মদ্য পান করে নেশা হলে তার প্রতিকার

মানুষের জীবনে বিভিন্ন দুঃখ, যন্ত্রণা, মানসিক চিন্তা বসবাস করে, তা থেকে মিক্তি পাওয়ার জন্য মানুষ নানা পদ্ধতির ব্যবহার করে। আবার কিছু কিছু মানুষ আছে যারা মদ্যপান করে, বিষ খেয়ে, বিভিন্ন ধরনের নেশা করে থাকে। তা থেকে বাড়িতে ও পরিবারের সদস্যদের মধ্যে ঝগরা ও অশান্তির সৃষ্টি, এই আকস্মিক দুর্ঘটনা থেকে বাচাতে যা করতে হবে বা এইসব জিনিসের প্রতিকার হল-
সেঁকো বিষ খেলে– ডিমের সাদা অংশ জলের সঙ্গে খাওয়ালে ভালো ফল পাওয়া যায়।
তুঁতে খেলে– ডিমের সাদা অংশ, চিনি বা সোডা খাওয়ালে ভালো ফল পাওয়া যাবে।
নেশা হলে– গাঁজা বা চরস খেয়ে নেশা হলে রোগীর মাথা ধুইয়ে তাকে শুইয়ে রাখতে হবে এবং ঠাণ্ডা জল খাওয়াতে হবে।
কল্কে ফুলের বীজ খেলে– হাফ বোতল গরম জলে চা চামচের এক থেকে দেড় চামচ হলুদের গুড়ো মিশিয়ে তা ঠাণ্ডা করে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা অন্তর খাওয়ালে ভালো হবে।
বেশি পরিমাণ মদ্যপানে নেশা হলে– ঘি-এর সঙ্গে ১২ গ্রাম চিনি মিশিয়ে চাটালে মত্ততা হ্রাস পায়। বমি করালে বেশি ভালো হয়।
আফিং খেলে– কড়া চা বা কফি খাওয়াতে হবে। আর রোগী যাতে না ঘুমতে পারে তার জন্য চোখে মুখে ঠাণ্ডা জলের ঝাপটা দিতে হবে।
সিদ্ধি খেয়ে বেশি নেশা হলে– তেঁতুল গলা জল বা কাঁঠালি পাতার রস খাওয়ালে অথবা গরম জলে গামছা ডুবিয়ে নিংড়ে নিয়ে তা দিয়ে বগলে ও শিরদাঁড়ায় সেঁক দিলে নেশা কেটে যাবে। মাথায় ও চোখে মুখে ঠাণ্ডা জল দিলে ভালো হয়।