2024 অক্ষয় তৃতীয়া পুজা নির্ঘণ্ট ও ক্যলেন্ডার – Akshaya Tritiya 2024
২০২৪ অক্ষয় তৃতীয়া পুজার সময় সূচি, পুজার তিথি ও ফর্দ

অক্ষয় তৃতীয়া পুজা ( Akshaya Tritiya) হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি।
অক্ষয় তৃতীয়া পুজা
অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে। কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরী। আর এদিন পূজা,জপ,ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই
তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এদিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধনজগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা।
2024 অক্ষয় তৃতীয়া পুজা নির্ঘণ্ট ও ক্যলেন্ডার – Akshaya Tritiya
উৎসবের নাম | দিন | তারিখ |
অক্ষয়তৃতীয়া নির্ঘণ্ট | শুক্রবার | ১০ মে ২০২৪ |
বাংলা ক্যালেন্ডার অনুসারে- ২৭ বৈশাখ , ১৪৩১
অক্ষয় তৃতীয়া পুজার মহুর্ত – সকাল 05:33 থেকে দুপুর 12:18 পর্যন্ত।
তিথি শুরু – 04:17 AM on May 10, 2024
তিথি শেষ – 02:50 AM on May 11, 2024
2023 অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়েছিল
উৎসবের নাম | দিন | তারিখ |
অক্ষয়তৃতীয়া নির্ঘণ্ট | রবিবার | ২৩ এপ্রিল ২০২৩ |
বাংলা ক্যালেন্ডার অনুসারে- ৯ বৈশাখ , ১৪৩০
2022 অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়েছিল
উৎসবের নাম | দিন | তারিখ |
অক্ষয়তৃতীয়া নির্ঘণ্ট | মঙ্গলবার | ৩ মে ২০২২ |
বাংলা পঞ্জিকা অনুসারে –
অক্ষয়-তৃতীয়া পুজার তিথি শুরু
পুজার তিথি শুরু -০৩ মে, ২০২২ (সোমবার) 05:18 AM থেকে
পুজার তিথি শেষ – ৪ মে, ২০২২ (মঙ্গলবার) 07:32 AM পর্যন্ত
2021 অক্ষয় তৃতীয়া পুজা অনুষ্ঠিত হয়েছিল
উৎসবের নাম | দিন | তারিখ |
অক্ষয়তৃতীয়া নির্ঘণ্ট | শুক্রবার | ১৪ মে ২০২১ |
বাংলা পঞ্জিকা অনুসারে – ৩০ বৈশাখ ১৪২৮
২০২০ অক্ষয় তৃতীয়া পুজা অনুষ্ঠিত হয়েছিল- Akshaya Tritiya
উৎসবের নাম | দিন | তারিখ |
অক্ষয়তৃতীয়া নির্ঘণ্ট | রবিবার | ২৬ এপ্রিল ২০২০ |
বাংলা পঞ্জিকা অনুসারে ছিল – ১৩ বৈশাখ ১৪২৭
অক্ষয় তৃতীয়া পুজার ফর্দঃ
অক্ষয়- তৃতীয়ার পুজোর জন্য যা যা উপকরণ দরকার, তার একটি ফর্দ দেওয়া হল। যেমন- সিদুঁর, পঞ্চগুঁড়ি, পঞ্চগর্ব্য, তিল, হরিতকী, ফুল, দুর্ব্বা, তুলসি, বিল্বপত্র, ধূপ, প্রদীপ, ধূনা, মধুপর্ক বাটি ২, আসনাঙ্গুরীয় ২, দই, মধু, চিনি, ঘি, পুজোর জন্য কাপড় ১, শাটী ১, নৈবেদ্য ২,কুচো নৈবেদ্য ১, সভোজ্য জলপূর্ণ ঘট ১, বস্ত্র ১, পাখা ১, দক্ষিণা।
এই পুজার তাৎপর্য পূর্ণ ঘটনা সমূহ
- একঃ এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে।
- দুইঃ এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
- তিনঃ এদিনই গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।
- চারঃ এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।
- পাঁচঃ এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।
- ছয়ঃ এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন।এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।
- সাতঃ এদিনই ভক্তরাজ সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুখ্হ মোচন করেন।
- আটঃ এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন।
- নয়ঃ এদিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।
- দশঃ কেদার বদরী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।
- এগারোঃ এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয়।
এটিও পড়ুন – 2024 দুর্গাপূজা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার, দুর্গা পুজার সময় সুচি
অক্ষয় তৃতীয়া পুজার ইতিহাস
অক্ষয় তৃতীয়া হল একটি হিন্দু উৎসব যা বাঙালি হিন্দু সমাজের মধ্যে প্রচলিত। এই উৎসবটি হিন্দু পঞ্চাংগের অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমা দিনে উল্লসিত করা হয়।
অক্ষয় তৃতীয়ার নাম অর্থ হল “অচল তৃতীয়া”। এটি উচ্চারণ করা হয় যেন “অক্ষয় তৃতীয়া”। এই উৎসবটি একটি হিন্দু ধর্মীয় উৎসব হওয়া সত্ত্বেও, এটি ধর্মের পার্থক্য ছাড়াই সমাজের একটি গৌরবময় উৎসব।
অক্ষয় তৃতীয়ার ইতিহাস দীর্ঘ এবং প্রাচীন। এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত একটি উৎসব। এটি প্রায় ২০০০ বছর পূর্বে থেকে প্রচলিত হয়। এই উৎসবটি হিন্দু ধর্মের সাথে সম্পর্কিত কিছু ঐতিহ্য, যেমন সুন্দরী পূজা, অন্নপ্রাশন এবং দান সম্পর্কিত।
অক্ষয় তৃতীয়া উত্সবের মূল উদ্দেশ্য হল পরিবার, সমাজ এবং সামাজিক বন্ধুদের সম্পর্ক উন্নয়ন করা। এছাড়াও এটি ধর্মীয় অর্থ রাখে এবং মনোরম সৃষ্টির স্তুতি করে।
অক্ষয় তৃতীয়া পুজা FAQs :
১. অক্ষয় তৃতীয়া পুজা কেন গুরুত্বপূর্ণ?
উত্তরঃ এই দিনটি হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ধর্মীয় উৎসব এবং এটি বিশেষভাবে শ্রী হরির জন্ম ও কৃষ্ণের বিভিন্ন নামকরণ নিবেদনের জন্য পরিচিত।
২. অক্ষয় তৃতীয়ায় কী পূজা করা হয়?
উত্তরঃ অক্ষয়-তৃতীয়ায় একটি বিশেষ পূজা করা হয় যার নাম হল “অক্ষয়-তৃতীয়া পুজা”। এই পূজাতে মূর্তি পূজা, ধূপ দেওয়া এবং প্রার্থনা করা হয়। এছাড়াও এই দিনে দান দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং মানুষ একে অপরকে শুভে
৩. অক্ষয় তৃতীয়া কেন উপবাস করা হয়?
উত্তরঃ হিন্দুগণ অক্ষয়-তৃতীয়ায় উপবাস করে তাদের ধর্ম ও আচার্য বর্ণনা অনুসারে। এটি সংসারের বিভিন্ন বিপদে রক্ষার জন্য বহন করা হয়।
৪. অক্ষয় তৃতীয়ার ফলফল কী?
উত্তরঃ অক্ষয়-তৃতীয়া পালন করলে মানুষ শুভ ও সুখের অনুভূতি অর্জন করে। এছাড়াও এটি ধার্মিক মানেও খুবই গুরুত্বপূর্ণ।
৫. অক্ষয় তৃতীয়া কখন পালন করা হয়?
উত্তরঃ অক্ষয়-তৃতীয়া যারা হিন্দু ধর্মপরিবারের সদস্য তারা এই দিনটি উপবাস করে থাকে। এই বছর অক্ষয়-তৃতীয়া পালন করা হয়েছে ২৩ এপ্রিল মাসে।
৬. অক্ষয় তৃতীয়ায় কী পূজা করা হয়?
উত্তরঃ অক্ষয়-তৃতীয়ায় একটি বিশেষ পূজা করা হয় যার নাম হল “অক্ষয়-তৃতীয়া পুজা”। এই পূজাতে মূর্তি পূজা, ধূপ দেওয়া এবং প্রার্থনা করা হয়। এছাড়াও এই দিনে দান দেওয়ার পরামর্শ দেওয়া হয় ।
2024 অক্ষয় তৃতীয়া সময় ও তারিখ, 2024 অক্ষয় তৃতীয়া পূজার ক্যলেন্ডার, Akshya Tritiya Date Time