
সরস্বতী পূজা উপলক্ষে নিমন্ত্রণ পত্র
শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ
যথাবিহিত সম্মান পুরঃসর নিবেদন এই যে,
আগামী ৮ই মাঘ বুধবার আমাদের বিদ্যালয়ে শ্রী শ্রী বাগদেবীর অর্চনা করিবারে আয়োজন করেছি । উক্ত দিবসে আপনি সবান্ধব আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রতমা দর্শন ও আনন্দবর্ধন করলে কৃতার্থ হবো।
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।
ইতি-
তারিখঃ-৬/৬/২০২০ বিনীত
কুশমন্ডি হাই স্কুলের ছাত্রবৃন্দ
এটিও পড়ুন-