পরীক্ষার রুটিনNewsপড়াশোনা

এবারে মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ৩৩ হাজার কম

আজ মাধ্যমিক পরীক্ষা শুরু, সবাই ভয় ও ভৃতি কাঠিয়ে আজ সবাই পরীক্ষা দেবে। এই উদ্দ্যেশে, তোমাদের জানাই আগমনী বার্তা এর পক্ষ থেকে সহস্র কোটি আন্তরিক প্রীতি ও অভিনন্দন। তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালো ভাবে পরীক্ষায় উর্ত্তিন্ন হও এই কামনা করি। পরিশেষে তোমরা পরীক্ষার রুটিন জানা সত্ত্বেও আরেক বার তা শেয়ার করা হল।
গতবারের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজারের কিছু কম বলে জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এ বছরে মোট পরীক্ষার্থী সংখ্যা ১০ লক্ষ্য ১৫ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পরুষ পরীক্ষার্থী সংখ্যা ৪,৩৯,৮৭৯ এবং মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৫,৭৬,০০৯ জন।

পরিশেষে, ভালো থাকো সুস্থ থাকো এই কামনা কামনা করে শেষ করছি।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

2 Comments

  1. মধ্যশিক্ষা পর্ষদ ছেলেকে সবাই এসএসসি বোর্ডে পরীক্ষা দিচ্ছে, নাকি পড়াশোনার মান কমে যাচ্ছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button