
সঙ্কট নাশিনী দুর্গা পুজা । Sankat Nashini Durga Puja ।। দেবী দুর্গা ( Devi Durga ) বাঙ্গালী হিন্দুরা মহা সামারহে পুজা করে থাকে। শঙ্কট অর্থাৎ “যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। “যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন” তিনি হলেন হিন্দু দেবী পার্বতীর এক উগ্র রূপ। তিনি একজন জনপ্রিয় দেবী। হিন্দুরা তাকে মহাশক্তির একটি উগ্র রূপ মনে করেন। তিনি দেবী পার্বতীর উগ্র রূপ, তার অন্যান্য নামসমূহ হল চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহারিণী নারায়ণী, মহামায়া, কাত্যায়নী ইত্যাদি।
সঙ্কট নাশিনী দুর্গা পুজা সময় সূচি
এছারাও তিনি জয়দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনদুর্গা, চণ্ডী, নারায়ণী, শিবানী, কালী, গৌরী, উমা প্রভৃতি নামে ও রূপে পূজিতা হন।
সঙ্কট নাশিনী দুর্গা পুজা সাধারণত মাঘ মাসে হয়ে থাকে। সঙ্কট নাশিনী পুজার পরের দিন ওঙ্কার পঞ্চমী হিসেবে পালন করা হয়। এছারা ওঙ্কার পঞ্চমী শ্রীশ্রী ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথদেব (Thakur Sitaramdas Omkarnath) এর জন্মতিথি হিসেবে পালন করা হয়। বিভিন্ন শঙ্কট ও জরা থেকে মুক্তি পেতে বিশেষ করে সঙ্কট নাশিনী দুর্গা পুজা করা হয়। এই দিন মায়ের কৃপা ও পূর্ণ লাভের জন্য জন্য ভোরবেলা গঙ্গা স্নান করে মায়ের মন্ত্র পাঠ করেন।
2023 শ্রীশ্রীশঙ্কটনাশিনী পূজা দুর্গা পুজা সময় সূচি
উৎসবের নাম | পুজার দিন | পুজার তারিখ |
শঙ্কট নাশিনী দুর্গা | বৃহস্পতিবার | 9 ফেব্রুয়ারী 2023 |
বাংলা পঞ্জিকা অনুসারে – বৃহস্পতিবার, ২৫ মাঘ ১৪২৯।
জেনে নিন – এবছরের শ্রী শ্রী দুর্গা পুজার সময় ও ক্যালেন্ডার