কম্পিউটারকম্পিউটার শিক্ষার আসর

ফটোশপ কীবোর্ড শর্টকাট কি ? Photoshop Shortcut

ফটোশপ কীবোর্ড শর্টকাট কি ? Photoshop Shortcut: কম্পিউটার ব্যবহারকারীর কমবেশি প্রায় সকলের অ্যাডোবি ফটোশপ সম্পর্কে জ্ঞান আছে। ফটোশপে আরও দ্রুত কাজ করার জন্য আমাদের শর্টকাট কী মনে রাখা প্রয়োজন এই জন্য ফটোশপ কীবোর্ড শর্টকাট কি ? Photoshop Shortcut নিয়ে এই পোষ্ট। নিম্নে ফটোশপ কী সংক্ষিপ্ত আলোচনা করা হল। এটিও পড়ুন-কম্পিউটার কীবোর্ড শর্টকার্ট কী টেকনিক, Top 100 Shortcut Key

ফটোশপ কীবোর্ড শর্টকাট কি ? Photoshop Shortcut

অ্যাডোবি ফটোশপ ( Adobe Photoshop) একটি গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। একে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়। এই সফটওয়্যারটি তৈরি করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবি সিস্টেমস এর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার এটি । বর্তমানে এই সফটওয়্যারটি ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়। এই সফটওয়্যারটির ১৩ তম সংস্করণ (ফটোশপ সিএস ৬) প্রকাশিত হয়েছে। থমাস নল (Thomas Knoll) এবং জন নল (John Knoll) নামের দুই ভাই ১৯৮৭ সালে ফটোশপ তৈরির করেন।

ফটোশপ টুলস শর্টকাট কি ? Photoshop Shortcut 

টুলের নাম কিবোর্ড শর্ট কাট
Move Tool  V
Rectangular Marquee Tool: M
Lassso Tool L
Quick Selection Tool W
Crop Tool: C
Eyedropper Tool I
Sport Healing Brush Tool J
Brush Tool B
Clone Stamp Tool S
History Brush Tool: Y
Eraser Tool: E
Gradient Tool G
Blur Tool  
Dodge Tool O
Pen Tool: P
Horizontal Tool T
Rectangle Tool U
Hand Tool H [আবার Space bar চেপে ধরে থাকলেও পাওয়া যায় হ্যান্ড টুল ।]
Path Selection Tool A
Horizontal Tool T
Pen Tool P
Rotate View Tool R
Zoom Tool Z [ Ctrl) + ( + ) =  Zoom In, বড়ো করে দেখায় । আবার ( Ctrl ) + ( – ) = Zoom Out, ছোট করে দেখায়]

ফটোশপ শর্টকাট – মেনু শর্ট কাট কি

নিম্নে ফটোশপ এর বিভিন্ন শর্টকাট কী ও তার ব্যবহার আলোচনা করা হল।

কীবোর্ড শর্টকাট কী ব্যবহার
Ctrl +N ফটোশপে নতুন ডকুমেন্ট ওপেন হবে
Ctrl + O ফটোশপে ছবি অ্যাড করে নিতে পারবেন
Ctrl + W কি ফটোশপে ক্যানভাস ক্লোজ করা যায়
Alt + Ctrl + W  ফটোশপ থেকে সব ধরুনের ডকুমেন্ট বন্ধ করা যায় ।
Ctrl + S ফটোশপ ডকুমেন্ট সেভ করে রাখা যায়
Shift + Ctrl + S ফটোশপ ডকুমেন্ট সেভ করা যায় নতুন নামে
Alt + Shift+ Ctrl + S ডকুমেন্ট ওয়েব পেজের জন্য সেভ করা যায়
Ctrl + P ডকুমেন্ট প্রিন্ট করা যায় ।
Ctrl + Q ফটোশপ প্রোগ্রাম ক্লোজ করা যায়
Ctrl + Z আন্ডু করা যায় , তবে সেটি এক ধাপ মাত্র । অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাওয়া যায় ।
Alt + Ctrl + Z ডকুমেন্টের আগের অবস্থায় যাওয়া যায়,একে একে আগের ধাপ গুলোতে ফেরা যায় ।
Shift + Ctrl + F Fade অপশন প্রর্দশন হয় ।
Ctrl + X ডকুমেন্ট এর সিলেক্ট করা অংশ কপি করা যায় ।
Ctrl + C করে ডকুমেন্ট এর সিলেক্ট করা অংশ কপি করা যায় ।
Ctrl + V ডকুমেন্ট এর সিলেক্ট করা অংশ কপি করা যায় ।
Shift + F5 Fill অপশন সিলেক্ট করা যায়
Alt + Shift+Ctrl + C Content-Aware Scale ডকুমেন্ট সিলেকশন হয় ।
Ctrl + T ডকুমেন্ট ফ্রি টার্ন্সফর্ম করা যায় ।

 

Ctrl + T ডকুমেন্ট ফ্রি টার্ন্সফর্ম করা যায় ।
Shift + Ctrl + K কালার সেটিং অপশন ওপেন হয় ।
Alt + Shift + Ctrl + K কিবোর্ড শর্ট কাট উইন্ডো ওপেন হয় ।
Alt + Shift + Ctrl + M মেনু ওপেন করা যায় ।
Ctrl + L Levels লেয়ার উইন্ডো ওপেন হয়
Ctrl + M Curves ওপেন করা যায় ।
Ctrl + U Hue/Saturation ওপেন করা যায় ।
Ctrl + B Color Balance উইন্ডো ওপেন হবে
Alt + Shift + Ctrl + B ইমেজ Black/ White করা অপশন ওপেন হয় ।
Shift + Ctrl + L Auto Tone অপশন অন হয় ।
Alt + Shift + Ctrl + L Auto Contrast ওপেন হয় ।
Shift + Ctrl + B Auto Color উইন্ডো ওপেন হয় ।
Alt + Ctrl + I Image Size উইন্ডো করা যায় ।
Alt + Ctrl + C Curves Size বক্স নির্বাচন করা যায়।
Ctrl + G Group লেয়ার তৈরি করা যায় ।
Shift + Ctrl + G Group লেয়ার তৈরি করা অপশনটি মুছে দেওয়া যায় ।
Ctrl + A ডকুমেন্টের কোন একটি লেয়ার সম্পুর্ন ভাবে করা যায় ।
Ctrl + D ডকুমেন্ট এর সিলেক্ট করা অংশ Deselect করা যায়
Shift + Ctrl + I Inverse অপশন মাধ্যেমে ছবি সিলেকশন করা যায় ।
Ctrl + + ডকুমেন্ট  Zoom In করা যায় ।
Ctrl + – ইমেজের Zoom Out করা যায় ।
Ctrl + O ইমেজ Fit On Screen হয় ।
Ctrl + R  রুলার ওপেন হয়
Alt + F9  Actions অপশন বের হয় ।
F5 লেয়ার বক্সে ব্রাশ টুল নির্বাচন হয় ।

এগুলিও পড়ুন

ট্যাগঃ ফটোশপ কীবোর্ড শর্টকাট PDF, Download ফটোশপ শর্টকাট কী?

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button