
বিভিন্ন পদে প্রায় ৫৫৫ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির অধিনে। এখানে মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিইক পাশ ও গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তার সঙ্গে হিন্দি, ইংরেজি ও উর্দুতে জ্ঞান থাকলে ও কম্পিউটারে টাইপিং সম্পর্কে জ্ঞান থাকলে ভালো হয়। যেসব পদে নেওয়া হবে- আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট , সার্ভেয়র, স্টেনোগ্রাফার গ্রেড – ডি, পাটওয়ারি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও মালি ইত্যাদি পদে নিয়োগ হবে।
বিজ্ঞপ্তি নং- 01/2020/Rectt. Cell/Pers/DDA.
অনলাইনে পরীক্ষা নেওয়া হবে প্রার্থী বাছাইয়ের জন্য। পরীক্ষা হবে দিল্লিতে। নেগেটিভ মার্কিং আছে। দরখস্ত করবেন অনলাইনের মাধ্যমে।
দরখাস্তের শেষ তারিখঃ ২২ এপ্রিল ২০২০ ।
দরখাস্ত করবেন এই ওয়েবসাইটেঃ www.dda.org.in
এর জন্য বৈধ একটি ই- মেল আইডি থাকতে হবে। তার সঙ্গে পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। পরীক্ষার ফী বাবদ টাকা অনলাইনের মাশ্যমে জমা দিবেন। এই বিষয় সম্পর্কে আরও জানতে এই ওয়েবসাইটে পাবেন।