Othersকম্পিউটারকম্পিউটার শিক্ষার আসর

KTurtle প্রোগ্রামিং এর কম্যান্ড – 100+ কোটার্টল কমান্ড

KTurtle একটি Programming Environment (পরিবেশ) যা Turtle Script নামক একটি Programming Language এর ওপর ভিত্তি করে তৈরি কারা হয়েছে। এটি ব্যবহার করে প্রোগ্রামিং এর প্রথমিক শিক্ষা লাভ করা যায়। KTurtle এর উদ্দেশ্য হল প্রোগ্রামিং কে সরল ভাবে বুঝতে সাহায্য করে। এটিও পড়ুন –এম এস ডাবলু লোগো ইবুক ফ্রী ডাউনলোড করে নিন – MS LOGO Tutorial PDF

KTurtle ( কোটার্টল ) প্রোগ্রামিং এর গতিপথ নির্ধারক কমান্ড গুলি হল-

Turnleft ( টার্নলেফ্‌ট )/ tl

এই কমান্ড এর মাধ্যমে Turtle টিকে বামদিকে নির্ধারিত কোণে ঘোরানো যায়। এই কমান্ড টি ব্যবহার করতে হয় নিচের Syntax টি ব্যবহার করা হয়। Syntax: turnleft 35 অথবা tl 35

Turnright ( টার্নরাইট )/ tr

এই কমান্ড এর মাধ্যমে Turtle টিকে ডানদিকে নির্ধারিত কোণে ঘোরানো যায়। এই কমান্ড টি ব্যবহার করতে হয় নিচের Syntax টি ব্যবহার করা হয়। Syntax: turnright 35 অথবা tl 35

Forward (ফরোয়ার্ড )/ fr

এই কমান্ড এর মাধ্যমে Turtle টিকে বর্তমান অবস্থা থেকে নিদৃষ্ট Pixel এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই কমান্ড টি ব্যবহার করতে হয় নিচের Syntax টি ব্যবহার করা হয়। Syntax: forward 90 অথবা fw 90

Backward (ব্যাকওয়ার্ড )/ bw

এই কমান্ড এর মাধ্যমে Turtle টিকে বর্তমান অবস্থা থেকে নিদৃষ্ট Pixel পিছিয়ে নিয়ে যাওয়া যায়। এই কমান্ড টি ব্যবহার করতে হয় নিচের Syntax টি ব্যবহার করা হয়। Syntax: backward 90 অথবা bw 90

Get Direction (গেট ডিরেকশন )

এই কমান্ড এর মাধ্যমে প্রথমিক অবস্থা থেকে Turtle টিকে কোনদিকে ঘুরে আছে তা বোঝা যায়। এই কমান্ড টি ব্যবহার করতে হয় নিচের Syntax টি ব্যবহার করা হয়। Syntax: Get Direction

Direction (ডিরেকশন )

এই কমান্ড এর মাধ্যমে Turtle টিকে নিদৃষ্ট কোনে ঘুরিয়ে দেওয়া যায় । এই কমান্ড টি ব্যবহার করতে হয় নিচের Syntax টি ব্যবহার করা হয়। Syntax:  Direction 135 বা dir 135

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button