
মায়ের কাছে সন্তানের চিঠি || মেয়ের কাছে মায়ের চিঠি || পিতা মাতার কাছে চিঠি || কন্যার কাছে পিতার চিঠি || বাবার কাছে চিঠি লেখার নিয়ম || মায়ের অসুস্থতা নিয়ে বাবাকে চিঠি || মায়ের ভালোবাসা || বাবার জন্য চিঠি || মাকে নিয়ে লেখা কিছু কথা
মায়ের কাছে সন্তানের চিঠি
হরে কৃষ্ণা
রায়গঞ্জ,দক্ষিনপাড়া
তারিখ-০১/০৭/২০২২
শ্রদ্ধিয় মা,
মা, আমার শ্রদ্ধা ভক্তি সহ প্রণাম নেবে। এই যে, ভগবান এর আশীর্বাদ ও আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি ও রীতিমত পড়াশুনা করিতেছি। শীঘ্রই আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হবে। পরীক্ষা শেষ হলেই আমি বাড়ি যাওয়ার প্রস্তুতি নেবো । আমার জন্য কোন চিন্তা করবে না। আমি আপনাদের থেকে দূরে থাকলেও সব সময় আপনাদের কথা আমার মনে পরে। ছোট ভাই-বোনের কথা খুব মনে পড়ে । তখন বাড়ি যাবার জন্য মন ছুটে যায়। এখন আমি ভালো আছি ।জয় শ্রীকৃষ্ণা মা ।
ইতি—
তোমার আদরের
শিবা
এটিও পড়ুন –