ইংরেজি

গাঁদা ফুলের উপকারিতা জানলে চমকে যাবেন, #১ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট

ফুলসাধারনত মালা বানাতে, বিয়ের সাজসজ্জায়, হিন্দুয়ের পুজায়, বিভিন্ন ঘড় সাঁজাতে ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে । কিন্তু এই ফুলের যে আরো কিছু উপকারিতা আছে তা অনেকেই জানেন জানেন না ? না জানা থাকলে এক্ষুনি জেনে নিন গাঁদা ফুলের কিছু উপকারিতা ।তাই আনাচে কানাচে ফুটে থাকা এই গাঁদা ফুলের উপকারিতা জানলে চমকে যাবেন, #১ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সবার জন্য শেয়ার করা হল ।
গাঁদা ফুলের পরিচিতিঃ

গাঁদা একটি গুল্ম    জাতীয় উদ্ভিদ। এটি ১০০ সে. মি. পর্যন্ত উঁচু হয়। পাতা বহু খণ্ডে বিভক্ত, এবং পত্রকের ধার করাতের মত খাঁজ কাটা। এর বিজ্ঞানসম্মত নাম Tagetes patula (Scientific Name: Tagetes patula) ।

ব্যবহার্য অংশঃ পাতা ও ফুলের পাপড়ি।

 

কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়ঃ

  •  ক্ষত ও আঘাতের পরে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি । গাঁদা ফুলের রস ক্ষত ও আঘাতের কষ্ট থেকে মুক্তি দেয় । ক্ষত ও আঘাত জলদি শুকাতে সাহায্য করে ।
  • কোথাও কেটে গেলে – সঙ্গে সঙ্গে গাঁদা পাতার রস লাগালে রক্ত পড়া বন্ধ হয়।
  • কানের ব্যথায়-গাঁদা পাতার রস কানে দিলে ব্যথা দূর হয়।
  • কান পাকা রোগ হলে গাঁদা ফুলের রস ব্যবহার করতে পারেন । এছাড়াও বিভিন্ন ছত্রাকনাশক হিসেবে এটি অনেক কার্যকরী।
  • যাদের টিউমারের সমস্যা আছে তাদের টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণে গাঁদা ফুলের নির্যাস অনেক উপকারি ।
  • গাঁদা ফুলের নির্যাস ক্যান্সারের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ।
  • নেমাটোডের মতো মারাত্মক রোগ থেকে মুক্তি পেতে জমিতে গাঁদা গাছের শুকনা গুড়া বা অপ্রয়োজনীয় অংশ প্রয়োগ করলে অনেক উপকার পাওয়া যায় ।
  • গাঁদা ফুল দিয়ে বিভিন্ন রকমের তেল ও সুগন্ধি তৈরি করা যায় ।
এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button