কম্পিউটারকম্পিউটার শিক্ষার আসর

মাইক্রোসফট এম. এস. পেইন্ট (MS Paint) শর্টকাট কী

মাইক্রোসফট এম. এস. (Microsoft Paint)  পেইন্ট ছবি আঁকার একটি অসাধারান আপ্লিকেশন। এখানে খুব সহজে বিভিন্ন টুলের সাহায্যে বিভিন্ন ছবি আঁকা যায়। প্রয়োজনে এডিট ও খুব সহজে মুছে ফেলা যায়। খুদে কম্পিউটার শিক্ষার্থীদের খুব জনপ্রিয় একটি আপ্লিকেশন। আজকে এই আপ্লিকেশনের গুরুত্বপূর্ণ শর্টকাট কী গুলি শেয়ার করা হল। আশা করি পেইন্ট ব্যবহার কারীদের সকলের কাজে আসবে।  [ এটিও জেনে নিন – নোটপ্যাড গুরুত্বপূর্ণ শর্টকাট কী ]

মাইক্রোসফট এম. এস. পেইন্ট (MS Paint) শর্টকাট

শর্টকাট কী 

শর্টকাট কী এর ব্যবহার

Alt +F

ওপেন ফাইল মেনু

Alt +H

সুইচ হোম ট্যাব

Alt +V

সুইচ ভিউ ট্যাব

Alt +F4

ক্লোস উইন্ডো

Alt +Esc

মিনিমাইজ এম.এস পেইন্ট ইন্তারফেজ

Alt +Spacebar

 টাইটেল বারের ডান ক্লিকের সম-সমান। (Equivalent to right-clicking on the title bar)

Ctrl +N

নতুন ছবি বানানো

Ctrl +O

পুরনো ছবি খোলা করা

Ctrl +S

ছবি সেভ করা

F12

সেভ করা ছবি নতুন নামে সেভ করা।

Ctrl +P

ছবি প্রিন্ট করা।

Alt + F4

পেন্ট বন্ধ করে দেওয়া।

Ctrl +Z

আন্ডু

Ctrl +Y

রিডু

Ctrl +A

সমস্ত ছবি সিলেক্ট করা।

Ctrl +X

ছবি কাট করা।

Ctrl +C

নির্বাচিত ছবি কপি করা।

Ctrl +V

কপি করা অংশ পেস্ট করা।

Right Arrow

সিলেক্ট করা ছবি ডান দিকে সরানো।

Left Arrow

সিলেক্ট করা ছবি বাম দিকে সরানো। 

Down Arrow

সিলেক্ট করা ছবি নিচে দিকে সরানো। 

Up Arrow

সিলেক্ট করা ছবি উপরের দিকে সরানো। 

Esc

বাতিল নির্বাচিত অংশ।

Delete

মুছে ফেলা নির্বাচিত অংশ।

Ctrl +B

মোটা নির্বাচিত অংশ।

Ctrl + +

 সাইজে বড় করা যায় – ব্রাশ, লাইন, শেপ।

Ctrl + –

সাইজে ছোট করা যায় – ব্রাশ, লাইন, শেপ।

Ctrl +I

 নির্বাচিত অংশ বাঁকানো করা।

Ctrl +U

 নির্বাচিত অংশ আন্ডারলাইন করা।

Ctrl +E

 ওপেন প্রপার্টিস ডায়লগ বক্স ।

Ctrl +W

 রিসাইজ এবং স্কিউ (Resize and Skew ) ডায়লগ বক্স খোলা।

Ctrl +Page Up

 পেজ জুম করা।

Ctrl +Page Down

 পেজ জুম আউট করা।

F11

 ছবি পুরো স্কিন মুডে দেখানো ।

Ctrl +R

 রুলার দেখানো এবং লুকানো।

Ctrl +G

 গ্রিড লাইন দেখানো ।

F10 or Alt

 কী ট্রিপ্স ( keytips)  দেখানো।

Shift +F10

 কারেন্ট শর্টকাট মেনু দেখানো ।

F1

 প্রিন্ট হেল্প খোলা।

এটিও পড়ুন – কম্পিউটার ও ল্যাপটপ ভালো রাখার টিপস

এগুলিও পড়তে পারেন -

Related Articles

2 Comments

  1. কমেন্ট করার জন্য ধন্যবাদ, আমাদের টিম আরও ভালো লেখার জন্য চেষ্টা চালাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button