 =হেল্প
Alt + H + H = হেল্প টপিক
Alt + H + A = নোটপ্যাড সম্পর্কে